Tathagata Roy Tweet : 'বিজেপির নিচের তলায় প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী', ট্যুইটারে ফের বিস্ফোরক তথাগত
Tathagata Roy Tweet : '13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য'...ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের
কলকাতা : ফের বিস্ফোরক অভিযোগ তথাগত রায়ের। ট্যুইটে তাঁর লিখিত অভিযোগ, বিজেপির নিচের তলায় তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোরের মাইনে করা অনেক কর্মী আছে। তাঁদের চিহ্নিত করা না গেলে বিজেপিকে জেতানো অসম্ভব। দলেরই এক কর্মীর থেকে এই তথ্য তিনি পেয়েছেন বলে তথাগতর দাবি। দিনকয়েক আগে বঙ্গ বিজেপিকে বিদায়ের বার্তা দিয়ে দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়েছিলেন তথাগত রায়। যদিও সোশাল মিডিয়ায় তিনি এখনও নিজেকে বিজেপির একনিষ্ঠ সমর্থক হিসেবে দাবি করেন।
পাশের গ্রামে বাড়ি তাকে ফোন করে বলছিল 13000 টাকা করে মাইনে দেবে বিজেপিতে জয়েন করে তৃণমূলের হয়ে কাজ করার জন্য তাই আমার মনে হয় বিজেপিতে এখনো নিচের তলায় এরকম অনেক PKর মাইনে দেয়া কর্মী আছে যতদিন না এদের চিহ্নিত করা যাবে বিজেপিকে জেতা না খুবই অসম্ভব “|
— Tathagata Roy (@tathagata2) November 30, 2021
এর আগে গত ২০ তারিখ পুরভোটের আগে দলের অস্বস্তি বাড়িয়ে ফের ট্যুইট করেন বিজেপি নেতা তথাগত রায়। লেখেন, আপাতত বিদায় বঙ্গ বিজেপি! তাহলে কি বিজেপি ছাড়ছেন দলের প্রাক্তন রাজ্য সভাপতি? শুরু হয় রাজনৈতিক তরজা।
বিধানসভা নির্বাচন থেকে উপনির্বাচন....বিজেপির হারের পর থেকেই দলীয় নেতৃত্বের একাংশকে ক্রমাগত আক্রমণ শাণিয়ে চলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত রায়। ভোটের মুখে বিজেপিতে আসা বিনোদন জগতের তারকাদের প্রার্থী হওয়া ও হেরে যাওয়ার পর দলত্যাগ নিয়েও লাগাতার নিশানা করেন তথাগত রায়! তিনি লেখেন, ' বিজেপির শুভানুধ্যায়ীরা বলছেন, টাকা ও নারী নিয়ে আমার অভিযোগ প্রকাশ্যে নয়, দলের ভিতরে করা উচিত। আমি সবিনয়ে জানাই, সে সময় পেরিয়ে গেছে। বিজেপি আমাকে যা ইচ্ছে তাই করতে পারে। কিন্তু নিজেদের চালচলন যদি আমূল সংস্কার না করে তা হলে পশ্চিমবঙ্গে দলের বিলুপ্তি অবশ্যম্ভাবী।' এরপরই তথাগত লেখেন , ' কারোর কাছ থেকে বাহবা পাবার জন্য আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃত্বস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব। আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি ! '
সোমবারই পুরভোটে প্রার্থী তালিকা ঘোষণা করেছে বঙ্গ বিজেপি। এরপরই ফের বিস্ফোরক তিনি।
কারুর কাছ থেকে বাহবা পাবার জন্য
— Tathagata Roy (@tathagata2) November 20, 2021
আমি টুইটগুলো করছিলাম না। দলের কিছু নেতৃস্থানীয় লোক যেভাবে কামিনী-কাঞ্চনে গা ভাসিয়েছিলেন সেটা সম্বন্ধে দলকে সজাগ করার জন্য করছিলাম।
এবার ফলেন পরিচীয়তে। পুরভোটের ফলের জন্য প্রতীক্ষায় থাকব।
আপাতত বিদায়, পশ্চিমবঙ্গ বিজেপি !