ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১১.২৫) পর্ব ১: সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে SSC-র নতুন পরীক্ষার বৈধতাও
Ghanta Khanek Sange Suman: এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে SSC-র নতুন পরীক্ষার বৈধতাও । নতুন-পুরনো মিলিয়ে বিশ বাঁও জলে লক্ষ-লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ 'নতুন বিধি, নতুন শূন্যপদ করে নতুনদের সুযোগ দিতে বলিনি আমরা' । SSC-কে তীব্র ভর্ৎসনা করে ৪৪টা মামলার আবেদনই হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট । বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করুন' । হাইকোর্টের পর এবার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টেরও । 'আশা করি পচা শামুকে পা কাটবেন না' । হাজিরা না দেওয়ায় পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি ক্ষুব্ধ বিচারকের । CEO-অফিসের নিরাপত্তা বাড়াতে CP–কে নির্দেশ কমিশনের, প্রথমেই No Entry সংবাদমাধ্য়মের!
সুপ্রিম কোর্টের নির্দেশে ২৬ হাজার চাকরি বাতিল হয়ে যাওয়ার পর নতুন করে শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। কিন্তু সেই নিয়োগের পরীক্ষার বৈধতা নিয়েও সর্বোচ্চ আদালতে উঠে গেল প্রশ্ন। ফের সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে পড়তে হল SSC-কে। সুপ্রিম কোর্টের রায়ের বাইরে গিয়ে শূন্যপদ তৈরি, নতুন বিধি অনুযায়ী পুরনোদের পরীক্ষা নেওয়া নিয়ে চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। এরই সঙ্গে, SSC-র সমস্ত মামলা ফেরত পাঠিয়ে দেওয়া হল হাইকোর্টে। পাশাপাশি, দাগিদের বিস্তারিত তথ্য-সহ তালিকা প্রকাশ করতে বলল সর্বোচ্চ আদালত।































