ঝিলম করঞ্জাই, কলকাতা: যাদবপুরে পড়ুয়ার রহস্যমৃত্যুর জন্য কি দায়ী র‍্যাগিং? এই পড়ুয়া মৃত্যুর দায় কি এড়াতে পারে কর্তৃপক্ষ? সাজা হবে কি রহস্যমৃত্যুকাণ্ডে দোষীদের? বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়ার মৃত্যুতে উঠছে এমনই নানা প্রশ্ন। বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্র স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনার প্রতিবাদে মিছিল করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।  


পরিবার সূত্রে খবর, বুধবার রাত ৯টা পর্যন্ত বাবা-মাকে বার বার ফোন করেন স্বপ্নদীপ। জানিয়েছিলেন, তিনি ভাল নেই। খুব ভয় করছে। রাত সাড়ে ৯টার পর থেকে আর ফোনে পাওয়া যায়নি ওই পড়ুয়াকে। তারপর জানা যায়, বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলার বারান্দা থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন স্বপ্নদীপ। বৃহস্পতিবার ভোরে তাঁর মৃত্যু হয় কেপিসি হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, ওপর থেকে পড়ে গিয়েই মৃত্যু হয়েছে পড়ুয়ার।

কিন্তু প্রশ্ন উঠেছে, মৃত্যুর নেপথ্যে কি র‍্যাগিং? না হলে কী করে পড়ে গেলেন তিনি? কেন ভয় পাচ্ছিলেন স্বপ্নদীপ? ঘটনার সময় কেন বিবস্ত্র ছিলেন?পরিবারের অভিযোগ, র‍্যাগিং করার জেরেই মৃত্যু হয়েছে ওই ছাত্রের।এই প্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের ১০-১৫ জন আবাসিককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। রেকর্ড করা হয় বয়ান। পুলিশ সূত্রে খবর, এদিন সকালেও ১০ জন আবাসিককে ডেকে পাঠানো হয় যাদবপুর থানায়। তবে ওই পড়ুয়ারা তদন্তে সহযোগিতা করছেন না। পাশাপাশি, হস্টেল সুপার ও হস্টেলের ডিন অফ স্টুডেন্টসকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।পুলিশের পাশাপাশি, ঘটনার তদন্ত শুরু করেছে বিশ্ববিদ্যালয়ের অ্যান্টি র‍্যাগিং সেল।

অন্যদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম বর্ষের পড়ুয়াদের মেন হস্টেলের এ ওয়ান ও এ টু ব্লক থেকে সরিয়ে ক্যাম্পাসের ভিতরে নিউ বয়েজ হস্টেলে নিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয় পাস করে গিয়েছেন এমন কেউ বা বহিরাগত কেউ যেন কেনও ভাবে হস্টেলে না থাকেন।এদিন দুপুরেই মেন হস্টেল ছেড়ে নিউ বয়েজ হস্টেলে চলে যান প্রথম বর্ষের পড়ুয়ারা। কিন্তু কার জন্য ঘটল এমন মর্মান্তিক ঘটনা? অবিলম্বে খুঁজে বের করে কঠোর শাস্তি দিক বিশ্ববিদ্যালয়, দাবি মৃত ছাত্রের পরিবারের।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Jadavpur University Student Death : 'তুমি তো আমার ইউনিভার্সিটি দেখনি...'বলেছিল ছেলে, ডুকরে উঠলেন স্বপ্নদীপের মা


Education Loan Information:

Calculate Education Loan EMI