Remal Cyclone Update Live : বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু
Remal Cyclone Update : রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। সাইক্লোন রেমালের তাণ্ডবের সব খবর সবার আগে এখানে ।
রেমালের দাপটে একাধিক জায়গায় ভাঙল বাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনডিআরএফ, কথার দাম নেই মমতার, পোস্ট অমিত মালব্যর।
বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭। লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু। বাড়ির কলিং বেলের স্যুইচে হাত দিতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু।
কোথাও নদী-বাঁধে ফাটল। কোথাও বাঁধ টপকে হু হু করে গ্রামে ঢুকছে নদীর জল। রেমাল-এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ উপকূলভাগ। গ্রামবাসীদের প্রশ্ন একটাই, এই বাঁধের সমস্য়া ঘুচবে কবে।
মেয়াদ বাড়ল বিপি গোপালিকার। মুখ্যসচিব পদে থাকবেন আরও ৩ মাস। রাজ্যের প্রস্তাবে সায় দিয়ে ছাড়পত্র কেন্দ্রের। ৩১ অগাস্ট পর্যন্ত গোপালিকাই মুখ্যসচিব।
কাল কলকাতায় রোড শো করবেন প্রধানমন্ত্রী। শেষ দফা ভোটের আগে কাল ফের বঙ্গে মোদি। শ্যামবাজার থেকে সিমলা স্ট্রিট পর্যন্ত মোদির রোড শো। নেতাজি মূর্তির পাদদেশ থেকে স্বামী বিবেকানন্দর বাড়িতে যাবেন মোদি। কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো করবেন প্রধানমন্ত্রী। বারাসাত ও যাদবপুর লোকসভা কেন্দ্রে সভা করবেন মোদি। অশোকনগর ও বারুইপুরে সভা করবেন প্রধানমন্ত্রী।
ঘূর্ণিঝড় রেমালের দাপটে কার্যত বিপর্যস্ত হল জনজীবন। প্রভাব পড়ল রেল, মেট্রো থেকে উড়ান পরিষেবাতেও। সপ্তাহের প্রথম কাজের দিনে বাড়ি থেকে বেরিয়ে নাকানিচোবানি খেতে হল অনেককেই।
কোথাও ভেঙে পড়েছে কাঁচা বাড়ি, কোথাও ফুঁসছে নদী। বাঁধ ভাঙার আতঙ্কে রাতে ঘুম উড়েছে উপকূল এলাকার বাসিন্দাদের। এদিকে, ত্রাণশিবিরেও আশ্রয় নিয়েছেন বহু মানুষ। রেমালের দাপটে বিপর্যস্ত নদী তীরবর্তী বিভিন্ন উপকূলীয় এলাকার জনজীবন।
১০০দিনের কাজের টাকা বকেয়া থাকায়, বাঁধ মেরামতি করা যাচ্ছে না। ঘূর্ণিঝড় দুর্যোগের মধ্য়েই এবার কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে সরব হলেন হিঙ্গলগঞ্জের তৃণমূল পরিচালিত একটি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। পাল্টা জবাব দিয়েছে বিজেপিও।
'মোদি ক্ষমতায় ফিরবেন কি না জানা নেই। তবে মোদির ক্ষমতায় না ফেরার সম্ভাবনাই বেশি', ভোটের শেষলগ্নের প্রচারে এসে দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের।
ঘূর্ণিঝড় রেমালের জেরে বিপর্যস্ত জনজীবন। পথে নামলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল। বরানগরে সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে ওঠেন ক্রেনে। এনিয়ে, কটাক্ষ করেছে বিরোধীরা।
আমতলায় ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।
রেমালের জেরে হওয়া বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা মেডিক্যালের স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের ওষুধের স্টোররুম জল থইথই। বারবার একই পরিস্থিতি তৈরি হলেও হেলদোল নেই কর্তাদের, অভিযোগ কর্মীদের।
তিনজনের মৃত্যু হয়েছে, পরিবারের পাশে থাকার আশ্বাস মমতার। যাদের বাড়ি ঘর ভেঙে গেছে, চাষের জমি নষ্ট হয়েছে, মানুষের ক্ষতি হয়েছে। যারা সব হারিয়েছেন, প্রশাসন সব উদ্যোগ নেবে। স্বাভাবিক হলে এরিয়া সার্ভে করব। জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আজও চলবে রেমাল-রেশ, কাল থেকে আবহাওয়ার উন্নতি
দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি
মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা জারি
আজও রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া
জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
আজও চলবে রেমাল-রেশ, কাল থেকে আবহাওয়ার উন্নতি
দুই ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়ায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি
মুর্শিদাবাদ, মালদা, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুরেও কমলা সতর্কতা জারি
আজও রাজ্যের সব জেলায় ঘণ্টায় ৪০-৫০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া
জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর
লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমে বিপত্তি। ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বেহালার পর্ণশ্রী, জমা জলে নাজেহাল স্থানীয়রা। যদিও বৃষ্টি কমতেই সরতে শুরু করেছে জল।
ঘূর্ণিঝড় রেমালের জেরে কোথাও জমেছে জল, কোথাও গাছ পড়ে বিপত্তি। পথে নেমেছেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায়। কোথাও বাঁশ হাতে সরালেন ড্রেনের জঞ্জাল, বরানগরে আবার সায়ন্তিকাকে সঙ্গে নিয়ে চড়ে বসলেন ক্রেনে। ভোটের সময় গ্যালারি শো করছেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, কটাক্ষ বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের।
রেমাল তাণ্ডবে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিঘ্নিত হয়েছে পরিষেবা। ঝোড়ো হাওয়ার দাপটে কলকাতায় কোনও বিমান নামতে পারছিল না। অবশেষে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিমান অবতরণ।
রেমাল তাণ্ডবে কলকাতা বিমানবন্দরে দীর্ঘক্ষণ বিঘ্নিত হয়েছে পরিষেবা। ঝোড়ো হাওয়ার দাপটে কলকাতায় কোনও বিমান নামতে পারছিল না। অবশেষে কিছুক্ষণ আগে শুরু হয়েছে বিমান অবতরণ।
রেমালের প্রভাবে অতি বর্ষণে হিঙ্গলগঞ্জে ৬টি নদীবাঁধের বেহাল দশা। রূপমারি গ্রাম পঞ্চায়েতের গৌড়েশ্বর নদীর বাঁধকে প্লাস্টিক দিয়ে টিকিয়ে রাখার চেষ্টা গ্রামবাসীদের। অমিল ত্রিপল, অভিযোগ পঞ্চায়েতের বিরুদ্ধে।
রেমালের প্রভাবে হিঙ্গলগঞ্জে প্রবল বৃষ্টি। বাড়ছে নদীর জল। বাঁধের অবস্থা শোচনীয়। আতঙ্কের প্রহর গুনছেন স্থানীয়রা।
কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতে দিনভর ভারী-অতিভারী বৃষ্টি। কাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গ জুড়ে দিনভর ঝোড়ো হাওয়ার দাপট। বুধবার থেকে ৪দিন উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা।
রেমাল তাণ্ডবে ফের মৃত্যু? মহেশতলার নুঙ্গিতে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎস্তম্ভের উপর পড়ায় তার ছিড়ে বিপত্তি। বাড়ি থেকে বেরিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা। মৃতার নাম তাপসী দাস। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করে মহিলার দেহ।
রেমাল তাণ্ডবে ফের মৃত্যু? মহেশতলার নুঙ্গিতে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎস্তম্ভের উপর পড়ায় তার ছিড়ে বিপত্তি। বাড়ি থেকে বেরিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা। মৃতার নাম তাপসী দাস। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করে মহিলার দেহ।
রেমাল তাণ্ডবে ফের মৃত্যু? মহেশতলার নুঙ্গিতে জমা জলে পা দিতেই বিদ্যুৎস্পৃষ্ট মহিলা। ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে বিদ্যুৎস্তম্ভের উপর পড়ায় তার ছিড়ে বিপত্তি। বাড়ি থেকে বেরিয়ে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মহিলা। মৃতার নাম তাপসী দাস। পরে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে উদ্ধার করে মহিলার দেহ।
রেমাল বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৫
পানিহাটি পুরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু
বিটি রোডে এক শৌচালয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু
ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও পুর পারিষদ
বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৫
মৌসুনি দ্বীপ: গাছ ভেঙে মৃত্যু বৃদ্ধার
মেমারি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের
পানিহাটি: বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ১
কলকাতা: এন্টালিতে কার্নিশ ভেঙে মৃত ১
রেমাল-রোষে বিপর্যস্ত রাজ্যের উপকূলবর্তী এলাকা
বকখালির পাশে লক্ষ্মীপুরে ভাঙল বাড়ি
হলদিয়ার বিভিন্ন জায়গায় চাষের জমিতে ঢুকেছে নোনা জল
ঝোড়ো হাওয়ায় ফুঁসছে হলদি নদী, উত্তাল সমুদ্র
রেমাল বিপর্যয়ে মৃত্যু বেড়ে ৫। পানিহাটি পুরসভায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু। বিটি রোডে এক শৌচালয়ে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও পুর পারিষদ।
পড়ে যাওয়া গাছ সরাতে ও নতুন করে বসাতে তৎপর পুরসভা। আজ ও কাল বন্ধ রবীন্দ্র সরোবর, জানালেন ফিরহাদ হাকিম।
রেমালের জেরে কলকাতার বিভিন্ন অংশে জমেছে জল, উপড়ে গিয়েছে গাছ। পরিস্থিতি পর্যালোচনায় কলকাতা পুরসভায় বৈঠক। কনফারেন্স কলে প্রতিটি বরো অফিসের পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে।
বিমান পরিষেবা চালু হওযার পরেও সমস্যা। খারাপ আবহাওযার জন্য বিমান অবতরণে সমস্যা। উড়ান ঘুরিয়ে দেওয়া হচ্ছে অন্য বিমানবন্দরে। তবে কলকাতা বিমানবন্দর থেকে বিমান আকাশে উড়তে সমস্যা হচ্ছে নায
কাকদ্বীপে বাঁধে ফাটল। হাতানিয়া দোয়ানিয়া নদী ও মুড়িগঙ্গার সংযোগস্থলে বাঁধে ফাটল। ৪০০ মিটার এলাকা জুড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ
ঝড়ে ভেঙে পড়া কলাগাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্য়ু বাবা-ছেলের। কলাগাছের গায়ে বিদ্যুতের তার পেঁচিয়ে ছিল, তারের সংস্পর্শে আসাতেই দুর্ঘটনা। প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হন বাবা, বাবাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট ছেলে। পূর্ব বর্ধমানের মেমারির কলানবগ্রাম এলাকায় দুর্ঘটনা।
উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা থেকে কম ক্ষতিগ্রস্ত পূর্ব মেদিনীপুর। ঘূর্ণিঝড়ের ল্যান্ড ফলের পরেও দিঘার সমুদ্রে জলোচ্ছ্বাস অব্য়াহত। ওল্ড দিঘা ও নিউ দিঘায় আজও সমুদ্রে কাউকে নামতে দেওয়া হচ্ছে না। সৈকত-শহরের আশপাশের এলাকা থেকে এখনও বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
ঝড়খালিতে ঝড়ের তাণ্ডব। তুমুল বৃষ্টি। রাস্তার উপর ভেঙে পড়েছে গাছ। সেই গাছ সরাতে নামলেন স্থানীয় যুবকরা, সঙ্গে স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।
ঘূর্ণিঝড় রেমালের দাপটে হুগলির ভদ্রেশ্বরে ভেঙে পড়ল বাড়ি। এক মহিলা আহত হন। রাত ১২টা নাগাদ এই ঘটনা ঘটে। বাড়ির একাংশ ভেঙে পড়ে যায়। ব্যান্ডেলে জিটি রোডের ওপর গাছ উপড়ে পড়ায় যান চলাচল ব্যাহত হয়।
ঘূর্ণিঝড় রেমাল কাড়ল আরও একটি প্রাণ। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় বাড়ির ওপর গাছ পড়ে মৃত্যু হল ৮০ বছরের রেণুকা মণ্ডলের। মৌসুনি দ্বীপের বাসিন্দা বৃদ্ধা আজ সকালে ঝড়ের সময় রান্নাঘরে বসে খাচ্ছিলেন। গাছ উপড়ে রান্নাঘরের চালে পড়ায় তিনি চাপা পড়েন। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধার মৃত্যু হয়।
বকখালির পাশে লক্ষ্মীপুর গ্রাম। সমুদ্রের ধারে এই গ্রাম। ভেঙেছে গ্রামের বাড়িঘর। সমুদ্রের জল ঢুকেছে চাষের জমিতে। গ্রামের অনেক বাসিন্দাই আশ্রয় নিয়েছেন ফ্লাড সেন্টারে।
চালু হল বিমান পরিষেবা। গতকাল বেলা ১২টা থেকে বন্ধ ছিল বিমান পরিষেবা। আজ ৮.৩০ থেকেই চালু হয়ে যায় বিমান ওঠা-নামার প্রক্রিয়া।
পরিষেবা স্বাভাবিক হতে সারাদিন লেগে যেতে পারে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে
রেমাল-দুর্যোগে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। ৯ টা ১৯ এ প্রথম ক্যানিং লোকালের ঘোষণা হল।
রেমাল-দুর্যোগে ট্রেন লাইনের ওপর গাছ পড়ে শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। সকাল ৮টা পর্যন্ত লক্ষ্মীকান্তপুর, ক্যানিং, সোনারপুর, বারুইপুর, ডায়মন্ড হারবার, বজবজ শাখায় সকাল ৮টা পর্যন্ত আপ ও ডাউন সমস্ত ট্রেন বাতিল। শিয়ালদা উত্তরে হাসনাবাদ শাখাতেও ট্রেন চলছে না।
রেমাল-দুর্যোগের মধ্যেই এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ল কার্নিশের চাঙড়। মৃত্যু এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভাঙল পাঁচিল।
প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের।
প্রবল বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। পার্ক সার্কাস, ঢাকুরিয়া, বালিগঞ্জ সার্কুলার রোড, আলিপুরে হাঁটুজলে ভোগান্তি যাত্রীদের।
কলকাতা-সল্টলেকের বিভিন্ন এলাকায় গাছ ভেঙে বিপত্তি। লেক মার্কেটে বিপজ্জনকভাবে হেলে গাছ। হিঙ্গলগঞ্জে রাস্তায় ভেঙে পড়েছে গাছ। বিদ্যুতের তার পেরিয়ে চলছে ঝুঁকির পারাপার।
প্রেক্ষাপট
কলকাতা : আছড়ে পড়েছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়েছে। এরই মধ্যে কলকাতায় মর্মান্তিক খবর। এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ে কার্নিশের চাঙড়। মৃত্যু হয় এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে ভাঙল পাঁচিল। এছাড়াও কলকাতা ও শহর তলির বিভিন্ন জায়গা থেকে ঝড়ের তাণ্ডবের খবর মিলেছে।
সোমবার সকােও রেমাল বিপর্যয়ের প্রভাব পড়ল ট্রেন চলাচলে। শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ। বিভিন্ন জায়গায় গাছ পড়েছে, তুলতে সময় লাগবে, জানানো হল রেলের তরফে। সমস্যায় যাত্রীরা।সোমবার সকালেও কলকাতা থেকে জেলা, রেমালের প্রভাবে প্রবল ঝড়-বৃষ্টি চলছে। জেলায় জেলায় ভেঙে পড়েছে বহু গাছ। হেলে পড়ে সিগন্যাল পোস্ট, ছেঁড়ে বিদ্যুতের তার। রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। ২১ ঘণ্টায় বাতিল ৩৪০টি অন্তর্দেশীয় ও ৫৪টি আন্তর্জাতিক বিমান। বাতিল বহু ট্রেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -