Purba Medinipur : কোষাগারে টান, মহিষাদলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরির কাজ
Purba Medinipur : আর্থিক কারণ দেখিয়ে, পূর্ত দফতরের তরফে ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
বিটন চক্রবর্তী, মহিষাদল : কোষাগারে টান। তার জেরে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল মহিষাদলে (Mahishadal) মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থাকে চিঠি দিয়ে, কাজ বন্ধ রাখতে বলেছে পূর্ত দপ্তর। আর এই ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
তিন বছর আগে ঢাক-ঢোল পিটিয়ে শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় (University) তৈরি। ভাঁড়ারে টান পড়তেই, বন্ধ হয়ে গেল পূর্ব মেদিনীপুরে মহিষাদলে মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের কাজ। আর্থিক কারণ দেখিয়ে, পূর্ত দফতরের তরফে ঠিকাদার সংস্থাকে কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।
নতুন করে অর্থ বরাদ্দ না হওয়ায়, মহিষাদলে অনির্দিষ্টিকালের জন্য বন্ধ হয়ে গেল বিশ্ববিদ্যালয় তৈরির কাজ। ২০১৮ সালের ২ অক্টোবর মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, ৮তলা বিশ্ববিদ্যালয় তৈরির জন্য খরচ ধরা হয় ১০৫ কোটি টাকা। ঠিকাদার সংস্থার দাবি, ২০ কোটি টাকার কাজ করলেও দেওয়া হয় ৮ কোটি টাকা।
এই পরিস্থিতিতে পূর্ত দফতরের নির্দেশে কাজ বন্ধ রাখা হয়েছে। ঠিকাদার সংস্থার প্রজেক্ট ম্যানেজার আশিস বসু বলেন, যতক্ষণ না আর্থিক সাহায্য আসছে ততক্ষণ পর্যন্ত কাজ বন্ধ থাকবে। পূর্ত দফতরের কাছে এই কাজের জন্য ১ টাকাও ফান্ড নেই।
এদিকে বিশ্ববিদ্যালয়ের কাজ বন্ধ রাখা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, এই সরকার খেলা-মেলায় ব্যস্ত। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দুয়ারে মদ প্রকল্প নিয়েছে। পড়াশোনা করলে চাকরি দিতে হবে তার জন্য কাজ বন্ধ হয়ে যাচ্ছে।
অন্যদিকে মহিষাদলের তৃণমূল বিধায়ক তিলক চক্রবর্তী বলেন, তাড়াতাড়ি যাতে কাজ শুরু হয় তার জন্য যেখানে জানানোর জানাব। আমার মনে হয় কিছুদিনের মধ্যে কাজের অনুমোদন হবে এবং শুরু হবে।
পূর্ব মেদিনীপুর জেলায় প্রথম কোনও বিশ্ববিদ্যালয় তৈরি হচ্ছিল মহিষাদলে। আর্থিক কারণে কাজ বন্ধ হয়ে যাওয়ায় জেলার শিক্ষামহলে শোরগোল পড়েছে।