Remal Cyclone Update Live : বাংলায় রেমাল-দুর্যোগে মৃত বেড়ে ৭, লিলুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

Remal Cyclone Update : রেমালের জেরে আজ সকাল ৯টা পর্যন্ত কলকাতায় বন্ধ উড়ান পরিষেবা। সাইক্লোন রেমালের তাণ্ডবের সব খবর সবার আগে এখানে ।

ABP Ananda Last Updated: 27 May 2024 11:34 PM

প্রেক্ষাপট

কলকাতা : আছড়ে পড়েছে  রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে ল্যান্ডফল হয়েছে। এরই  মধ্যে কলকাতায় মর্মান্তিক খবর।  এন্টালির বিবির বাগানে ভেঙে পড়ে কার্নিশের চাঙড়। মৃত্যু হয় এক ব্যক্তির। ক্যামাক স্ট্রিটে...More

Remal Weather Update: রেমালের দাপট নিয়েও রাজনৈতিক তরজা, মালব্যর পোস্টে খোঁচা মমতাকে

রেমালের দাপটে একাধিক জায়গায় ভাঙল বাড়ি। ক্ষতিগ্রস্তদের পাশে থাকার থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে এনডিআরএফ, কথার দাম নেই মমতার, পোস্ট অমিত মালব্যর।