দুপুরের শিরোনাম

প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে


প্রাথমিকে নিয়োগ দুর্নীতির সব মামলা সরল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে নির্দেশ সুপ্রিম কোর্টের, মত আইনজীবীদের একাংশের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে প্রাথমিক নিয়োগ র্নীতির সব মামলা অন্য বিচারপতিকে দেওয়ার নির্দেশ। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নির্দেশ সুপ্রিম কোর্টের। নিয়োগ-দুর্নীতির সব মামলা সরল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে, মত আইনজীবীদের অন্য অংশের। ওয়েবসাইটে আপলোড হওয়ার পরেই জানা যাবে সুপ্রিম কোর্টের বিস্তারিত নির্দেশ। 


অনুবাদ চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়


স্বচ্ছতার কারণে এবার সাক্ষাৎকারের অনুবাদ চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। রেজিস্ট্রার জেনারেলের রিপোর্টের কপি চেয়ে পাঠালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সুপ্রিম কোর্টের সেক্রেটারি জেনারেলের কাছ থেকে চেয়ে পাঠালেন । আজ রাত ১২ টার মধ্যে পেশ করার নির্দেশ । রাত ১২:১৫ পর্যন্ত চেম্বারে অপেক্ষা করবেন বলে জানিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। 


আরও পড়ুন : 


শরীরচর্চার পরেই অ্যাসিডিটি হচ্ছে? এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে?


উত্তরবঙ্গ বনধে উত্তেজনা


কালিয়াগঞ্জকাণ্ডের প্রতিবাদে উত্তরবঙ্গের ৮ জেলায় বিজেপির বনধ। কোচবিহারে ভাঙা হল দুটি বাসের কাচ। এফআইআর দায়েরের নির্দেশ। জলপাইগুড়িতে বন‍্ধের ছবি। বন্ধ করে দেওয়া হল হলদিবাড়ি-নিউ জলপাইগুড়ি প্যাসেঞ্জার। যাত্রী হয়রানি। জোর করে বন্ধ করে দেওয়া হল জলপাইগুড়ি শহরের ডাকঘর। মালদায় জেলাশাসকের অফিসের সামনে বিজেপি কর্মীদের বিক্ষোভ। পোস্ট অফিস মোড়ে আটকানো হল প্রাক্তন কংগ্রেস বিধায়কের গাড়ি। সরকারি কর্মীকে কাজে যেতে বাধা, হেনস্থার অভিযোগ।


সপ্তাহান্তেও বৃষ্টির স্বস্তি!


আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কমলেও, শনিবার থেকে ফের বৃষ্টি বাড়বে। রবিবার ঝড়-বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে। আজ পুরুলিয়া, ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, ও দুই ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। গতকাল বেশিরভাগ জেলাতে বৃষ্টি হওয়ায় আজ তাপমাত্রা অনেকটাই কমে গেছে। আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় তিন ডিগ্রি কম। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। তবে, উত্তরবঙ্গে আজ বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আগামীকাল থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। পার্বত্য এলাকার জেলাগুলিতে তুলনামূলক বেশি হবে। রবিবার উত্তরবঙ্গ জুড়েই ঝড় বৃষ্টির দাপট বাড়বে। 


 হাওড়া-আমতা রুটে রেল পরিষেবা বিপর্যস্ত


লোকাল ট্রেনের প্য়ানটোগ্রাফ ভেঙে যাওয়ায় হাওড়া-আমতা রুটে রেল পরিষেবা বিপর্যস্ত। দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী  জানিয়েছেন, সকাল ৯টা ৪৫-এ ঘটনাটি ঘটেছে। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দ্রুত চলছে মেরামতির কাজ। মেরামতি হলেই শুরু হবে ট্রেন চলাচল। 


আরও পড়ুন :


ঘুম থেকে উঠতে না উঠতেই বেড টি চলে এল, খারাপ না ভাল ?