বাচ্চু দাস, শিলিগুড়ি: প্রচুর নকল মদ ও ওই মদ তৈরির সরঞ্জাম সহ ধরা পড়ল দুজন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়িতে। বাজেয়াপ্ত হয়েছে ১২ লক্ষ ৩৫ হাজার টাকার মদ, একটি চার চাকা গাড়ি ও স্কুটি।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমান জাল মদ ও নকল মদ তৈরির সরঞ্জাম সহ দুজনকে গ্রেফতার করেছে আবগারি দফতর। শিলিগুড়ি পৌরনিগমের ৪৬ নম্বর ওয়ার্ডের নর্মদা বাগান এলাকায় অভিযান চালায় আবগারি দফতর। সেখানে একটি গুদামে চলছিল ওই নকল মদের কারবার। অভিযান চালিয়ে উদ্ধার হয় ১২লক্ষ ৩৫হাজার টাকার মদ। পাশাপাশি বাজেয়াপ্ত করা হয় পাচারে ব্যবহৃত একটি চারচাকা গাড়ি ও স্কুটি।
আরও পড়ুন: Kolkata Police: 'ফ্রি মোবাইল রিচার্জ মুখ্যমন্ত্রীর নেতৃত্বে!' ফাঁদে পা দিয়েছেন কী মরেছেন
এই ঘটনায় দুজনকে ওই কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। ধৃতরা হল,কৃষ্ণ প্রসাদ ও বরুণ কুমার। বরুণ কুমারের বাড়ি বিহারে এবং অন্যজন শিলিগুড়ির বাসিন্দা। ধৃতদের মধ্যে বরুণ কর্মী এবং কৃষ্ণ বাড়ির মালিক বলে জানা গেছে।
আবগারি দফতর সূত্রে জানা গেছে, তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে ১২৫ লিটার জাল বিদেশি স্পিরিট,৩৫লিটার সিকিম থেকে পাচার করে আনা মদ, প্রায় ৭০০টি বিদেশি সংস্থার দামি কাঁচের বোতল সহ প্ল্যাস্টিকের বোতল ও লেবেল সহ অন্যান্য সামগ্রি। বৃহস্পতিবার ধৃত দুজনকেই শিলিগুড়ি মহাকুমা আদালতে পেশ করা হলে পুলিশ হেফাজতে পাঠানো হয়। ধৃতদের জেরা করে এই জাল মদের কারবারের সঙ্গে আরও কারা জড়িত আছে তা জানার চেষ্টা করছে পুলিশ। বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে স্থানীয় এলাকাতেও। স্থানীয় এলাকার লোকজন ওখানে যে কোনও মদ তৈরির কারখানা রয়েছে সেই বিষয়ে জানতেন না বলেই জানিয়েছেন। বর্তমানে পুরো ঘটনাটির বিষয়ে খোঁজখবর শুরু করেছে পুলিশ। জেরাও চলছে বলে জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।