ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৬.১১.২৫)পর্ব২:ফের প্রশ্নের মুখে SSC।পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারকের
Ghanta Khanek Sange Suman: এবার সুপ্রিম কোর্টের প্রশ্নের মুখে SSC-র নতুন পরীক্ষার বৈধতাও । নতুন-পুরনো মিলিয়ে বিশ বাঁও জলে লক্ষ-লক্ষ চাকরিপ্রার্থীর ভবিষ্যৎ 'নতুন বিধি, নতুন শূন্যপদ করে নতুনদের সুযোগ দিতে বলিনি আমরা' । SSC-কে তীব্র ভর্ৎসনা করে ৪৪টা মামলার আবেদনই হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট । বিস্তারিত তথ্য দিয়ে দাগিদের তালিকা প্রকাশ করুন' । হাইকোর্টের পর এবার কড়া নির্দেশ সুপ্রিম কোর্টেরও । 'আশা করি পচা শামুকে পা কাটবেন না' । হাজিরা না দেওয়ায় পার্থর জামিন বাতিলের হুঁশিয়ারি ক্ষুব্ধ বিচারকের । CEO-অফিসের নিরাপত্তা বাড়াতে CP–কে নির্দেশ কমিশনের, প্রথমেই No Entry সংবাদমাধ্য়মের!
প্রাথমিক থেকে শুরু করে নবম-দশম, একাদশ-দ্বাদশ কিংবা group সি, group ডি--- গত কয়েক বছরে একের পর এক নিয়োগে উঠেছে ব্য়াপক দুর্নীতির অভিযোগ! যার খেসারত দিতে হয়েছে অসংখ্য় যোগ্য় প্রার্থীকে। আদালতের রায়ে SSC-র ২০১৬ সালের গোটা প্য়ানেলই বাতিল হয়েছে। খাঁড়া ঝুলছে প্রাথমিকের ৩২ হাজার চাকরির ওপরও!হাইকোর্টে তার শুনানি শেষ হয়েছে। যে কোনওদিন রায় ঘোষণা হবে। আর এখানেই বিরোধীরা প্রশ্ন তুলছে, এ রাজ্য়ে চাকরিপ্রার্থী এবং চাকরিজীবীদের এত অনিশ্চয়তার মধ্য়ে কেন দিন কাটাতে হয়? সরকার কেন চাকরির একটা পরীক্ষাও ত্রুটিমুক্ত ভাবে নিতে পারে না?































