Weather Update : ছিটেফোঁটা বৃষ্টি সকাল থেকে, ভরা বর্ষা কবে শহরে ?
Weather Report : দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই।দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু।বৃষ্টির প্রত্যাশা কতটা ?
সঞ্চয়ন মিত্র, কলকাতা : বর্ষা এসে গেলেও দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টির দেখা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আপাতত দক্ষিণবঙ্গে ছিটেফোঁটা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে। কারণ, দক্ষিণে দুর্বল মৌসুমী বায়ু।
কলকাতা শহরে বৃষ্টি তেমন হবে না । তবে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বাতাসে জলীয় বাষ্পের মাত্রা বেশি। তাই আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এলাকা ভিত্তিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
দিন | সর্বনিম্ন তাপমাত্রা | সর্বোচ্চ তাপমাত্রা |
কেমন থাকবে আগামী কদিন আবহাওয়া |
---|---|---|---|
24-Jun | 26.0 | 34.0 | মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি |
25-Jun | 26.0 | 33.0 | মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি |
26-Jun | 26.0 | 33.0 | মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি |
27-Jun | 26.0 | 33.0 | মেঘলা আকাশ, এক-দু পশলা বৃষ্টি , কোথাও কোথাও ভারী বৃষ্টি |
28-Jun | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ |
29-Jun | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ |
উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ থেকেই বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। শনিবার থেকে সোমবার পর্যন্ত উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং-এও। গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিতে ভাসছে জলপাইগুড়ির বিভিন্ন এলাকা। ফুলে ফেঁপে উঠেছে তিস্তা। তোর্সাতেও জলস্তর বেড়েছে। ভেসেছিল কোচবিহারের কিছু এলাকা। পাহাড়েও বৃষ্টি শুরু হয়েছে।