RG Kar Case Update : হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র
আর জি কর-কাণ্ডে আজ ফের সুপ্রিম কোর্টে শুনানি। বিচারের দাবিতে রাজপথে জুনিয়র ডাক্তারদের মশাল মিছিল।
সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে: আইনজীবী করুণা নন্দী। 'আমরা উপযুক্ত নির্দেশ দিয়েছি, আইন প্রণয়নকারী সংস্থাকে পদক্ষেপ নিতে হবে'। অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের: প্রধান বিচারপতি। 'সামাজিক মাধ্যমে নির্যাতিতার ছবি-সহ বিভিন্ন মন্তব্য প্রকাশিত হচ্ছে', পরিবার সমস্যার সম্মুখীন হচ্ছেন, নোডাল অফিসার নিয়োগ করা হোক: বৃন্দা গ্রোভার। নির্যাতিতাকে নিয়ে কালই ইউটিউবে একটি সিনেমা মুক্তি পেতে চলেছে: বৃন্দা গ্রোভার। সিনেমার মুক্তি আটকাতে আইনি পদক্ষেপ নিন: প্রধান বিচারপতি। সাধারণ মানুষ যেন সুপ্রিম কোর্টের নির্দেশ জানতে পারে, সেই ব্যবস্থা নেওয়া হোক: ইন্দিরা জয়সিংহ।
সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ। আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের 'সংগঠন' থেকে বাদ সুদীপ্ত রায়। প্রাক্তনীদের সংগঠন থেকে সরানো হল তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়কে। সংগঠন থেকে বাদ, চিঠি দিয়ে সংগঠন জানিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে।
রামপুরহাট মেডিক্যালে 'থ্রেট কালচার', তদন্তে এবার কমিটি। অধ্যক্ষ-সহ ৩জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা-কৌশিক কর অধ্যক্ষ, ২ প্রাক্তন ডিনের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি।
বিচারের দাবিতে রাত দখল, ভোর দখলের পর মহালয়া মহামিছিল। জুনিয়র ডক্টর্স ফ্রন্টের ডাকে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল।
চিকিৎসকদের সুরক্ষায় কী কী পদক্ষেপ রাজ্যের? '৫০ শতাংশের বেশি কাজ হয়নি, কেন এত ধীরগতি?' '১৫ অক্টোবরের মধ্যে কাজ শেষের আশ্বাস দিয়েছে রাজ্য সরকার'। ৯ অগাস্ট থেকে আমরা নজর রাখছি: প্রধান বিচারপতি।
হাসপাতালে এবার বাউন্সার চান মদন মিত্র। সাধারণ বেসরকারি রক্ষী নয়,বাউন্সারের দাবি মদনের।
সুপ্রিম কোর্টের শুনানিতে উঠল সাগর দত্ত মেডিক্যালে হামলার প্রসঙ্গ। পুলিশের সামনেই ডাক্তারদের উপর হামলার অভিযোগ আইনজীবীর। সাগর দত্ত মেডিক্যালে কোনও চিকিৎসক দেখেননি, বেডও দেওয়া হয়নি। গাফিলতিতে রোগী মৃত্যু নিয়ে সুপ্রিম কোর্টে অভিযোগ রাজ্য সরকারের।
সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে আর জি কর-মামলার শুনানি। 'কিছু লিড মিলেছে', সিবিআইকে আরও ১০দিন সময় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। 'ঘুমন্ত অবস্থায় নিহত চিকিৎসকের চোখে চশমা কেন?' সিবিআইয়ের রিপোর্ট খতিয়ে দেখার পরে প্রশ্ন সুপ্রিম কোর্টের। 'জাল ওষুধ-চক্র, ২০০৩-এ চন্দন সেন খুন', 'আর জি কর মেডিক্যালে সেই এক বাংলাদেশি মডিউল', সুপ্রিম কোর্টের শুনানিতে বিস্ফোরক অভিযোগ আইনজীবীর। লিখিত আকারে দিলে সিবিআইকে দেওয়া হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট।
বিচারের দাবিতে পুজোর মণ্ডপে শিরদাঁড়ার ইনস্টলেশন। সকালে ইনস্টলেশন, বিকেলে ঢাকল ত্রিপলে। শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের তলব। পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি। পুলিশ আসার পরেই তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ঢাকল ত্রিপলে। কেন উদ্যোক্তাদের তলব? এখনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
দলের কোপে পড়ার পরে সুপ্রিম কোর্টেও প্রশ্ন। বিতর্কের মুখে শেষপর্যন্ত মহালয়ায় রাজন্যা-প্রান্তিকের শর্ট ফিল্মের মুক্তি স্থগিত।
সিবিআই-ইডির নজরে থাকা সুদীপ্ত রায় সংগঠন থেকেও বাদ। আর জি কর মেডিক্যালের প্রাক্তনীদের 'সংগঠন' থেকে বাদ সুদীপ্ত রায়। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীন চিকিৎসক ধর্ষণ-খুন। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান থাকাকালীনই বেলাগাম দুর্নীতি। তাও বারবার সন্দীপ ঘোষের পাশে থেকেছেন সুদীপ্ত রায়। প্রাক্তনীদের সংগঠন সরানো হল থেকে তৃণমূল বিধায়ক-চিকিৎসক সুদীপ্ত রায়। সংগঠন থেকে বাদ, চিঠি দিয়ে সংগঠন জানিয়ে দেওয়া হল সুদীপ্ত রায়কে।
রামপুরহাট মেডিক্যালে 'থ্রেট কালচার', তদন্তে এবার কমিটি। অধ্যক্ষ-সহ ৩জনের বিরুদ্ধে তদন্তের নির্দেশ স্বাস্থ্য দফতরের। অধ্যক্ষ করবী বড়াল, প্রাক্তন ডিন স্বরূপ সাহা-কৌশিক কর অধ্যক্ষ, ২ প্রাক্তন ডিনের বিরুদ্ধে ৫ সদস্যের তদন্ত কমিটি। পরীক্ষা দুর্নীতি থেকে থ্রেট কালচারের অভিযোগ চিকিৎসক-পড়ুয়াদের। নাম জড়াল বিরূপাক্ষ বিশ্বাস, অভীক দে, মুস্তাফিজুর রহমান, সৌরভ পালের। অনার্স পাওয়া, পরীক্ষায় বেশি নম্বর এবং পরীক্ষার হলে কে কোথায় বসবে? সুবিধে শুধু তৃণমূল ছাত্র পরিষদ করলেই মিলত বলে অভিযোগ। মিথ্যে অভিযোগ বলে দাবি অধ্যক্ষ করবী বড়াল ও প্রাক্তন ডিন স্বরূপ সাহার। অভিযোগ নিয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি কৌশিক করের।
'যাদের বিরুদ্ধে অভিযোগ, তারাই তো এখনও স্বপদে বহাল!' নিরাপত্তা নিয়ে প্রভাবশালী তত্ত্বে অভিযোগ উঠল সুপ্রিম কোর্টে। সিবিআই নজরে থাকা ৭জনকে সাসপেন্ড কিংবা ছুটিতে পাঠানোর দাবি। এখনও ওরা স্বপদে, তাহলে কি কাজে ফেরা সম্ভব? প্রশ্ন ইন্দিরা জয়সিংহের। প্রভাবশালীরা এখনও পরীক্ষা থেকে টেন্ডারে যুক্ত, দাবি করুণা নন্দীর। তদন্তের আওতায়, তাও স্বপদে বহাল? তালিকা চাইলেন প্রধান বিচারপতি। খতিয়ে দেখুক সিবিআই, ব্যবস্থা নিক রাজ্য সরকার, বললেন প্রধান বিচারপতি।
বিচারের দাবিতে পুজোর মণ্ডপে শিরদাঁড়ার ইনস্টলেশন। সকালে ইনস্টলেশন, বিকেলে ঢাকল ত্রিপলে। শিরদাঁড়ার ছবি প্রকাশ্যে আসতেই পুলিশের তলব। পুজোর উদ্যোক্তাদের জগাছা থানায় ডেকে পাঠানোর দাবি। পুলিশ আসার পরেই তড়িঘড়ি মণ্ডপে শিরদাঁড়া ঢাকল ত্রিপলে। কেন উদ্যোক্তাদের তলব? এখনও প্রতিক্রিয়া মেলেনি পুলিশের।
সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে আর জি কর-মামলার শুনানি। 'কিছু লিড মিলেছে', সিবিআইকে আরও ১০দিন সময় সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টে তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিল সিবিআই। চিকিৎসকদের সুরক্ষার দাবিতে আদালতে আইনজীবীদের সওয়াল।
সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। ধর্ষণ খুনে একজন নয়, আরও অনেকে জড়িত, বলছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। এটা একটা বড় চক্রের অংশ। এটা কোনও সাধারণ খুনের ঘটনা নয়। ঘুমন্ত অবস্থায় চিকিৎসকের চোখের চশমা কেন? প্রশ্ন তুলেছেন আইনজীবীরা।
সুপ্রিম কোর্টে চলছে আর জি কর মামলার শুনানি। তদন্তের স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই। ৭ জনের বিরুদ্ধে তদন্ত করছে কেন্দ্রীয় এজেন্সি। এই ৭ জন ঘটনার দিন ছিলেন ক্রাইম সিনে। এই ৭ জনকেই সাময়িক ভাবে সাসপেন্ড করার দাবি জানিয়েছেন আইনজীবী ইন্দিরা জয়সিং। সাসপেন্ড না করলে অন্তত ছুটিতে পাঠানো হোক। এই ৭ জন এখনও আর জি করে কর্মরত। তারা ক্ষমতাসীন থাকলে কীভাবে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরবেন? চিকিৎসকদের আস্থা অর্জনের জন্যই ওই ৭ জনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে রাজ্যের আইনজীবী জানিয়েছেন ৫ জনকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে।
রবিবার মিউজিক লঞ্চ হয়নি এবার স্থগিত হয়ে গেল আগমনী ছবির মুক্তিও। আগামীকাল মুক্তি পাচ্ছে না রাজন্যা হালদার এবং প্রান্তিক চক্রবর্তীর শর্ট ফিল্ম। যেহেতু বিষয়টি বিচারাধীন তাই এই মূুহূর্তে ছবির মুক্তি হচ্ছে না বলে জানিয়েছেন প্রান্তিক চক্রবর্তী।
সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে শুরু আর জি কর-মামলার শুনানি। 'সোশাল মিডিয়ায় এখনও নিহত চিকিৎসকের ছবি', অবিলম্বে ব্যবস্থা নেওয়ার আবেদন চিকিৎসকের পরিবারের আইনজীবী বৃন্দা গ্রোভারের। ছবি দিয়ে হিন্দি গানের সঙ্গে রিলস তৈরি করা হচ্ছে, বললেন আইনজীবী করুণা নন্দী
অবিলম্বে পদক্ষেপ নেওয়া উচিত রাজ্য সরকারের, বলছেন প্রধান বিচারপতি।
সুপ্রিম কোর্টে ৩ বিচারপতির বেঞ্চে শুরু আর জি কর-মামলার শুনানি। কী হয় শুনানিতে? তারপরেই কর্মবিরতি নিয়ে সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের। সুপ্রিম কোর্টে নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরলেন জুনিয়র ডাক্তাররা।
মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। কিন্তু আজই সন্দীপ-অভিজিৎকে হেফাজতে পাচ্ছে না সিবিআই। 'আপনারা কি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জেলে গিয়ে জেরা করেছেন? যা তথ্য পেয়েছেন, তার ভিত্তিতে আগে জেলে গিয়ে জেরা করুন। জেলে গিয়ে জেরায় অসহযোগিতা পেলে আবার কোর্টে আসুন', আর জি কর-মামলায় সিবিআইকে জানিয়ে দিল শিয়ালদা কোর্ট।
আর জি করকাণ্ডের প্রতিবাদে কাল চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। কজন আসবেন জানানো হোক, সওয়াল রাজ্যের। বলতে পারবেন পুজোয় কতজন আসবেন, রাজ্যকে প্রশ্ন আদালতের।
৪১তম বর্ষে সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাব পুজো কমিটির থিম বাস্তবতা। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিবাদের প্রতীক হিসাবে পুজোর মণ্ডপে ব্যবহার করা হয়েছে মানুষের মেরুদণ্ড। মণ্ডপে ঢোকার মুখেই তৈরি করা হয়েছে ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। মণ্ডপে দুর্গা প্রতিমার হাতে কোন অস্ত্র ব্যবহার করা হচ্ছে না। পরিবর্তে দেবীর হাতে একটি আয়না থাকবে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা।
জুনিয়র ডাক্তারদের হুমকি হুমায়ুন কবীরের, তীব্র প্রতিবাদ করে চিঠি, মুখ্যমন্ত্রীকে চিঠি আইএমএ-র রাজ্য শাখার
মুখোমুখি বসিয়ে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলকে জেরা করতে চায় সিবিআই। সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে ফের নিজেদের হেফাজতে নিতে চায় সিবিআই
দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঘোষণা তথ্য ও সম্প্রচার মন্ত্রকের। ৮ অক্টোবর অভিনেতার হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।
ওই দিন ৭০তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানে সম্মানিত করা হবে প্রবীণ অভিনেতাকে। তিনবার জাতীয় চলচ্চিত্রে সেরা অভিনেতার পুরস্কার জয়ী মিঠুনকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এর আগে বাংলা থেকে শেষবার ২০১১-তে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।
হাওড়ায় সাঁতরাগাছির কল্পতরু স্পোর্টিং ক্লাবে প্রতিবাদের প্রতীক শিরদাঁড়া। ৪১ বছরের পুজোর থিম বাস্তবতা। মণ্ডপে ঢোকার মুখেই ২০ ফুট লম্বা প্রতীকী শিরদাঁড়া। মণ্ডপের গায়ে লেখা 'মা আমি ডাক্তার হতে পারলাম না'। মা দুর্গার হাতে অস্ত্রের বদলে থাকছে আয়না।
আর জি করকাণ্ডের প্রতিবাদে কাল চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। কজন আসবেন জানানো হোক, সওয়াল রাজ্যের। বলতে পারবেন পুজোয় কতজন আসবেন, রাজ্যকে প্রশ্ন আদালতের।
আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে শুনানি। সন্দীপ ঘোষ, অভিজিৎ মণ্ডলকে তোলা হবে শিয়ালদা আদালতে। আর্থিক দুর্নীতি মামলায় জামিন আবেদনের শুনানি আলিপুর আদালতে।
বেলেঘাটায় মণ্ডপ থেকে সরে প্রতীকী মেরুদণ্ডর জায়গা আবর্জনা স্তূপে। সাঁতরাগাছিতে সেই শিরদাঁড়াই প্রতিবাদের প্রতীক। বিবেক জাগ্রত করতে, মায়ের হাতে অস্ত্রের বদলে আয়না।
বেলেঘাটায় মণ্ডপ থেকে সরে প্রতীকী মেরুদণ্ডর জায়গা আবর্জনা স্তূপে। সাঁতরাগাছিতে সেই শিরদাঁড়াই প্রতিবাদের প্রতীক। বিবেক জাগ্রত করতে, মায়ের হাতে অস্ত্রের বদলে আয়না।
আর জি করকান্ডের প্রতিবাদে চিকিৎসকদের মিছিলে অনুমতি আদালতের। ১ অক্টোবর কলেজ স্কোয়ার থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিলে অনুমতি বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের
আর জি কর মেডিক্যালে চিকিৎসককে ধর্ষণ-খুনের মামলায় সঞ্জয় রায়, সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে আজ শিয়ালদা আদালতে তোলা হবে। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস ও টালা থানার প্রাক্তন OC অভিজিৎ মণ্ডলের পলিগ্রাফ টেস্ট করানোর আবেদন আগেই জানিয়েছে সিবিআই। দু’জনের সম্মতি রয়েছে কি না, তা নিয়ে আজ শুনানি হবে।
মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের মধ্যেই পাহাড়ে চা শ্রমিকদের ১২ ঘণ্টার বন্ধ। কার্শিয়ং মোটর স্ট্যান্ডে উত্তেজনা, বন্ধ সমর্থনকারীরা রাস্তা আটকানোর চেষ্টা করলে, পুলিশ টেনে-হিঁচড়ে তাদের গাড়িতে তোলে। দার্জিলিঙের রোহিণী টোল প্লাজার সামনেও রাস্তা অবরোধ করেন চা শ্রমিকরা। সকাল থেকে পাহাড়ে রাস্তাঘাট শুনশান, যান চলাচল বন্ধ। চা বাগানগুলিতে বন্ধ কাজ।খোলেনি স্কুল-কলেজ। তবে জরুরি পরিষেবায় ছাড় রয়েছে।
টোটো থেকে জোর করে নামিয়ে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা থানার সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। পাথরপ্রতিমা থানাতেই কর্মরত ছিলেন সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই। শনিবার নবীনবরণ উৎসব শেষে বাড়ি ফিরছিলেন পাথরপ্রতিমা কলেজের ওই পড়ুয়া। অভিযোগ, ওই সিভিক ভলান্টিয়ার টোটো থেকে নামিয়ে তাঁর মোবাইল ফোন ও টাকার ব্যাগ কেড়ে নেওয়ার চেষ্টা করে।
সাগর দত্ত মেডিক্যালের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ। ফের ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ।
আর ডাক্তারদের ওপর হামলার ঘটনা ঘটে যাওয়ার পর, সাগর দত্ত মেডিক্যালে তড়িঘড়ি বাড়ানো হল নিরাপত্তা। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে স্বাস্থ্যসচিব, ব্যারাকপুরের পুলিশ কমিশনার ও জেলাশাসকের বৈঠকের পরেই নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত হয়। নতুন করে মোতায়েন করা হল ১২ জন কনস্টেবল।
আজ সুপ্রিম কোর্টে ফের আর জি কর মামলার শুনানি। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে সোমবার এই মামলার শুনানি রয়েছে। সুপ্রিম কোর্টে আর জি কর কাণ্ডের মামলার শেষ শুনানি হয়েছে গত ১৭ সেপ্টেম্বর। সেই শুনানিতে,আর জি কর মামলায় সুপ্রিম কোর্টের কাছেও বারবার নিরাপত্তাহীনতার বিষয়টি তুলে ধরা হয়েছে জুনিয়র ডাক্তারদের তরফ থেকে। এই পরিস্থিতিতে নির্যাতিতার মা-বাবা থেকে আন্দোলনকারী চিকিৎসক, সাধারণ মানুষ, সবার নজর আজকের সুপ্রিম শুনানিতে।
প্রেক্ষাপট
কলকাতা : সোমবার, সুপ্রিম কোর্টে আর জি কর মামলার শুনানি। তার আগে আরও একবার জ্বলে উঠল মশাল, রাজপথে প্রতিবাদের ঢেউ। রবিবাসরীয় সন্ধেয় কলকাতার বিভিন্ন প্রান্তে মশাল হাতে মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। রবিবার সন্ধেয় কামারহাটির সাগর দত্ত মেডিক্য়াল কলেজ থেকে ডানলপ পর্যন্ত মিছিল করলেন হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তরুণী চিকিৎসকের ধর্ষণ খুনের ঘটনার বিচারের পাশাপাশি, হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করারও দাবি জানিয়েছেন তাঁরা। SSKM-এর জুনিয়র ডাক্তারদের মিছিলে, হাতে মশালের পাশাপাশি, দেখা যায় জাতীয় পতাকা।
অন্যদিকে আবার, সাগর দত্ত মেডিক্যালের পর এবার চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজেও ফের ওয়ার্ডে ঢুকে রোগীর পরিবারের গুন্ডামি, জুনিয়র ডাক্তারদের হেনস্থার অভিযোগ উঠল। হাসপাতাল থেকে বেরোলে দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ ওঠে । জুনিয়র ডাক্তারদের দাবি, রবিবার ভোর ৪টে নাগাদ হাতে গুরুতর আঘাত নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজে আসেন রোগী ও তাঁর আত্মীয়রা। রোগীকে পরীক্ষা করে দুই ইন্টার্ন অস্ত্রোপচার করার কথা জানিয়ে কিছুক্ষণ অপেক্ষা করতে বলেন। অভিযোগ, এরপরই মত্ত রোগী ও তাঁর আত্মীয়রা ওয়ার্ডে উপস্থিত দুই ইন্টার্ন ও একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে অশ্রাব্য গালিগালাজ শুরু করেন। জুনিয়র ডাক্তারদের হেনস্থাও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় রোগী ও তাঁর এক আত্মীয়কে গ্রেফতার করেছে বেনিয়াপুকুর থানার পুলিশ ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -