Mamata Banerjee in Rampurhat Live Updates : রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন গ্রেফতার
Mamata Banerjee Rampurhat Visit: সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
LIVE
![Mamata Banerjee in Rampurhat Live Updates : রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন গ্রেফতার Mamata Banerjee in Rampurhat Live Updates : রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেন গ্রেফতার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/24/72a22f6cb1d4d21869d466c7e3c42be9_original.jpg)
Background
বগটুই : রামপুরহাটের বগটুই পৌঁছোলেন মুখ্যমন্ত্রী । সার্কিট হাউসে না গিয়ে পরিকল্পনা বদলে সরাসরি বগটুই গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আহতদের (Injured) সঙ্গে কথা বলতে যাবেন রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে (Rampurhat Medical College and Hospital)। সেখানে ৫ জন ভর্তি রয়েছেন। গতকালই তাঁদের আইসিইউ থেকে বার্ন ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে।
রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই গ্রামে ভয়ঙ্কর হত্যালীলা। তৃণমূলের উপপ্রধান খুনের পর, একের পর এক বাড়িতে আগুন। জীবন্ত অগ্নিদগ্ধ হয়ে শিশু-মহিলা সহ ৮ জনের মৃত্যু হয়েছে। বীভৎস এই ঘটনার পর, প্রশ্ন উঠছে, কী করে আগুন লাগল? পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে কি আটজনকে খুন করা হয়েছে? প্রাথমিক তদন্তের পর পুলিশ যে FIR করেছে, তা থেকে এটা স্পষ্ট যে, আগুন লাগিয়ে খুন করা হয়েছে। রামপুরহাটকাণ্ডে FIR’এ যে ধারাগুলি দেওয়া হয়েছে, সেগুলি হল, খুন, আগুন লাগনো, আগুন লাগিয়ে হত্যা, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত করা। এছাড়াও, হিংসা ছড়ানোর ধারাতেও FIR করা হয়েছে। যে বাড়ি থেকে মৃতদেহ উদ্ধার হয়েছিল, সেখান থেকে নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক বিশেষজ্ঞরা। পরে, বগটুই গ্রামের আগুনে পোড়া অন্য বাড়ি থেকেও নমুনা সংগ্রহ করা হয়। বুধবার SIT’এর প্রধান ADG-CID জ্ঞানবন্ত সিংহ বিশেষ তদন্তকারী দলের অন্য সদস্য ও তদন্তকারী অফিসারদের সঙ্গে বৈঠক করেন।
Bogtui Massacre Update : ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের শাস্তি হোক, প্রতিক্রিয়া মৃতের আত্মীয় মিহিলাল শেখের
ক্ষতিপূরণ নয়, অভিযুক্তদের শাস্তি হোক। দোষীদের কঠোর শাস্তি হোক। আনারুলের গ্রেফতারির পর প্রতিক্রিয়া মৃতের আত্মীয় মিহিলাল শেখের।
Rampurhat Violence: বখরা না মেলায় তৃণমূলের লোকেরা মেরেছে ভাদুকে, অভিযোগ বাবার
বখরা না মেলায় তৃণমূলের লোকেরা মেরেছে ভাদুকে। বিস্ফোরক অভিযোগ নিহত তৃণমূল উপপ্রধানের বাবার।
Bogtui Massacre Update : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার আনারুল
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই গ্রেফতার রামপুরহাট হত্যাকাণ্ডে অভিযুক্ত রামপুরহাট ১ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি আনারুল হোসেন। তারাপীঠের একটি হোটেল থেকে তৃণমূলের ব্লক সভাপতি গ্রেফতার।
Mamata Banerjee on Bogtui Investigation : মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অধরা আনারুল হোসেন
মুখ্যমন্ত্রীর নির্দেশের পরও অধরা তৃণমূলের ব্লক সভাপতি আনারুল হোসেন। আনারুলকে রামপুরহাটের বাড়িতে না পেয়ে ফিরল পুলিশ। আনারুলের সমর্থনে অনুগামীদের বিক্ষোভ। আনারুলকে ফাঁসানো হয়েছে, অভিযোগ অনুগামীদের।
Bogtui Massacre Update : রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের
রামপুরহাটকাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের। রামপুরহাটে গিয়ে তদন্ত করবেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)