রানা দাস, পূর্ব বর্ধমান : উত্তরবঙ্গের পর ফের পূর্ব বর্ধমানে শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার খবরে উদ্বেগ দেখা দিল রাজ্যে। এবার গড়ে প্রতিদিন প্রায় ৩০ থেকে ৪০ জন শিশু জ্বর নিয়ে ভর্তি হচ্ছে জেলার দুই মহকুমা হাসপাতালে। শিশুদের জ্বরে আক্রান্ত হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতরও।
আরও পড়ুন - East Burdwan: মহিলাকে খুনের ঘটনায় গ্রেফতার পঞ্চায়েত সদস্য, খুনের অভিযোগ স্বীকার অভিযুক্তের
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সপ্তাহে কাটোয়া মহকুমা হাসপাতালে দুশো চব্বিশ জন শিশু ভর্তি হয়েছে অজানা জ্বরের উপসর্গ নিয়ে। কাটোয়ার পাশাপাশি কালনা মহকুমা হাসপাতালেও গত সপ্তাহে ভর্তি হয় প্রায় সতেরোশোরও বেশি শিশু। এদের মধ্যে বেশিরভাগ শিশুই অজানা জ্বরে আক্রান্ত। প্রতিদিন এই পরিমাণ শিশু জ্বরে আক্রান্ত হওয়ায় শিশু বিভাগের বেডও ভর্তি হয়ে যাচ্ছে। হাসপাতালে বেডের আকাল দেখা দেওয়ায় এক একটা বেডে তিন থেকে চারজন শিশুকে রাখতে বাধ্য হচ্ছে হাসপাতাল। এমনকি কাটোয়া হাসপাতালে বেড না পাওয়া যাওয়ায় বেশ কিছু শিশুকে মেঝেতে রেখেও চিকিৎসা করা হচ্ছে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন - East Burdwan: প্রবল বৃষ্টিতে বর্ধমান শহরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শতাব্দী প্রাচীন বাড়ি
হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দু থেকে আড়াই বছরের শিশুরা জ্বর এবং ঠান্ডা লাগার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। জ্বরে আক্রান্ত শিশুদের চিকিৎসা করার সময়ে হাসপাতালের পক্ষ থেকে করোনা পরীক্ষাও করা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও শিশুরই করোনা রিপোর্ট পজেটিভ আসেনি। করোনা পরীক্ষা ছাড়াও ডেঙ্গু টেস্ট ও রক্তের প্লেটলেট টেস্টও করা হচ্ছে শিশুদের। চিকিৎসকরা জানাচ্ছেন যে, বেশ কিছু শিশুর মধ্যে Respiratory Sincinticl ভাইরাসের লক্ষণ দেখা গিয়েছে। তাঁদের বক্তব্য, তিন মাস থেকে সাত মাস বয়সী শিশুদের মধ্যে নিমোনিয়ার বেশ কিছু লক্ষণ দেখা দিয়েছে। কোনও শিশুর যদি তীব্র শ্বাসকষ্ট হয়, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ভেন্টিলেশনে রাখার জন্য রেফারও করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই শিশুদের জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্বাস্থ্য দফতর।