Dilip Ghosh On Abhijit Ganguly : 'একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন' অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপের
' উনি ন্যায়ের প্রতিমূর্তি, মানুষের আশা আকাঙ্খার প্রতীক। ' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
রঞ্জিত সাউ, কলকাতা : নিয়োগ দুর্নীতি ( Recruitment Scam ) মামলা, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ( Abhijit Gangopadhyay ) এজলাস বদলের সুপ্রিম নির্দেশ নিয়েও সরগম বঙ্গ রাজনীতি। একদিকে রায়কে স্বাগত জানিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি বলছেন, এই রায় বাংলার মানুষ আশাহত হয়েছে। তৃণমূলের ( TMC ) চৌর্যবৃত্তি ঢাকার আর কোনও জায়গা নেই, মন্তব্য অধীর চৌধুরীর। আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছে বামেরা। এরই মধ্যে মুখ খুললেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ ।
দিলীপ ( Dilip Ghosh ) বললেন, ' উনি ন্যায়ের প্রতিমূর্তি, মানুষের আশা আকাঙ্খার প্রতীক। মাসখানেক ধরে গুজব ছড়াচ্ছিল। ওঁর হাত থেকে মামলা কেড়ে নেওয়া হবে। এই ঘটনায় একটা চক্রান্তের গন্ধ সবাই পাচ্ছেন। যদি বিচার বিভাগকে এর বাইরে না রাখা যায়, তাহলে চিন্তার বিষয়। ' বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
আরও পড়ুন :
স্বপ্নে পূর্বপুরুষদের দেখছেন ? এর অর্থ কী ?
একই সুরে শুক্রবার প্রতিক্রিয়া দিয়েছিলেন বিজেপির রাজ্য সম্পাদক সুকান্ত মজুমদার। তিনি বলেন, ' এই রায় অত্যন্ত দুর্ভাগ্যজনক। পশ্চিমবঙ্গের মানুষ আশাহত হয়েছেন এই রায়ে। '
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে প্রাথমিকে নিয়োগ দুর্নীতির ২টি মামলা অন্য বিচারপতির এজলাসে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপরই উচ্ছ্বসিত তৃণমূল। কটাক্ষের সুরে তৃণমূলের সোশাল মিডিয়া সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য লিখেছেন, 'সত্য়ি সত্য়িই ঢাকি সমেত বিসর্জন হয়ে গেল...লাল সেলাম ভাল থাকবেন কমরেড।'
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ' গত ২২ মাসে পশ্চিমবঙ্গ একমাত্র রাজ্যে যেখানে ভোটে লড়াই না করতে পেরে, ভারতীয় জনতা পার্টি বিচারব্যবস্থার এক-দুজনকে কাজে লাগিয়ে তারা ২২ মাসে ২৩টা সিবিআই দিয়েছে। আমি সেটা বলেছিলাম মার্চ মাসের ২৯ তারিখ। আজ এপ্রিল মাসের ২৮ তারিখ। এই মাসে আরও ৩টি সিবিআই দিয়েছে। সুতরাং ২৪ মাসে, ২ বছরে ২৬টা সিবিআই দিয়েছে। আপনি যদি নির্দিষ্টভাবে দেখেন, এক-দুটো জজই করেছেন, আর কিন্তু কেউ করেননি।'
প্রসঙ্গত উল্লেখ্য, গতবছরের মাঝামাঝি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত সব মামলাই বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে ছিল। ২০২২-এর অক্টোবরে প্রাথমিকের মামলা ছাড়া, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বাকি মামলা সরানো হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে। সেই থেকে প্রাথমিক চাড়া নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনও নতুন মামলা, বিচারপতি গঙ্গোপাধ্য়ায়ের এজলাসে আসেনি। এবার প্রাথমিকের দুটি মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরানোর নির্দেশ দিল সুপ্রিম কোর্ট।
আগামী দিনে এই জল কতদূর গড়ায়, সেদিকে তাকিয়ে গোটা রাজ্য।
আরও পড়ুন :
কেন দেখা দেয় স্ট্রেচ মার্ক? কীভাবে দূর করবেন এই দাগ?