অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: করোনার কারণে বদলেছে সময়, বেড়েছে দায়িত্ব। কিন্তু তাতে একটুও টোল খায়নি পুজোয় সবাইকে নিয়ে আনন্দ করার স্পিরিট। প্রাণের উৎসব কীভাবে আমার পুজো, তোমার পুজো, সবার পুজো হয়ে ওঠে, তা তুলে ধরেছে লেকটাউনের শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।


হৃদয়ের উঠানে কত ছবি আঁকা । সাত রঙে সাজানো আলপনার রেখা। রাস্তার ক্যানভাসে এই আলপনাকে হৃদয়ের উঠোন বলতে বোধহয় কোনও বাধা নেই। হেলেন কেলার বলেছিলেন, এই পৃথিবীর যা কিছু সেরা, যা সবচেয়ে সুন্দর, তা না যায় দেখা,  না যায় স্পর্শ করা। হৃদয় দিয়েই তাকে উপলব্ধি করতে হয়। প্রাণের উৎসবের গন্ধ মাখা রাস্তায় যেন হৃদয় উপুড় করে দিল এই সব ছোটরা, যাদের প্রত্যেকেই বিশেষ ভাবে সক্ষম। লেকটাউন এলাকার শ্রীপল্লি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পুজো। ৫৪তম বছরে বিশেষ ভাবে সক্ষম ছোটদের নিয়ে মাতৃ বন্দনার ডালি সাজিয়েছে তারা।


আরও পড়ুন: Durga Puja 2021: সিংহ ছাড়াও দেবীর বাহন চিতাবাঘ, ৫০০ বছর ধরে কোচবিহার রাজবাড়িতে পুজিতা বড়দেবী


আরও পড়ুন: Durga Puja 2021 Pandal: মণ্ডপ সজ্জায় জুতো, 'ধর্মীয় ভাবাবেগে আঘাত', অভিযোগ বিজেপির, খারিজ উদ্যোক্তাদের


করোনা আবহে দ্বিতীয় দুর্গোত্সব। চতুর্থী থেকেই জমজমাট শহর। পুরোপুরি পুজোর মুডে বাংলা। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম - আলোর মালায় সেজেছে গোটা শহর। শহরের সব রাস্তাই যেন শেষ হচ্ছে নামী পুজোর মণ্ডপে। আর এই আবহেই এক অন্যরকম পুজোর স্বাদ পেল তিলোত্তমা। বিশেষ ভাবে সক্ষম এই সব ছোটরা দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক গ্রামের বাসিন্দা। স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে পুজোর আনন্দে সামিল হয়েছে তারা।


আরও পড়ুন: Durga Puja Banedi Bari Special: নহবতের সুর, পুতুল নাচ নেই, ঐতিহ্য মেনেই পুজোর আয়োজন ইন্দাসের জমিদার বাড়ির


আরও পড়ুন: Durga Puja 2021: পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে অনুরোধ, করোনা আবহে একাধিক নির্দেশিকা জারি পুলিশের