JP Nadda: সপ্তমীতে কলকাতায় আসছেন জে পি নাড্ডা, যাবেন সজলের পুজোয়
JP Nadda In Kolkata Pujo: আগামীকাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী , দেখুন জে পি নাড্ডার সফরসূচি
কলকাতা: আগামীকাল কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। কাল সকাল ১১ টায় কলকাতা বিমানবন্দর থেকে যাবেন বেলুড় মঠে। দুপুরে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো পরিদর্শনে যাবেন। দুপুর ২ নাগাদ নিউটাউনের হোটেলে একটি অনুষ্ঠানে যোগ দেবেন বলে জানা গিয়েছে। এরপর বাংলাকে ধ্রুপদী ভাষার স্বীকৃতির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।
জুনিয়র ডাক্তারদের অনশনের প্রায় ৪দিন। এদিকে, আজই জুনিয়র ডাক্তারদের আলোচনায় ডেকেছে সরকার। তারই মাঝে সপ্তমীতে কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা। উল্লেখ্য, এবার আর জি করের ঘটনার জেরে সন্তোষ মিত্র স্কোয়ার ঝাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে প্রদীপ জ্বেলেই করে দেবীর আবাহন। এই পর্বে রাজ্য়র বিরোধী দলেনতা শুভেন্দু অধিকারী, অভিনেতা রূদ্রনীল ঘোষের পাশাপাশি উপস্থিত ছিলেন অ্য়াসিড আক্রান্ত মহিলারা। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান তুলেই পুজো শুরু করে এবার সন্তোষ মিত্র স্কোয়ার। লাস ভেগাসের স্পিয়রের অনুকরণে এবার মণ্ডপে প্রজোকেশনের মাধ্য়মে ফুটিয়ে তোলা হয় প্রতিবাদও।
এদিন মুখ্যসচিবের আবেদনে সাড়া দিয়ে স্বাস্থ্য ভবন গিয়েছেন জুনিয়র ডাক্তাররা। 'বৈঠকে গেলেও বোঝাপড়ায় যাচ্ছি না। কোনওরকম রফা করতে যাচ্ছি না', জুনিয়র ডক্টরদের তরফে জানিয়ে দেন দেবাশিস হালদার। তিনি আরও বলেন, 'কয়েকটা কথা আমরা জানিয়ে দিতে চাই, যদিও কয়েকটা জিনিস বলতে পারছি না। আমরা বুঝতে পারছিলাম, আমাদের আন্দোলন, সেই আন্দোলন যে, গণ আন্দোলন, তার চাপ সরকারের উপর পড়ছে। '
আরও পড়ুন, সপ্তমীতে বজ্রবিদ্য়ুৎ-সহ বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?
প্রসঙ্গত, গত পরশু রাজ্যের মুখ্যসচিবের তরফে জুনিয়র চিকিৎসকদের কাজে ফেরার আবেদন করা হয়েছিল। মুখ্যসচিব বলেছেন যে, নিরাপত্তা সংক্রান্ত বিষয় ছিল, তা পুরোপুরি না হলেও, প্রায় ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে। মুখ্যসচিবের কথায়, 'আপনারা এবার কাজে ফিরে আসুন। আপনারাও দেখতে পাচ্ছেন, কাজ সব জায়গায় হচ্ছে। তাহলে এখানে দ্বিমতের অবকাশ নেই।' আর ঠিক মুখ্যসচিবের এই বক্তব্যের পাল্টা জুনিয়র ডাক্তারের তরফে বলা হয়,আমরা যখন আগে মিটিং করেছিলাম, চিফ সেক্রেটারি স্যারের সঙ্গে, উনি তো সেইসময় বলেছিলেন, যে আমরা সব দাবি মানছি, কিন্তু যখন লিখিত দেওয়ার কথা চলে এসেছিল, তখন তাঁরা ফিরিয়ে দিয়েছিল। আমরা গ্রাউন্ড লেভেলে এখনও দেখতে পাচ্ছি, কটা কী কাজ হয়েছে ! আমাদের দাবি অভয়ার মতো আর ঘটনা হতে দেব না।'
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।