এক্সপ্লোর
Advertisement
Rajya Sabha Poll : রাজ্যসভার ৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল, এল ৩ নতুন মুখ
TMC Rajya Sabha Poll : তালিকায় নতুন নাম নতুন নাম সামিরুল ইসলাম, প্রকাশ চিক বরাইক, সাকেত গোখলে।
কলকাতা : আগামী ২৪ জুলাই রাজ্যসভা ভোট (Rajya Sabha Poll) । তার আগে, রাজ্যসভার ৬ জনের প্রার্থী তালিকা চূড়ান্ত করল তৃণমূল কংগ্রেস (TMC)।
তালিকায় রয়েছে ৩ পুরনো মুখ আর ৩ নতুন মুখ। তালিকায় পুরনো হিসেবে
- ডেরেক ও'ব্রায়েন
- দোলা সেন
- সুখেন্দুশেখর রায়
২০১১ সালে প্রথম বার রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন ডেরেক। ২০১৭ সাল দ্বিতীয় বারের জন্য রাজ্যসভায় নির্বাচিত হন ডেরেক। সুখেন্দুশেখরও ২০১১ সাল থেকে রাজ্যসভার সাংসদ। ২০১৭ সালে রাজ্যসভার সাংসদ হন দোলা সেন।
এছাড়া নতুন নামগুলির মধ্যে রয়েছে : - সামিরুল ইসলাম
- প্রকাশ চিক বরাইক
- সাকেত গোখলে
আগেই সূত্রের খবর ছিল, মোট আসনের মধ্যে তিনটি প্রার্থীর নাম নিশ্চিত। তালিকায় যে ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন এবং সুখেন্দুশেখর রায় থাকছেনই তার আভাস আগেই পাওয়া গিয়েছিল। বাকি আসনগুলি নিয়েই ছিল আলোচনা।
আগামী ২৪ জুলাই রাজ্যসভার নির্বাচন রয়েছে (Rajya Sabha Election) হবে ১০টি আসনের জন্য। এর মধ্যে বাংলার আসন সংখ্যা ৭। রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে ডেরেক ও'ব্রায়েন, দোলা সেন, সুস্মিতা দেব, শান্তা ছেত্রী, সুখেন্দুশেখর রায়ের। এঁরা প্রত্যেকেই তৃণমূলের সাংসদ (TMC)। এ ছাড়াও বাংলা থেকে রাজ্যসভায় মেয়াদ শেষ হচ্ছে কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্যের। আগামী ১৮ অগাস্ট মেয়াদ শেষ হচ্ছে এঁদের।
কমিশন কী জানায়
কমিশনের (Election Commission) তরফে জানানো হয়, ৬ জন রাজ্যসভা সাংসদের মেয়াদ শেষ হওয়ার জন্য এই আসনগুলিতে ভোট হবে। তৃণমূলের তরফে নির্বাচিত লুইজিনহো ফেলেইরো মেয়াদ শেষের আগেই ইস্তফা দেওয়ায় সপ্তম আসনটিতে উপনির্বাচন হবে।
২০১৭ সালের নির্বাচনে এই ছ’টি আসনের মধ্যে পাঁচটিতে জিতেছিল তৃণমূল। ডেরেক ও’ব্রায়েন, দোলা সেন, সুখেন্দুশেখর রায়, শান্তা ছেত্রী ও মানস ভুইয়াঁ পাঁচটি আসনে জিতেছিলেন। পরে ইস্তফা দেন মানস। সেই আসনে জেতেন তৃণমূলের সুস্মিতা দেব। এ বার তাঁদের সকলের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে, ২০১৭ সালে জয়ী কংগ্রেসের প্রদীপ ভট্টাচার্যেরও মেয়াদ শেষ হচ্ছে এই দফায়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন :ওড়িশায় খবর পড়বে AI নিউজ অ্যাঙ্কর লিসা ! চিনে নিন তাকে
জেলার (District) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement