SSC Case: SSC-র চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ, সরকারের ভূমিকা নিয়ে বড় প্রশ্ন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
Abhijit Gangopahyay On SC On SSC Case: ২০১৬-র SSC-র চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন খারিজ , বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় রাজ্য সরকার

বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন ও রাজীব চৌধুরী, কলকাতা: ২০১৬-র SSC-র চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে খারিজ হয়েছে রিভিউ পিটিশন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সরকার আদৌ এই রিভিউ পিটিশনের বিষয়ে সিরিয়াস ছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। পাল্টা জবাব দিয়েছে শাসক দলও।
আরও পড়ুন, রাজ্যে হাজার হাজার শিক্ষিত বেকার ! কেন আটকে নিয়োগ ? কী দাবি প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে
SSC-এর ২৬ হাজার চাকরি বাতিল সংক্রান্ত মামলায়, 'রিভিউ পিটিশন' খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। OMR শিট নেই! তার মিরর ইমেজও নেই!
তাই আলাদা করা যায়নি কে যোগ্য, আর কে অযোগ্য! রিভিউ পিটিশন খারিজ করে সর্বোচ্চ আদালত তার পর্যবেক্ষণে বলেছে, আসল OMR বা অন্তত OMR-এর মিরর কপি সংরক্ষণে স্কুল সার্ভিস কমিশন ব্য়র্থ হয়েছে। এই অবস্থায় তৃণমূল সরকারের সদিচ্ছা নিয়েই প্রশ্ন তুলেছে বিরোধীরা।
বিজেপি সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, 'আমি মনে করি সরকার এই রিভিউ পিটিশনের ব্যাপারে সিরিয়াস ছিল না। সুপ্রিম কোর্টের কাছে তুলে ধরা উচিত ছিল, যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদেরকে ছেড়ে দাও। যদি সুপ্রিম কোর্টকে বোঝানো যেত, যোগ্য অযোগ্যের তালিকা দিয়ে আমার ধারণা সুপ্রিম কোর্ট এইটুকু মানবিক তারা এটা দেখত। '
কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চের রায় বহাল রাখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ। ফলে শিক্ষক ও অশিক্ষক কর্মী মিলিয়ে চাকরি খোয়ান ২৫ হাজার ৭৫২ জন। এর ঠিক ৪ দিনের মাথায় চাকরিহারাদের আশ্বস্ত করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'যোগ্য় প্রার্থীদের কারও চাকরি কেড়ে নিতে দেব না। ইট ইজ মাই কমিটমেন্ট। যারা যোগ্য়, তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। যারা যোগ্য তাদের চাকরি নিশ্চিন্ত করার দায়িত্ব সরকারের। আমাদের প্ল্যান A রেডি, B রেডি, C রেড, D রেডি এবং E রেডি।'
সুপ্রিম কোর্ট রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায়, সেই প্রসঙ্গ টেনে খোঁচা দিয়েছেন অধীর চৌধুরী। প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, 'প্ল্যান A রেডি, প্ল্যান B রেডি, প্ল্যান C রেডি, প্ল্যান D রেডি, প্ল্যান E রেডি। শেষে কী দেখলাম প্ল্যান O রেডি। মানে কিছু হবে না সেটাও রেডি। সেদিন যদি যোগ্য অযোগ্যের তালিকাটা ফেলে দিতেন কারও চাকরি যেত না।+আপনার দলের চোরদের বাঁচানোর জন্য আপনি করতে পারেননি। আপনার দলের লোকেরা ফাঁসত। বাড়ি বাড়ি হামলা হত।'
এই পরিস্থিতিতে চাকরি ফিরে পেতে যোগ্য শিক্ষকদের ফের পরীক্ষায় বসতে হবে। আগামী ৭ সেপ্টেম্বর SSC-র নবম-দশমে এবং ১৪ সেপ্টেম্বর একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষা হবে। কমিশন সূত্রে খবর, নবম-দশমে প্রায় ৩ লক্ষ ২০ হাজার একাদশ-দ্বাদশ শ্রেণিতে প্রায় ২ লক্ষ ৪০ হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা রয়েছে।























