মনোজ বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর: এ এক জীবন্ত শিল্পীস্বত্ত্বা। অনিমেষ আর জীবনানন্দ রায়ের হাত ধরে বালির মধ্যেই প্রাণ পেল মা দুর্গা। দুর্গাপুরে দুই তরুণের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে উঠল শিল্পীস্বত্ত্বা। দামোদর নদের পাড়ে বালি দিয়েই মা দুর্গা তৈরি করলেন দুর্গাপুরের দুই তরুণ।


প্রথমটা ছিল নেশা। কিন্তু পরে সেটাই অভাবি পরিবারের কাছে পেশায় পরিণত হয়। বাবা মৃৎশিল্পী। আর বাবাকে দেখেই অনুপ্রেরণা পেয়েছেন এই দুই তরুণ। দামোদর নদ সংলগ্ন বীরভানপুর গ্রামে থাকেন অনিমেষ আর জীবনানন্দ। দামোদর নদের পাড়ে বালি দিয়ে মা উমার আগমনী বার্তা এনেছেন এই দুই তরুণ। দামোদর নদের পাড়ে বালি দিয়েই দেবী দুর্গা তৈরি করে ফেলেছেন তাঁরা। দুই তরুণের শিল্পকর্মে খুশি স্থানীয়রা।


আরও পড়ুন: Durga Puja 2021: আজ মহাপঞ্চমী, বোধনের আগেই মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখার ভিড়


আরও পড়ুন: Durga Puja 2021: বিশেষ ভাবে সক্ষম ছোটদের নিয়ে মাতৃ বন্দনার ডালি, উদ্যোগ লেকটাউনের শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের


দামোদরের জল তার পাড় ভাসিয়ে একদিন সবকিছু ভাসিয়ে নিয়ে যাবে, জলের ঢেউ সবকিছু তার বুকে টেনে নিয়ে যাবে, টেনে নিয়ে যাবে দুই তরুণের হাতের ছোঁয়ায় প্রাণ পাওয়া এই শিল্পীস্বত্ত্বাকে, কিন্তু দুর্গাপুরের এই দুই তরুণ চায় মানুষের মনে বেঁচে থাক শিল্প। কীভাবে অসম্ভবকে সম্ভব করলেন তাঁরা? বালি দিয়ে প্রতিমা তৈরি করে এক শিল্পীস্বত্ত্বা জীবন্ত রূপ দিয়েছেন অনিমেষ আর জীবনানন্দ। তবে সব শেষে সরকারি সহযোগিতার আবেদন করছেন দুই তরুণ। একই কথা বললেন দামোদররের পাড়ে বালি দিয়ে তৈরি প্রতিমা দেখতে আসা সাধারণ মানুষ।


আরও পড়ুন: Durga Puja Banedi Bari Special: নহবতের সুর, পুতুল নাচ নেই, ঐতিহ্য মেনেই পুজোর আয়োজন ইন্দাসের জমিদার বাড়ির


আরও পড়ুন: Durga Puja 2021: সিংহ ছাড়াও দেবীর বাহন চিতাবাঘ, ৫০০ বছর ধরে কোচবিহার রাজবাড়িতে পুজিতা বড়দেবী