শুভেন্দু ভট্টাচার্য, মাথাভাঙা: বিজেপির অস্থায়ী পার্টির অফিস ভেঙে ফেলার পাশাপাশি গেরুয়া শিবিরের এক নেতার গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনাটিকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে কোচবিহারের মাথাভাঙায়।


স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোচবিহার জেলার মাথাভাঙা এক নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের পঞ্চানন মোড় সংলগ্ন এলাকায় থাকা বিজেপির একটি অস্থায়ী পার্টি অফিস ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। শুধু তাই নয়, অভিযোগ উঠছে পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে আসার সময় বিজেপির স্থানীয় মণ্ডল সভাপতি শেখর রায়ের গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ। বিষয়টির কথা প্রকাশ্যে আসার পরে দু-দলের স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে।


আরও পড়ুন: CBI at RG Kar: দুর্নীতির অভিযোগের তদন্ত, RG Kar- এর পুলিশ মর্গে গেল সিবিআই


এপ্রসঙ্গে বিজেপির মণ্ডল সভাপতি শেখর রায় বলেন, পঞ্চানন মোড়ে আমাদের দলীয় কার্যালয় ছিল। সেটি ভেঙে যাওয়ায় পরে সেখানে একটি অস্থায়ী পার্টি অফিস বানানো হয়েছিল। বৃহস্পতিবার সেটা ভেঙে দেয় তৃণমূল কংগ্রেসের লোকেরা। পাশাপাশি আজ পচাগড় গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে দিয়ে আসার সময় আমার গাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল কংগ্রেসের লোকেরা।


বিজেপির তরফে করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। এপ্রসঙ্গে পচাগড় অঞ্চলের তৃণমূল কংগ্রেস সভাপতি সঞ্জয় বিশ্বাস বলেন, তৃণমূলের কেউ এই ঘটনায় জড়িত নেই। বিজেপি লোকেরা নিজেরাই এই ঘটনা ঘটিয়ে তৃণমূল কংগ্রেসের নামে মিথ্যে অভিযোগ করছে।


প্রসঙ্গত উল্লেখ্য, জুন মাসে হওয়া লোকসভা নির্বাচনে বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিক পরাজিত হন তৃণমূল কংগ্রেসের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে। তারপর রাজ্যের শাসক দলের দুষ্কৃতীদের আক্রমণে বিজেপির একাধিক নেতা-কর্মী ঘরছাড়া হন বলে অভিযোগ। পাশাপাশি একাধিক গ্রাম পঞ্চায়েতের বিজেপির জয়ী সদস্যরা তৃণমূলে যোগ দান করায় সেগুলি ঘাসফুল শিবিরের দখলে যায়। এক্ষেত্রেও রাজ্যের শাসক দলের বিরুদ্ধে চাপ দেওয়ার ও ভয় দেখানোর অভিযোগ জানানো হয়েছিল বিজেপির তরফে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতৃত্ব। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Kaliachak News: মালদায় ফের কংগ্রেসের গঠন করা পঞ্চায়েত দখল করল তৃণমূল