কলকাতা: উদ্বেগ বাড়িয়ে রাজ্যে (West Bengal) একদিনে করোনা আক্রান্তের (Corona Affected) সংখ্যা ১৪ হাজার পার করল। রাজ্যের স্বাস্থ্য দফতরের (WB Health Department) প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে একদিনে করোনায় ১৪ হাজার ২২জন আক্রান্ত হয়েছেন। রাজ্যে এই সময় পর্বে করোনায় ১৭জনের মৃত্যু হয়েছে । শুধু কলকাতাতেই একদিনে করোনা আক্রান্ত ৬ হাজার ১৭০। শুধু কলকাতাতেই একদিনে করোনায় ৫ জনের মৃত্যু হয়েছে। 


কোথা থেকে কোথায় পৌঁছল সংক্রমণ, দেখে নিন




গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৯,০৭৩ জন। আজ সবমিলিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,৭৮,৩৩২। এই সময় পর্বে রাজ্যে করোনামুক্ত  হয়েছেন, ৬৪৩৮ জন। সরকারি হিসেবে আজ রাজ্যে করোনায় অ্যাক্টিভ (corona Active Case) কেস ৭৫৬৭ জন। আজ সুস্থতার হার (Discharge Rate), ৯৬.৮৫ শতাংশ।


আরও পড়ুন: South 24 Parganas: ক্যানিং মহকুমা হাসপাতালে করোনা আক্রান্ত ৮ চিকিৎসক সহ ১৬ জন, চিকিৎসা পরিষেবা ভেঙে পড়ার আশঙ্কা


অন্যদিকে দেশে করোনায় দৈনিক সংক্রমণ একলাফে ৫৫ শতাংশ বাড়ল। চারগুণেরও বেশি বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫৮ হাজার ৯৭ জন দেশে করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৩৭ হাজার ৩৭৯। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫৩৪ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১২৪।  


দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫০ লক্ষ ১৮ হাজার ৩৫৮ জন।  এখনও পর্যন্ত ৪ লক্ষ ৮২ হাজার ৫৫১ জনের মৃত্যু হয়েছে।  দেশে বুধবার পর্যন্ত ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২ হাজার ১৩৫।গত ২৪ ঘণ্টায় ২৪৩ জন আক্রান্ত হয়েছেন। মহারাষ্ট্রে সবথেকে বেশি ৬৫৩ জন আক্রান্ত। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৪৬৪।


আরও পড়ুন: ICMR: ‘টিকার ককটেল নয়, বুস্টার ডোজ হতে হবে একই সংস্থার’, জানাল আইসিএমআর