RG Kar Case Update : হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র

আর জি কর-কাণ্ডে আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল।

ABP Ananda Last Updated: 30 Sep 2024 11:41 PM

প্রেক্ষাপট

কলকাতা : সোমবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার জ্বলে উঠল মশাল, রাজপথে প্রতিবাদের ঢেউ।  রবিবাসরীয় সন্ধেয় কলকাতার বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা।...More

RG Kar News Update: সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের

সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। 'আমরা উপযুক্ত নির্দেশ দিয়েছি, আইন প্রণয়নকারী সংস্থাকে পদক্ষেপ নিতে হবে'। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। 'সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি-সহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে', পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, নোডাল অফিসার নিয়োগ করা হোক: বৃন্দা গ্রোভার। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশ জানতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হোক: ইন্দিরা জয়সিংহ।