গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার দ্বন্দ্বের জেরে যখন জেরবার তৃণমূল, তখনই প্রকাশ্যে এল পাথরপ্রতিমায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বের (TMC Rift) ঘটনা। লোকসভা ভোট সম্পন্ন হওয়ার পরে সেখানে ফের আরও একবার তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল। 


আরও পড়ুন: Humayun Kabir: 'জেল খেটে বেরোব যেদিন সেদিন বহরমপুর মেডিক্যালে ৫০ হাজার লোক নিয়ে যাব', হুঙ্কার TMC বিধায়কের


পাথরপ্রতিমা ব্লকে জি-‌প্লটের অঞ্চল ও বুথ সভাপতিকে দল থেকে সাসপেন্ড করার পরেই তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে হল মারামারি। সাসপেন্ডেড অঞ্চল সভাপতি নুর ইসলাম ও বুথ সভাপতি দীপঙ্কর প্রধানের দলবদলের বিরুদ্ধে বর্তমান কনভেনর কার্তিক মাইতি সহ কয়েকজনকে প্রকাশ্যে মারধরের অভিযোগ উঠল। এর ফলে আক্রান্ত হন কার্তিক মাইতি সহ বেশ কয়েকজন। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার ২ তৃণমূল কর্মী। 


আরও পড়ুন: Medical College News: হাজার হাজার টাকায় সিসিইউ, জেনারেল বেড বিক্রি, কলকাতা মেডিক্যাল কলেজে দুর্নীতির অভিযোগ


গোবর্ধনপুর থানায় আক্রান্ত তৃণমূল নেতার পক্ষ থেকে সাসপেন্ডেড তৃণমূল নেতা নুর ইসলাম সহ দশ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। তার ভিত্তিতে এফআইআর করল পুলিশ। পাশাপাশি সাসপেন্ডেড নেতার নেতৃত্বে তৃণমূলের পতাকা নিয়ে বর্তমান বিধায়ক সমীর জানার বিরুদ্ধে মিছিল বের করল কয়েকশ অনুগামীর। সব মিলিয়ে গত কয়েকদিন ধরে তৃণমূলের গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত দীপাঞ্চল জি-‌প্লট। 


আরও পড়ুন: Doctors Protest: 'সুরক্ষা চেয়ে পেয়েছি সাগর দত্তর ঘটনা', কাল বিকেল পর্যন্ত রাজ্য সরকারকে ডেডলাইন, কর্মবিরতির হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের


সাসপেন্ডেড নেতা নুর ইসলামের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা কার্তিক মাইতি ব্লক নেতৃত্বকে ভুল বুঝিয়ে আমাকে সাসপেন্ড করিয়েছে। আমি তৃণমূলের অনুগত সৈনিক। আগামী  লড়াইয়ে ময়দানে দেখা হবে। অন্যদিকে পাথরপ্রতিমার বিধায়ক সমীর জানা জানিয়েছেন, ওই এলাকা থেকে ওই নেতার বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ উঠে এসেছিল। সেই অভিযোগের ভিত্তিতে সাংসদ বাপি হালদারের নেতৃত্বে সাসপেন্ডের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য, ভাঙড়ে আরাবুল ইসলাম ও সওকত মোল্লার মধ্যে দ্বন্দ্বের জেরে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। তার মধ্যে পাথরপ্রতিমার ঘটনা তাদের অস্বস্তি আরও বাড়াল।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Jalpaiguri News: লাগাতার বৃষ্টিতে ভয়াবহ জলপাইগুড়ির পরিস্থিতি, বাড়ছে তিস্তার জলস্তর