কলকাতা: RG কর হাসপাতালে যুবতী চিকিৎসককে ধর্ষণের পর খুনের ঘটনার প্রতিবাদে আন্দোলন শুরু করেছিলেন ওই হাসপাতালেরই জুনিয়র চিকিৎসকরা। তারপর আস্তে আস্তে তা রাজ্যজুড়ে ছড়িয়ে পড়েছে। বুধবার সারা রাজ্যেই আউটডোর বন্ধ করে কর্মবিরতি পালন করেছেন সরকারি ও বেসরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। যার জেরে প্রচুর হেনস্থা পোয়াতে হয়েছে অনেকে রোগীকে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেহালার একটি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আন্দোলনকারী চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহারের আবেদন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে কাজে যোগ দেওয়ার অনুরোধ করলেন।


আরও পড়ুন: Doctor's Protest: 'আগে দরকার চিকিৎসকদের সুরক্ষা' আন্দোলনকারীদের পাশে রোগী ও পরিজনরা


এপ্রসঙ্গে তিনি বলেন,"আপনাদের পায়ে ধরে বলছি আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। কাজে নামুন। এটা আমার আবেদন থাকবে। রোগীদের স্বার্থের কথা মাথার রেখে আপনারা নিজেদের দায়িত্ব পালন করুন। ৪-৫ দিন তো হল। এই ঘটনার আসল অপরাধী গ্রেফতার হয়েছে। কলকাতা হাইকোর্টও সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। আপনাদের দাবি-দাওয়াগুলি খতিয়ে দেখছে রাজ্য সরকার। এই বিষয়গুলি নিয়ে আলোচনাও চলবে। কিন্তু, এবার আপনারা কাজে যোগ দিন। ইতিমধ্যে চিকিৎসা না পেয়ে তিন জন রোগীর মৃত্যু হয়েছে। আপনারা পরিষেবা না দিলে আরও মানুষের মৃত্যু হতে পারে। প্রচুর সাধারণ মানুষ রয়েছেন যাঁদের সরকারি হাসপাতালের ওপর নির্ভরশীল থাকতে হয়। আউটডোরের ওপর নির্ভরশীল থাকতে হয়। কলকাতা শহর ছাড়াও জেলাগুলিতে প্রচুর হাসপাতাল রয়েছে যেখানে অনেক মানুষের চাপ থাকে। আপনারা কাজে যোগ না দিলে তাঁরা প্রচণ্ড সমস্যায় পড়বেন। আপনারা ভুলে যাচ্ছেন যে চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য আপনারা সাধারণ মানুষের প্রতি দায়বদ্ধ।"


আরও পড়ুন: Mamata On RG Kar Doctor Death: "আপনারা কি চান না আসল দোষী শাস্তি পাক ? আসল কালপ্রিট ধরা পড়ুক ?


প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর হাসপাতালের ঘটনাকে কেন্দ্র করে কর্মবিরতি পালন করছেন রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। যার জেরে গত কয়েকদিন ধরে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়তে হচ্ছে রোগীদের। বুধবার তো সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতালের আউটডোর বন্ধ থাকায় অনেক রোগী চিকিৎসা না করিয়ে বাড়ি ফিরতে বাধ্য হন।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Mamata On RG Kar Doctor's Death: দোষী সাজা পাক, কিন্তু দেখতে হবে নির্দোষ যেন সাজা না পান : মমতা