কলকাতা: থ্রেট কালচারের অভিযোগে শুনানি ঘিরে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। শুনানি শেষে বেরোতেই থ্রেট কালচারে অভিযুক্তদের লক্ষ্য করে ধেয়ে এল ডিম। সিআইএসএফের সামনেই রাস্তায় ফেলে আশিস পাণ্ডে, নির্জন বাগচীকে মার। কেন্দ্রীয় বাহিনীর সামনেই ধাওয়া করে অভিযুক্তদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা।
আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা
থ্রেট কালচার নিয়ে শুনানি, ১২ জনের মধ্যে মাত্র ৫ জনের বয়ান রেকর্ড। একজনকে কাল, বাকি ৬ জনকে শনিবার আসতে বলল বিশেষ কমিটি। ১৩ জন ফ্যাকাল্টির বিরুদ্ধে অভিযোগ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশনের। প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপালের কাছে অভিযোগ দায়ের রেসিডেন্ট ডক্টর্স সংগঠনের। আগামী দিনে এদেরও ডাকা হবে, খবর আর জি কর মেডিক্যাল সূত্রে।
প্রাক্তন ডিন বুলবুল মুখোপাধ্যায়, মেডিসিনের বিভাগীয় প্রধান শান্তনু বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ। থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ১২ জনকে তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। বুধবার শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দেন জুনিয়র ডাক্তাররা।
তবে হাসপাতাল থেকে বেরোতেই জুনিয়র ডাক্তারদের বিক্ষোভের মুখে পড়েন টিএমসিপির নেতা আশিস পাণ্ডে। টিএমসিপির চিকিৎসক নেতা আশিস পাণ্ডেকে ঘিরে 'চোর চোর' স্লোগান ওঠে। আশিস পাণ্ডে ছাড়াও সন্দীপ ঘনিষ্ঠ সৌরভ পালকেও তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করেছে।
আর জি কর মেডিক্যালে থ্রেট কালচার অভিযোগের শুনানি চলাকালীন উত্তেজনা তৈরি হল বুধবার সন্ধ্যায়। উত্তাল হল হাসপাতাল চত্বর। শুনানি চলাকালীন থ্রেট কালচারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছিলেন জুনিয়র ডাক্তাররা। এরপর অভিযুক্তদের দেখেই ক্ষোভে ফেটে পড়লেন জুনিয়র চিকিৎসকেরা। হুমকিতে অভিযুক্ত ১২ জনকে তলব করেছিল হাসপাতালের বিশেষ কমিটি। অভিযুক্তদের মধ্যে রয়েছেন আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, সৌরভ পাল, সরিফ হাসানরা।
এদিকে আর জি কর কাণ্ড নিয়ে আন্দোলনের ঝাঁঝ আরও বাড়াচ্ছে বিজেপি। মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বাড়ির অদূরে, হাজরা মোড়ে কালীঘাট চলো কর্মসূচি পালন করল রাজ্য় বিজেপি নেতৃত্ব। আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ডোরিনা ক্রসিংয়ে দু'দিন ব্য়াপী অবস্থান কর্মসূচি পালন করছে কংগ্রেস। বৃহস্পতিবার ডোরিনা ক্রসিংয়ে প্রতিবাদ কর্মসূচি রয়েছে বামেদেরও।
আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।