এক্সপ্লোর
Advertisement
North Bengal Weather: ঘন কুয়াশার সতর্কতা, আরও নামবে পারদ উত্তরবঙ্গে
West Bengal Weather: আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শৈলশহরের তাপমাত্রা। সপ্তাহের শেষে আরও নামবে পারদ।
দার্জিলিং: পৌষের শেষ বেলায় ফিরল শীত। এক ধাক্কায় অনেকটাই নামল পারদ। দক্ষিণবঙ্গ তো বটেই একই ছবি উত্তরবঙ্গের জেলাগুলিতেও। একাধিক জেলায় রয়েছে ঘন কুয়াশার দাপট। আগামী কয়েকদিন ৫ থেকে ৬ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে শৈলশহরের তাপমাত্রা। সপ্তাহের শেষে আরও নামবে পারদ।
উত্তরবঙ্গের অন্তর্গত জেলাগুলি হল -
- আলিপুরদুয়ার
- উত্তর দিনাজপুর
- কালিম্পং
- কোচবিহার
- জলপাইগুড়ি
- দক্ষিণ দিনাজপুর
- দার্জিলিং
- মালদা
দেখে নেওয়া যাক আজ কোন জেলার কেমন আবহাওয়া আজজেলা আবহাওয়ার
হাইলাইটদার্জিলিং বর্ষণ: 0%আর্দ্রতা: 59%বাতাস: 6 কিমি/ঘণ্টাজলপাইগুড়ি বর্ষণ: 0%আর্দ্রতা: 69%বাতাস: 8 কিমি/ঘণ্টাকালিম্পং বর্ষণ: 0%আর্দ্রতা: 55%বাতাস: 6 কিমি/ঘণ্টাআলিপুরদুয়ার বর্ষণ: 0%আর্দ্রতা: 73%বাতাস: 8 কিমি/ঘণ্টাকোচবিহার
বর্ষণ: 0%আর্দ্রতা: 73 %বাতাস: 8 কিমি/ঘণ্টাউত্তর দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: 67%বাতাস: 10 কিমি/ঘণ্টাদক্ষিণ দিনাজপুর বর্ষণ: 0%আর্দ্রতা: 68%বাতাস: 10 কিমি/ঘণ্টামালদা বর্ষণ: 0%আর্দ্রতা: 70%বাতাস: 10 কিমি/ঘণ্টা
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে আবহাওয়া বৈচিত্রপূর্ণ থাকে। ভৌগোলিকভাবে উত্তরবঙ্গের আওতায় পড়ে দার্জিলিং পার্বত্য অঞ্চল ও ডুয়ার্স অঞ্চল। দার্জিলিং পার্বত্য অঞ্চলের আওতায় পড়ে দার্জিলিং দার্জিলিং সদর, কার্শিয়াং, মিরিক এবং কালিম্পং জেলা। এই অঞ্চলে র আবহাওয়া সদা মনোরম। কখনই গরম মাত্রা ছাড়ায় না। অন্যদিকে ডুয়ার্সের আওতায় পড়ে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিঙের সমভূমি অঞ্চল। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় গরম পড়ে অত্যন্ত বেশিই। আবার শীতে ঠান্ডার কামড়ও ভাল।
আবহাওয়ার আপডেট: উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে দার্জিলিং কালিম্পং এ। মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। বিহার ও ঝাড়খন্ড সংলগ্ন উত্তরবঙ্গের জেলায় ঘন কুয়াশার সতর্কতা থাকবে। সপ্তাহের শেষ দিকে পারা পতনের সম্ভাবনা। রবিবারের মধ্যে তাপমাত্রা আরো কমতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
অটো
Advertisement