Durgapur : চাহিদা ১০ লক্ষ গ্যালনের, জোগান ৪ লক্ষের ! দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডে পানীয় জলের তীব্র সঙ্কট
Durgapur Municipality : ওয়ার্ডের একমাত্র ওভারহেড ট্যাঙ্ক সমস্ত ওয়ার্ডের জল সরবরাহের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর
মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর : দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছে দুর্গাপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ড। গরমে এই সমস্য়া আরও তীব্র আকার ধারণ করেছে। খুব শীঘ্রই অবশ্য এই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছে পুরসভা। যদিও এই ইস্যুতে তৃণমূলকে একহাত নিয়েছে বিরোধীরা।
পুরসভা সূত্রে জানা গেছে, এই ওয়ার্ডের দৈনিক চাহিদা ১০ লক্ষ গ্যালন। কিন্তু একটি মাত্র ট্যাঙ্কে খুব বেশি হলে ৪ লক্ষ গ্যালন জল সরবরাহ করা সম্ভব হয়। পানীয় জলের এই তীব্র সমস্যার চিত্র দুর্গাপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে। এই গরমে এখানকার পারুলিয়া, বাগানপাড়া, ভোলাপাড়া, ড্যামপাড়া ছাড়াও বিজুপাড়া, রঘুনাথপুর, ধোবিঘাট এলাকায় এবং কমলপুরের বেশ কিছু অঞ্চলে পানীয় জল সমস্যা প্রবল আকার ধারণ করেছে। ওয়ার্ডের একমাত্র ওভারহেড ট্যাঙ্ক সমস্ত ওয়ার্ডের জল সরবরাহের জন্য যথেষ্ট নয় বলে জানিয়েছেন এলাকার কাউন্সিলর শিপ্রা সরকার।
তিনি বলেন, সম্পূর্ণ ওয়ার্ডেই জলের সমস্যা রয়েছে। ওভারহেড ট্যাঙ্ক বানানোর জন্য আবেদন করা হয়েছে। আগামী দিনে বাড়িতে বাড়িতে পানীয় জল দিয়ে মুখ্যমন্ত্রীর 'জল স্বপ্ন' প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তবে স্থানীয়দের বক্তব্যে, জলের সমস্যা প্রবলভাবে ফুটে উঠেছে। এনিয়ে শাসকদলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছে বিজেপি। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘড়ুই বলেন, তৃণমূল ভোট লুঠ করে ক্ষমতায় এসেছে। ১১ বছরেও জল সমস্যা মেটাতে পারেনি। দুয়ারে জল পৌঁছে দিতে ব্যর্থ। সামনে পুরভোট। বিজেপি ক্ষমতায় এলে জল সমস্যা মিটবে।
অন্যদিকে, সিপিএম নেতা পঙ্কজ রায় সরকার বলেন, মানুষের ন্যূনতম চাহিদা পানীয় জল, সেটাও সরবরাহ করতে পারছে না দুর্গাপুর পুরসভা।
যদিও পুরসভার মেয়র পারিষদ (জল) দীপঙ্কর লাহা জানান, এটা দীর্ঘদিনের সমস্যা। MED ডিপার্টমেন্ট-কে ইতিমধ্যেই তিনটি ওভারহেড ট্যাঙ্ক করার জন্য DPR করে দেওয়া হয়েছে। খুব তাড়াতাড়ি জল সমস্যা মিটে যাবে। সাব মার্সিবল পাম্প বসিয়ে ও ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহের মাধ্যমে সমস্যার সমাধান করা হচ্ছে।
সব মিলিয়ে কবে মিটবে পানীয় জলের সমস্যা সেই দিকেই তাকিয়ে আছে দুর্গাপুর পুরসভার ১নং ওয়ার্ডের বাসিন্দারা।