Onion Cultivation:'নাসিকের পেঁয়াজের ওপর আর নির্ভর নয়, একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের' !
Becharam Manna On Bengal Government On Onion Cultivation: পেঁয়াজ চাষ নিয়ে চাষীদের উৎসাহ দিতে একাধিক পদক্ষেপ রাজ্য সরকারের, বড় বার্তা কৃষি বিপণন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্নার

সুনীত হালদার, হাওড়া: এবারে পেঁয়াজ চাষ নিয়ে চাষীদের উৎসাহ দিতে রাজ্য সরকার একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এমনটাই জানিয়েছেন রাজ্য কৃষি বিপণন দফতরের প্রতিমন্ত্রী বেচারাম মান্না।
শুক্রবার উলুবেরিয়াতে একটি সুফল বাংলা স্টলের উদ্বোধন করতে এসে তিনি বলেন হাওড়া, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ সহ সাতটি জেলায় পেঁয়াজ চাষীদের উদ্যান পালন দফতরের মাধ্যমে বিনামূল্যে বীজ দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এইসব জেলাগুলিতে ২৫ টন পেঁয়াজ রাখার জন্য সাতটি পেঁয়াজ গোলা তৈরি করা হয়েছে। সেখানে পরীক্ষামূলকভাবে পেঁয়াজ রাখার ব্যবস্থা করা হয়েছে। পরে সব জেলাতেই পেঁয়াজ রাখার ব্যবস্থা করা হবে। এদিন তিনি দাবি করেন, এই রাজ্যের চাষীদের মধ্যে পেঁয়াজ চাষে উৎসাহ দেখা দিয়েছে। এর ফলে ভবিষ্যতে নাসিক থেকে পেঁয়াজ আমদানির ওপর নির্ভর করতে হবে না।
এদিন তিনি আরও বলেন, গত বছরে রাজ্যের আলুর উৎপাদন কম হয়েছিল। এরই মধ্যে বেশ কিছু ব্যবসায়ী ভিন রাজ্যে এমনকি বাংলাদেশও আলু পাঠাতে শুরু করে। এর ফলে আলুর দাম কিছুটা বাড়ে। তবে মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে আলুর দাম নিয়ন্ত্রণে আসে। না হলে আলুর দাম ৫০ টাকা দরে উঠে যেত।
আরও পড়ুন, 'যত ছোটই জমি হোক, বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা..' !






















