North Dinajpur: করোনা সচেতনতায় পথে নামল রায়গঞ্জ পুলিশ, পাশে ব্যবসায়ী সংগঠন
North Dinajpur News:শুক্রবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সাধারন মানুষ থেকে ক্রেতা, বিক্রেতা সকলের মুখে মাস্ক পড়িয়ে দেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা।
সুদীপ চক্রবর্তী, উত্তর দিনাজপুর: করোনা সংক্রমণের তৃতীয় ঢেউয়ের(third wave) প্রভাব এবং ওমিক্রনের (omicron) দাপট প্রতিরোধে এবার রায়গঞ্জের (raiganj) পথে নামল রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ থানার পুলিশ (police)। রায়গঞ্জের ব্যবসায়ী সংগঠন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ থানার পুলিশের যৌথ উদ্যোগে শুক্রবার রায়গঞ্জ মোহনবাটি বাজারে সাধারন মানুষ থেকে ক্রেতা বিক্রেতা সকলের মুখে মাস্ক পড়িয়ে দেন মার্চেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা এবং রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। রায়গঞ্জ শহরের গোশালা বাজার থেকে শুরু করে মোহনবাটি বাজার, স্টেশন বাজার, বন্দর বাজার ও দেবীনগর বাজারে এই মাস্ক বিতরণ কর্মসূচি পালন করা হয়। রায়গঞ্জ শহরের রাজপথ ধরে দুধারের পথচলতি সাধারন মানুষ, ব্যবসায়ী, দোকানদারদের মধ্যে মাস্ক ও স্যানিটাইজার বিলি করার পাশাপাশি মাইকিং করে সচেতন করলেন রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন ও রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, ''রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশন এবং রায়গঞ্জ থানার পুলিশ আধিকারিকদের যৌথ উদ্যোগে সাধারন মানুষকে করোনা বিধি মেনে চলার জন্য প্রচার এবং মাস্কহীন মানুষদের মাস্ক বিতরণ কর্মসূচি গ্রহন করা হয়েছে। রায়গঞ্জ শহরের সবকটি বাজারেই ক্রেতা বিক্রেতাদের সচেতন করতেই এই উদ্যোগ।''
এদিকে, করোনা (Corona) সংক্রমণ বাড়ায় বন্ধ ডুয়ার্সের (Dooars) পর্যটন কেন্দ্রগুলি (Tourists Spot)। জলপাইগুড়ির (Jalpaiguri) মূর্তি পর্যটন কেন্দ্রে উধাও চেনা ছবি। ভিড় নেই। ফাঁকা পর্যটনকেন্দ্রে ঘোরাঘুরি করার সময় কেউ কেউ মাস্ক ছাড়াই দল বেঁধে সেলফি তুলতে ব্যস্ত। তবে গরুমারা জাতীয় উদ্যানের (Garumara National Park) ছবিটা আলাদা। জঙ্গল সাফারি (Forest Safari) বন্ধ। মাস্ক পরেই জঙ্গলের বাইরে ঘুরছেন পর্যটকরা। করোনা আবহে বিধি আরোপের বিষয়টিকে স্বাগত জানালেও, শীতের মরসুমে পর্যটন কেন্দ্র বন্ধ থাকায় মন খারাপ পর্যটকদের। ব্যবসায় ফের মন্দার আশঙ্কায় পর্যটন ব্যবসায়ীরা।
আরও পড়ুনঃ করোনার দাপট বাড়ায় কালীঘাট মন্দিরে গর্ভগৃহে ভক্তদের প্রবেশে নিষেধাজ্ঞা