ভাস্কর মুখোপাধ্যায়, মহম্মদবাজার: লরি থেকে চুরি আটকাতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হল একজন লরি মালিকের। ঘটনাটি ঘটেছে বীরভূমের (Birbhum) মহম্মদ বাজার এলাকার সোঁতশালে। ঘটনাটিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা দেখা দিয়েছে স্থানীয় এলাকায়। অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন অন্যান্য লরির মালিকরা।


আরও পড়ুন: Kolkata News: স্কুলছাত্রকে পিষে মারল পে লোডার, পাটুলি থানার ওসিকে ঘিরে বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি


স্থানীয় সূত্রে জানা গেছে, লরি থেকে চুরি করে পালানোর সময় দুষ্কৃতীদের পিছনে ধাওয়া করে ধরতে গিয়ে দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের আঘাতে মৃত্যু হয় ওই লরির মালিকের।


লরির মালিকদের অভিযোগ, রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা লরি থেকে প্রায়ই টাকাপয়সা চুরি হয়। সেই চোর ধরতে মঙ্গলবার রাতে একটি লরির মালিক শান্তি মণ্ডল পাশে লুকিয়ে ছিলেন। গভীর রাতে দুষ্কৃতীরা লরি থেকে টাকাপয়সা চুরি করতে এলে তাদের ধাওয়া করেন শান্তি। তাঁকে দেখে রাস্তার পাশে থাকা ধানের জমি দিয়ে পালাচ্ছিল দুষ্কৃতীরা। শান্তিবাবু তাদের প্রায় যখন ধরে ফেলেছেন সেই সময় হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে তাঁকে সজোরে আঘাত করে অজ্ঞাত পরিচয়ের দুষ্কৃতীরা। এর জেরে মারাত্মক জখম হন শান্তিবাবু।


আরও পড়ুন: District News: নদীয়ায় যাত্রীবাহী বাস থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা, গ্রেফতার ৪


পরে অন্যান্য লরির মালিক ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। কিন্তু, সেখানে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি অন্যান্য লরির মালিকরাও ক্ষিপ্ত হয়ে ওঠেন। অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতীদের গ্রেফতার করে কড়া শাস্তি দেওয়ার দাবি তুলেছেন তাঁরা। 


প্রসঙ্গত উল্লেখ্য, মহম্মদ বাজার এলাকার সোঁতশালে বেশ কিছুদিন ধরেই লরি দাঁড় করিয়ে গেলেই দুষ্কৃতীরা চড়াও হয় লুট তরাজ চালায় বলে অভিযোগ। পুলিশ বা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয় না। তাই বাধ্য হয়ে শান্তিবাবু নিজে হাতে দুষ্কৃতীদের ধরার জন্য লরির পাশে লুকিয়ে ছিল। কিন্তু, সেটাই কাল হল তাঁর জীবনে। অল্প কিছু জিনিস চুরি ঠেকাতে গিয়ে দিত হল প্রাণ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar News: মহালয়ার সকালে আরজি করে উন্মোচন হল নিহত চিকিৎসকের প্রতীকী মূর্তি