Akhil Giri: রাষ্ট্রপতিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে, অখিলের বিরুদ্ধে দিল্লির থানায় অভিযোগ দায়ের লকেটের
Delhi Police Station: কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে? দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়ের।
বিজেন্দ্র সিংহ, দিল্লি: রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের পর দেড়দিন পার। এখনও কেন চুপ মুখ্যমন্ত্রী? কেন বরখাস্ত করা হল না অখিল গিরিকে? দিল্লির নর্থ অ্যাভিনিউ থানায় অভিযোগ দায়ের করে প্রশ্ন লকেট চট্টোপাধ্যায়ের। তৃণমূল আদিবাসীদের সম্মান করে না। রাষ্ট্রপতিকেও ছাড় দেন না তৃণমূল নেতারা। এর থেকেই বোঝা যায়, বাংলায় মেয়েদের কী অবস্থা! মন্তব্য বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের।
প্রসঙ্গত, রাষ্ট্রপতিকে নিয়ে অখিল গিরির কুরুচিকর মন্তব্যের জের। কারা প্রতিমন্ত্রীর গ্রেফতারি চেয়ে কাঁকসার পানাগড় বাজারে বিজেপির বিক্ষোভ। বর্ধমান সদরের বিজেপি জেলা সভাপতি রমন শর্মার নেতৃত্বে জিটি রোড ধরে মিছিল করে এসে পানাগড় বাজারের চৌমাথা মোড়ে মিনিট কুড়ি বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
পাশাপাশি কারা প্রতিমন্ত্রী অখিল গিরির (Akhil Giri) বিরুদ্ধে মালদার (Malda) হবিবপুর থানায় (Habibpur) লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। গতকাল হবিবপুরের বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু বিজেপি কর্মীদের নিয়ে থানায় যান। মন্ত্রিত্ব থেকে অখিল গিরির পদত্যাগ দাবি করেছেন বিজেপি বিধায়ক (BJP MLA)। দ্রুত ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনের কথাও জানিয়েছে বিজেপি। যদিও এনিয়ে তৃণমূলের (TMC) প্রতিক্রিয়া এখনও মেলেনি।
আরও পড়ুন, এবার অখিল গিরির বিরুদ্ধে হবিবপুর থানায় লিখিত অভিযোগ বিজেপি-র
দেশের প্রথম আদিবাসী রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেছেন তৃণমূল বিধায়ক ও কারা প্রতিমন্ত্রী অখিল গিরি ! তার জেরে অগ্নিগর্ভ রাজ্য রাজনীতি ! জেলায় জেলায় বিক্ষোভ-অবরোধে নেমেছে বিজেপি। তবে শুক্রবারই নয়, এর আগে ২৭ অক্টোবর নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির অনুষ্ঠানেও একই মন্তব্য করেছিলেন অখিল গিরি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতির সঙ্গে তোলা ছবি শেয়ার করে বিরোধী দলনেতা ট্যুইটে লেখেন, রাষ্ট্রের সাংবিধানিক প্রধানের প্রতি ‘সংশোধন অযোগ্য’ বেলাগাম নিকৃষ্ট মানের মন্তব্য করেন যিনি, উনিই আবার নাকি রাজ্যের সংশোধনাগার মন্ত্রী। লজ্জাজনক!
সুর চড়ান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। তিনি বলেন, শুধু অখিল গিরি নয়, আমরা মমতা ব্যানার্জির সরকারকে তীব্র ভর্ত্সনা করছি। আদিবাসী সমাজ অত্যন্ত আক্রাশিত। আমরা তাঁদের সঙ্গে কথা বলেছি। তারা অখিল গিরির বিরুদ্ধে FIR করবে।