Phone Hack: শুভেচ্ছা বার্তাতেও লুকিয়ে রয়েছে বিপদ! কোন মেসেজে ক্লিক করলেই হ্যাক হয়ে যাচ্ছে ফোন?

Phone Hack Message: একটা শুভেচ্ছা বার্তা নিমেষে হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন কিংবা কম্পিউটার এভাবেই নতুন এক প্রতারণার জাল ছড়িয়েছে জামতাড়া গ্যাং

Continues below advertisement

ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: হঠাৎই ফোনের স্ক্রিনে ফুটে উঠল অচেনা নম্বর থেকে আসা একটা মেসেজ। গুড মর্নিং। দেখে সন্দেহ হওয়ার কোনও কারণই নেই, ঘুম চোখে আপনি সেই মেসেজের সঙ্গে আসা স্টিল বা ভিডিও ডাউনলোডও করে ফেললেন। কিন্তু এই বার্তাতেই লুকিয়ে রয়েছে বিপদ। 

Continues below advertisement

অভিনব কায়দায় প্রতারণা, কিংবা বলা যেতে পারে এভাবেও হচ্ছে সাইবার জালিয়াতি। একটা শুভেচ্ছা বার্তা নিমেষে হ্যাক করে নিচ্ছে মোবাইল ফোন কিংবা কম্পিউটার এভাবেই নতুন এক প্রতারণার জাল ছড়িয়েছে জামতাড়া গ্যাং। 

কীভাবে হচ্ছে গোটা প্রক্রিয়া? 


মেইল অথবা হোয়াটস অ্যাপের মাধ্যমে আসছে শুভেচ্ছা বার্তা। তা ওপেন করলেই, ফোনে ডাউনলোড হয়ে যাবে একটি লুকোনো ফাইল। যা সিস্টেমে ম্যালওয়ার ঢুকিয়ে গোটা সিস্টেমটাকে স্তব্ধ করে দেবে। আর সেই সুযোগে হ্যাক হয়ে যাবে কম্পিউটার বা মোবাইল ফোন। এক নিমেষে আপনার ফোনের পুরো নিয়ন্ত্রণ চলে যাবে হ্যাকারের হাতে। 

আরও পড়ুন, হাসপাতালে সিসি ক্যামেরা বসানোর বরাতে দুর্নীতি? 'টাকার অঙ্ক' দেখিয়ে ভয়ঙ্কর অভিযোগ

ঠিক এমনই এক বার্তা এসেছে কেষ্টপুরের এই যুবকের কাছে। তবে  অনেকেই অপরিচিতর থেকে পাওয়া মেসেজ ওপেন করেন না। সেক্ষেত্রেও অভিনব উপায় অবলম্বন করেছে হ্যাকাররা।  যেমন, হোয়াটস অ্যাপের প্রোফাইলে, পরিচিত কোনও ব্যক্তির ইমেজ ব্যবহার করে পাঠানো হচ্ছে গ্রিটিংস মেসেজ। এক্ষেত্রে তাই বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 

সাইবার বিশেষজ্ঞরা এও জানিয়েছেন, আপনি যদি ঘনঘন ফোন চার্জ করেন, তার পরেও দেখেন ব্যাটারি আগের থেকে দ্রুত ফুরিয়ে যাচ্ছে, তা হলে বুঝতে হবে তাতে ম্যালওয়্যার বা ভুয়ো অ্যাপস রয়েছে। সেক্ষেত্রে সতর্ক হোন। যেমন, অ্যাপগুলি খুব দ্রুততার সঙ্গে ক্র্যাশ করছে, লোড হতে অতিরিক্ত সময় নিচ্ছে, কখনও আবার লোডই হচ্ছে না। ব্যবহারকারীর ইনপুট ছাড়াই বারবার রিবুট, শাটডাউন হচ্ছে। এই সব হতে থাকলে বুঝতে হবে, ব্যাকগ্রাউন্ডে কোনও প্রসেস চলছে, তা খুব সম্ভবত কোনও ম্যালওয়্যার। ফোনের সেই সব অ্যাপ ডিলিট করুন, যেগুলিকে স্পাইওয়্যার বলে মনে করছেন।                                          


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

Continues below advertisement
Sponsored Links by Taboola