Suvendu Adhikari: তাজ বেঙ্গলে অভিষেকের ছেলের জন্য এলাহি আয়োজন! শুভেন্দুর দাবি নস্যাৎ করল তৃণমূল
Abhishek Banerjee: আবির্ভাবের শুরুতেই সাফল্য পেয়েছে, ডায়মণ্ড হারবার এফ সি।
কলকাতা: তৃণমূল ছাড়ার পর থেকে লাগাতার নিশানা করে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee)। এক বার ফের তৃণমূলের (TMC) সর্বভারতীয় সম্পাদককে নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুধু অভিষেক নন, এ বারে সরাসরি অভিষেকের পরিবারের দিকেই আঙুল তুলেছেন তিনি। তাঁর দাবি, অভিষেকের ছেলে আয়াংশের জন্মদিন পালনে পুলিশ, বম্ব ও ডোগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। যদিও তাজবেঙ্গলে রবিবার অভিষেকের ডায়মন্ড হারবার ক্লাবের একটি বিশেষ অনুষ্ঠান ছিল। তার পার্টি ছিল তাজ বেঙ্গলে। সেই ভিডিও-ও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ায়। ক্লাবের তরফেই তা পোস্ট করা হয়। তাই তাজ বেঙ্গলের ওই পার্টিতে অভিষেকের ছেলের জন্মদিন বলে শুভেন্দু চালিয়ে দিতে চাইছেন, পাল্টা দাবি করেছে তৃণমূল।
অভিষেকের ছেলের জন্মদিনে এলাহি আয়োজন বলে দাবি শুভেন্দুর
রবিবার ট্যুইটারে এমন দাবি করেন শুভেন্দু। সরাসরি অভিষেকের নাম না নিলেও, তিনি লেখেন, ‘আজ তাজ বেঙ্গলে মহোৎসবের আয়োজন হয়েছে। কয়লা ভাইপোর ছেলের জন্মদিন। তার জন্য আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা। ৫০০-র বেশি পুলিশকর্মী, বম্ব স্কোয়াড এবং ডগ স্কোয়াডকে পাহারায় মোতায়েন করা হয়েছে। দরজায় বসানো হয়েছে ধাতব পদার্থ শনাক্তকরণের প্রযুক্তি’। বিজেপি-তে যোগদানের পর থেকে অভিষেককে প্রায়শই 'ভাইপো' বলে কটাক্ষ করেছেন শুভেন্দু, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতুষ্পুত্র হিসেবেই।
Grand Celebrations tonight at Taj Bengal !!!
Security has been beefed up for the Birthday Party of Koyla Bhaipo’s son.[tw]Our Chief Patron Shri @abhishekaitc signing the ball which will forever symbolise a stellar first season of DHFC.
— DHFC (@dhfootballclub) November 13, 2022
Dumdaar Har Baar, Diamond Harbour! #DHFC pic.twitter.com/KD0bHaFUho
আরও পড়ুন: Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের
তবে শুভেন্দুর দাবিকে নস্যাৎ করে দিয়েছে তৃণমূল। দলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দুর বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ তোলেন। তিনি বলেন, "রাজ্যের লোডশেডিংয়ে জেতা বিধায়ক তথা বিরোধী দলনেতাল একটি ট্যুইট করেছেন। তিনি বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিনের অনুষ্ঠান হচ্ছে। তাজ বেঙ্গল নাকি সেই জায়গা! স্পষ্ট কথা হল, আজ রাতে কোথাও ডিনার হচ্ছে না। কারণ তাজ বেঙ্গলে দুপুরে যে অনুষ্ঠান হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ফুটবল ক্লাবের মুখ্য উপদেষ্টা, তারা আত্মপ্রকাশের প্রথম মরসুমেই প্রিমিয়ার ডিভিশন খেলার যোগ্যতা অর্জন করেছে। সেটিকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছেলের জন্মদিন বলে উল্লেখ করেছেন বিরোধী দলনেতা। কিছু উন্মাদ লোকজন তাতেও বিশ্বাসও করেছেন। এই চূড়ান্ত মিথ্যাচারের তীব্র নিন্দা করছি। বুঝতে পারছি, শুভেন্দুর মানসিক বিকৃতি ঘটেছে। অভিষেক ফোবিয়ায় ভুগছেন উনি।"
Our Chief Patron Shri @abhishekaitc signing the ball which will forever symbolise a stellar first season of DHFC.
— DHFC (@dhfootballclub) November 13, 2022
Dumdaar Har Baar, Diamond Harbour! #DHFC pic.twitter.com/KD0bHaFUho
ছেলের জন্মদিন নয়, ক্লাবের অনুষ্ঠানে গিয়েছিলেন অভিষেক, পাল্টা দাবি তৃণমূলের
কলকাতা লিগের প্রথম ডিভিশনে চ্যাম্পিয়ন হয়ে প্রিমিয়ার ডিভিশন বি-তে খেলার যোগ্যতা অর্জন করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফুটবল দল ডায়মণ্ড হারবার এফ সি। সেই উপলক্ষ্যে রবিবার, টিমের সকলকে সংবর্ধনা দিলেন দলের চিফ প্যাট্রন। উপস্থিত ছিলেন ডায়মণ্ড হারবার এফ সির কোচ কিভু ভিকুনাও। কলকাতার পাঁচতারা হোটেলে খাওয়া-দাওয়ার পাশাপাশি চলে ফটোসেশনও। দলকে অভিনন্দন জানিয়ে ফেসবুকেও শুভেচ্ছা বার্তা পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের ট্যুইটার হ্যান্ডলে সেই ভিডিও-ও পোস্ট করা হয়।