Darjeeling Weather : ভিজছে পাহাড়, মেঘলা দিন, দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা
Weather Update Report : দার্জিলিঙেও দফায় দফায় বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের

দার্জিলিং : আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যের ১০৮ পুরসভার সঙ্গে সঙ্গে ভোট হবে দার্জিলিংয়েও । রাজ্যের অন্যতম প্রাচীন পৌরসভা এটি। সেই নিয়ে ঠাণ্ডা পাহাড়ও সরগরম। এরই মধ্যে চলছে পর্যটকদের আনাগোনা। শীত (Winter) বিদায়ের মুখেও রাজ্যে বৃষ্টির (Rain) ভ্রুকুটি। ঝাড়খণ্ডে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত। রবিবার সারাদিনই আকাশ মেঘলা শৈলশহরে। সোমবার কলকাতা-সহ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা আজও ৪ ডিগ্রি। সর্বোচ্চ তাপমাত্রা হল ১২ ডিগ্রি সেলসিয়াস।। আগামী কয়েকদিনও দার্জিলিং-এ দফায় দফায় বৃষ্টি হতে পারে, পূর্বাভাস আবহাওয়া দফতরের (Meteorological Centre in Alipore) ।
https://www.imdkolkata.gov.in/ - সূত্রানুসারে
| দিন | তাপমাত্রা - Min | তাপমাত্রা - Max | কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া |
|---|---|---|---|
| 20-Feb | ৪.0 | ১২.0 | মেঘলা আকাশ , মাঝারি থেকে ভারী বৃ্ষ্টি |
| 21-Feb | ৪.0 | ১৩.0 | মেঘলা আকাশ , হালকা বৃষ্টি |
























