West Bengal Live Blog: বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে আর জি কর-চলো অভিযান, মোমবাতি জ্বালিয়ে তিলোত্তমাকে শ্রদ্ধা
RG Kar News Update: জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে অভয়ার মা-বাবা। নিহত চিকিৎসকের জন্মদিনে অভয়া ক্লিনিক

Background
কলকাতা: বিচারের দাবিতে অভয়ার জন্মদিনে ফের রাজপথে প্রতিবাদ। 'জন্মদিনের মৃত্যুঋণ' স্লোগান তুলে ফের রাজপথে প্রতিবাদ। কলেজ স্কোয়ার থেকে আর জি কর মেডিক্যাল পর্যন্ত মিছিল। আর জি কর-কাণ্ডের ৬ মাস, অভয়ার জন্মদিনে ফের প্রতিবাদ। বিচারের দাবিতে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবার।
জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে অভয়ার মা-বাবা। নিহত চিকিৎসকের জন্মদিনে অভয়া ক্লিনিক। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবার। ‘জন্মদিনের মৃত্যুঋণ' শিরোনামে মিছিল। কলেজ স্ট্রিট থেকে আর জি কর পর্যন্ত মিছিলের ডাক অভয়া মঞ্চের। মিছিল শেষে বিচারের দাবিতে আর জি কর মেডিক্যালে মূল অনুষ্ঠান। অনুষ্ঠানের নাম ‘জন্মদিনে অঙ্গীকার, বাংলার মেয়ের সুবিচার’। অভয়ার জন্মদিনে প্রয়াগরাজে তর্পণ করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। আর জি করে নিহত চিকিৎসকের স্মরণে বৃক্ষরোপণ করেন সুকান্ত মজুমদার। আজ অভয়ার জন্মদিন, RG কর-কাণ্ডে বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু। পাণিহাটি নাটাগড় অম্বিকা মুখার্জী রোড পি আর পার্কের বাসিন্দা, কলকাতা আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে ডাক্তার এবং ছাত্রী তিলোত্তমা ধর্ষণ করে খুন করা হয়। ঠিক সাত মাস আগে গত ৯ আগস্ট আর আজ নয় ফেব্রুয়ারি তিলোত্তমা দেখতে দেখতে ৩২ বছরের জন্মদিনের পদার্পণ করল।
তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল
এই জন্মদিনকে স্মরণ করে এবং বিচারের দাবিতে তিলোত্তমার বাড়ির থেকে মৌন মিছিল শুরু হয়। নাটক মেইন রোড অম্বিকা মুখার্জী রোড হয়ে এইচবি টাউন মোড় সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোজা কাচ কল মরে গিয়ে শেষ হয় মৌন মিছিলের ডাক দিয়েছিল পানিহাটি নাগরিক সমাজের পক্ষ থেকে এই মৌন মিছিলে রয়েছেন ডাক্তার চিত্রশিল্পী সংগীত শিল্পী-সহ সাধারণ মানুষ এই তিলোত্তমার বিচারের দাবিতে তমলা চৌধুরী, দুলাল চক্রবর্তী, স্নিগ্ধ বন্দ্যোপাধ্যায়, চিত্রশিল্পী অভিজিৎ ভট্টাচার্য সহ সর্বস্তরের মানুষ এই মৌন মিছিলে অংশগ্রহণ করেছেন।
আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন
আর জি কর-কাণ্ডের ৬ মাস, আজ অভয়ার জন্মদিন। জন্মদিনে মেয়ের মৃত্যুর বিচার চেয়ে পথে নামছেন অভয়ার মা-বাবা। মেয়ের মৃত্যুর বিচার চেয়ে মিছিলে হাঁটবে নিহত চিকিৎসকের পরিবার। দুপুর ৩টে নাগাদ কলেজ স্ট্রিট থেকে আর জি কর পর্যন্ত মিছিলের ডাক অভয়া মঞ্চের। বিকেল ৫টা নাগাদ বিচারের দাবিতে আর জি কর মেডিক্যালে মূল অনুষ্ঠান।
West Bengal News: মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ
মহেশতলায় তৃণমূল কাউন্সিলরের নাম করে তোলাবাজির অভিযোগ। দাবি অনুযায়ী ১ লক্ষ টাকা না দেওয়ায় ব্য়বসায়ী এবং তাঁর পরিবারকে মারধরের অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় অভিযোগের তির উঠেছে মহেশতলা। পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাকিল আহমেদ মণ্ডলের বিরুদ্ধে। যদিও অভিযুক্তদের চেনেন না বলে দাবি করেছেন তিনি। অন্য়দিকে এই হামলার অভিযোগের প্রেক্ষিতেই রাস্তা অবরোধ করেন স্থানীয়ার।
West Bengal News: প্যানেলে একাধিক নাম, সিপিএমের জেলা কমিটি গঠনেও ভোটাভুটি!
প্যানেলে একাধিক নাম, সিপিএমের জেলা কমিটি গঠনেও ভোটাভুটি! ৩দিনের সম্মেলনেও জেলা কমিটি গঠন করতে পারল না সিপিএম! চূড়ান্ত মতানৈক্য, অধরা সিপিএমের উঃ ২৪ পরগনা জেলা কমিটি গঠন! জেলা কমিটির সদস্য হওয়ার জন্য জমা পড়ল একাধিক নাম। আগামী রবিবার ভোটাভুটির মাধ্যমেই জেলা কমিটি গঠন: সূত্র






















