সমিত সেনগুপ্ত, কলকাতা: ব্যাঘ্রপ্রেমীদের জন্য সুখবর। সুন্দরবনে নতুন করে ২৩টি বাঘ বেড়েছে। ফলে, এই মুহূর্তে মনে করা হচ্ছে, আনুমানিক বাঘের সংখ্যা ১৩৪। রয়্যাল বেঙ্গলদের জন্য, সজনেখালিতে তৈরি করা হচ্ছে ব্যাঘ্র প্রজননকেন্দ্র। এই ছবি সুন্দরবনের কোর এরিয়ার। সাধারণ মানুষ এই জায়গায় পৌঁছতে পারে না। ঘন জঙ্গলে এখানে রাজত্ব করে রয়্যাল বেঙ্গল টাইগার।


সুন্দরবনে বাঘের ওপর নজর রাখতে, এরকম প্রত্যন্ত এলাকায় বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। আর সেই ১২০০ ক্যামেরা থেকে পাওয়া ছবি বিশ্লেষণ করে এবার সুখবর শোনাল বন দফতর। ট্র্যাপ ক্যামেরাতে নতুন ২৩টি রয়্যাল বেঙ্গলের ছবি পাওয়া গেছে। 


বন দফতর সূত্রে খবর, ২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী, সুন্দরবনে, বাঘের সংখ্যা ছিল, ১১১টি। ২০২১-এ পাওয়া তথ্য অনুযায়ী, সুন্দরবনে, আনুমানিক ২৩টি বাঘ বেড়েছে। সেই অনুযায়ী, বর্তমানে সুন্দরবনে, বাঘের আনুমানিক সংখ্যা ১৩৪। 


ব্যাঘ্র বিশেষজ্ঞদের মতে, সুন্দরবনের অনেকটা অংশ বাংলাদেশে। সেখানে নিরাপত্তা না পেয়েই সম্ভবত বেশ কিছু বাঘ ভারতের ভূখণ্ডে ঢুকে যাচ্ছে বলে অনুমান। বন দফতরের তরফে জানানো হয়েছে, প্রাথমিক পর্যায়ে ২৩টি বাঘের খোঁজ মিললেও, পূর্ণাঙ্গ রিপোর্ট পাওয়া যাবে ডিসেম্বরে। 


বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন, বাংলাদেশ থেকে এদিকে চলে আসছে। খাবারের অপ্রতুলতার কারণে চলে আসছে। বন দফতর সূত্রে খবর, সজনেখালির একটা বড় অংশ চিহ্নিত করে, ব্যাঘ্র প্রজনন কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগারদের প্রজননের অনুকূল পরিবেশ তৈরি করা হবে সেখানে। জন্মের পর ব্যাঘ্র শাবকদের ছেড়ে দেওয়া হবে গভীর জঙ্গলে। এছাড়া রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনের জঙ্গল এলাকায়, পর্যটনের জন্য নতুন করে কোনো নির্মাণকাজ হবে না। 


আরও পড়ুন: Bankura: বাঁকুড়ায় গন্ধেশ্বরী নদীর ওপর সেতু তৈরির কাজে ঢিলেমির অভিযোগ, শুরু রাজনৈতিক তরজা


আরও পড়ুন: Kanksa : নদীর পাড় কেটে গর্ত ভরাটের অভিযোগ, কাঁকসায় সেতুর কাজ বন্ধ করে দিলেন স্থানীয়রা