Pashchim Bardhaman: দ্রুত গতিতে ধেয়ে আসা ট্রাকের ধাক্কায় মৃত্যু মহিলার, পথ অবরোধ বিক্ষুব্ধ এলাকাবাসীর
Pashchim Bardhaman: ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃ
মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: ভরদুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা (Road Accident)। মৃত্যু হল এক মহিলার (Woman death)। রবিবার দুপুরে পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) কাঁকসার ঘটনা।
কাঁকসার আড়া মোড়ে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মহিলার। মৃত ওই মহিলার নাম সবিতা গরাই। তিনি কাঁকসার বিষ্ণুপুর এলাকার বাসিন্দা। ওই মহিলা এদিন ছেলের সঙ্গে বাইকে (Bike) করে মুচিপাড়া থেকে আসছিলেন। সেই সময়েই প্রচণ্ড গতিতে এগিয়ে আসা একটি ট্রাক (Speeding truck) ওই বাইকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই মহিলা মুচিপাড়ার এক মার্বেলের দোকানে গিয়েছিলেন মার্বেল পছন্দ করে কিনতে। সেখান থেকে বাড়ি ফেরার পথেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয় বাসিন্দারা ঘটনার প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিঘি ফাঁড়ির পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। ঘাতক ট্রাকটিকে আটক করলেও চালক ও খালাসি পলাতক। এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন: Kolkata: রিজেন্ট পার্ক খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য, ৫-৬ বছর ধরে আগ্নেয়াস্ত্র রাখতেন অভিযুক্ত
অন্যদিকে দক্ষিণ ২৪ পরগণার গোসাবা থানা এলাকাতেও ভয়াবহ দুর্ঘটনার ছবি ধরা পড়ল। পাখিরালয় হাই স্কুলের সামনে শনিবার গভীর রাতে দুই যুবককে রক্তাক্ত অবস্থায় রাস্তার ধারে পড়ে থাকতে দেখা যায়।
ওই দুই যুবককে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সেই সময় তাঁরা পাশে একটি ভাঙাচোরা বাইক পড়ে থাকতেও দেখেন। স্থানীয় মানুষজন সঙ্গে সঙ্গে গোসাবা থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গোসাবা থানার পুলিশ এসে পৌঁছয়। তাঁরা এরপর ওই দুই ব্যক্তিকে উদ্ধার করে গোসাবা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন।