International Women's Day 2024: নারী দিবসে বিশেষ সম্মান, হিজলি স্টেশনের পুরো কাজকর্ম পরিচালনায় মহিলা কর্মীরা
Women Staffs: আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে এদিন ফুল দিয়ে সাজানো হয় সম্পূর্ণ স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগে খুশি মহিলা কর্মীরা।
সৌমেন চক্রবর্তী, খড়গপুর : নারী দিবসে অভিনব উদ্যোগ । আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে মহিলাদের সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। শুক্রবার খড়্গপুরের হিজলি স্টেশনের পুরো কাজকর্ম পরিচালনার দায়িত্ব দেওয়া হয় মহিলা কর্মীদের।
শুধু তা-ই নয়, এদিন সম্পূর্ণভাবে মহিলা চালিত একটি ট্রেন এর সূচনা করলেন খড়্গপুরের ডিআরএম কে আর চৌধুরী। 00631 পার্সেল এক্সপ্রেসের সূচনা হয় এদিন। এই ট্রেনের পরিচালনার দায়িত্বে ছিলেন লোকো পাইলট তনুলেখা পাল, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট তানিয়া বৈতালিক এবং ট্রেন ম্যানেজার ছিলেন দেবশ্রী দাস। অন্যদিকে এদিন পুরো স্টেশন পরিচালনা করেন স্টেশন সুপারিনটেন্ডেন্ট গীতাকুমারী দাস এবং স্টেশন ম্যানেজার শতাব্দী রায়। আন্তর্জাতিক মহিলা দিবসকে সামনে রেখে এদিন ফুল দিয়ে সাজানো হয় সম্পূর্ণ স্টেশন চত্বর। রেলের এই উদ্যোগে খুশি মহিলা কর্মীরা।
এদিন স্টেশনে উপস্থিত থাকা খড়্গপুরের চিফ কমার্সিয়াল ইন্সপেক্টর সঞ্চিতা মুখার্জি বলেন, "এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। এমনিতে আমরা প্রতিদিন দায়িত্ব সহকারেই কাজ করি। কিন্তু আজকের এই বিশেষ দিনে শুধুমাত্র মহিলাদের দায়িত্বে একটা স্টেশন ছেড়ে দেওয়ার ঘটনায় অন্যরকম অনুভুতি হচ্ছে। আগামী দিনে মোটিভেশনের কাজ করবে এই ঘটনা।"
অন্যদিকে, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ার ডিভিশনের অন্তর্গত আলিপুরদুয়ার জংশন স্টেশনেও অভিনব উদ্যোগের মধ্যে দিয়েই পালিত হল আন্তর্জাতিক নারী দিবস। স্টেশন থেকে আপ এনজেপি-বামনহাট প্যাসেঞ্জার ট্রেনটি মহিলা রেলকর্মীরাই পরিচালনা করেন। এদিন রেল চালানোর দায়িত্বে থাকা মহিলা রেলকর্মীদের হাতে ফুল তুলে দিয়ে শুভেচ্ছা জানান আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম।
আজ আলিপুরদুয়ার জংশন স্টেশন চত্বরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে আরপিএফ-এর মহিলা হেড কনস্টেবল প্রমিলা প্রধানের নেতৃত্বে মহিলা কনস্টেবলের দল। স্টেশন সুপারেনটেনডেন্ট হিসেবে দায়িত্বে রয়েছেন রিঙ্কু গুহ। স্টেশন মাস্টার পদে দায়িত্ব সামলাচ্ছেন লোপামুদ্রা দে। স্টেশনে চিপ-টিকিট ইনস্পেকটর (সিটিআই) পদে কর্মরত রয়েছেন পম্পি দত্ত। স্টেশনের রিজার্ভেশন কাউন্টারে আজ কর্মরত পম্পা রায় সাউথ। স্টেশনের দুই কেবিন, নর্থ এবং সাউথ কেবিনে রয়েছেন জয়িতা চাকি ও পুষ্পলতা দাস। পাশাপাশি এদিন আলিপুরদুয়ার জংশন স্টেশন থেকে বামনহাটগামী প্যাসেঞ্জার ট্রেনটিও পরিচালিত হয় মহিলা রেলকর্মীর মাধ্যমেই। এই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তিন আরপিএফ মহিলা কনস্টেবল। ট্রেনের ট্রেন ম্যানেজার বা গার্ড হিসেবে কর্তব্যে রয়েছেন লিপি কর। অসংখ্য যাত্রীদের গন্তব্যস্থলে সুরক্ষিতভাবে পৌঁছে দিতে ট্রেনের লোকো পাইলটের দায়িত্ব পালন করছেন ঐন্দ্রিলা রক্ষিত।