TMC Leader Expelled: দলবিরোধী কাজের অভিযোগ, তৃণমূল থেকে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা
TMC News: তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু জানিয়েছেন, দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।

কলকাতা: তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক (TMC Leader Expelled) সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। বহিষ্কার করা হয়েছে, তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিক প্রীতম হালদারকেও। তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু জানিয়েছেন, দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস।
তৃণমূল থেকে বহিষ্কৃত দুই শিক্ষক নেতা: দলবিরোধী কাজের অভিযোগে দলের সমস্ত পদ থেকে ২ জনকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ অনুগামী বলে পরিচিত মণিশঙ্কর মণ্ডল। লোকসভা ভোটে তৃণমূলের বিপুল জয়ের পর, কলকাতার বিভিন্ন জায়গায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে 'গেমচেঞ্জার দাদা' বলে পোস্টার লাগিয়েছিলেন মণিশঙ্কর। এরপর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে জহর সরকার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করার পর, বলিষ্ঠ সরকার গঠনের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারে যুক্তের দাবি তুলেছিলেন তিনি। মণিশঙ্কর মণ্ডল বলেছিলেন, "বর্তমান যে পরিস্থিতি, আজকে যা দেখতে পাচ্ছি। জহর সরকার রাজ্যসভা থেকে সাংসদপদ ত্যাগ করেছেন। চারদিকে বিপ্লব-বিক্ষোভ, এই নাগরিক ক্লান্তিতে আমরা অভিষেক দাকেই চাই। কারণ তিনি এগিয়ে এসে যদি হাল ধরেন, এই য়ে সার্বিক অচলাবস্থা বা পরিস্থিতি, তিনি সামাল দিতে পারেন।''
পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির কার্যকরী সভাপতি প্রিতমকুমার হালদারও, সোশাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সরকারের আনার দাবি জানিয়ে পোস্ট করেন। সূত্রের দাবি, যা ভাল চোখে নেয়নি তৃণমূল শীর্ষ নেতৃত্ব। তাঁদের নির্দেশেই এবার এই দু-জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিলেন তৃণমূলের শিক্ষক সেলের সভাপতি ব্রাত্য বসু। এদিকে ফের অভিষেকের হয়ে সওয়াল করলেন ওয়েবকুপার বহিষ্কৃত সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পর ফেসবুক পোস্টে মণিশঙ্কর মণ্ডল লিখেছেন,"পছন্দ নয় ভণ্ড ও ফেক, তাই নেতা বেছেছি অভিষেক।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Tanmay Bhattacharya Suspended: দ্বিতীয়বার সাসপেন্ড তন্ময় ভট্টাচার্য






















