West Bengal News Live : রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে, যাদবপুরকাণ্ডে কড়া বার্তা আদালতের
যাদবপুরকাণ্ডে এবার আসরে এবিভিপি। সার্জিক্যাল স্ট্রাইকের হুঁশিয়ারি। দিনভর নজর বাংলার সব খবরে।

Background
আজকে যে খবরে সারাদিন নজর :
যাদবপুরকাণ্ড : দিলীপ ঘোষের পর এবার আরএসএস-এর ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্য়ার্থী পরিষদ। ফের যাদবপুরে সার্জিক্যাল স্ট্রাইকের হুমকি। যা নিয়ে পাল্টা চ্য়ালেঞ্জ ছুড়ে দিয়েছে এসএফআই। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠনের নেতা ওমপ্রকাশ মিশ্রের নামে এবার পোস্টার পড়ল ক্যাম্পাসে। তাঁকে সাসপেন্ড করা ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। পাল্টা উপাচার্যের দ্বারস্থ হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। যদিও এনিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে নারাজ অন্তর্বর্তী উপাচার্য।
ফেল করল ১৪৪ ওষুধ : কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় গুণমানের নিরিখে ডাহা ফেল করল দেশের ১৪৪টি ওষুধ! ফেলের তালিকায় রয়েছে, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের বিতর্কিত রিঙ্গার ল্যাকটেট। তবে RL_এর যে নমুনাগুলি পরীক্ষায় পাস করতে পারেনি তার সবকটিই কর্ণাটকের।
ট্যাংরাকাণ্ড : নিজের মেয়েকে খুন করেছিলেন বাবা? ট্য়াংরাকাণ্ডে এমই চাঞ্চল্য়কর দাবি করেছেন, বাড়ির ছোট ছেলে, ধৃত প্রসূন দে। পুলিশ সূত্রে খবর, জেরায় তাঁর দাবি, ঘুমের ওষুধ মেশানো পায়েস খাওয়ার পরও বেঁচে ছিল মেয়ে প্রিয়ম্বদা। এরপর স্ত্রী রোমি, মেয়ের পা চেপে ধরেন। বাবা প্রসূন মুখে বালিশ চাপা দেন। মেয়েকে খুনের পর একে একে, স্ত্রী ও বৌদিকেও খুন করেন প্রসূন। ধৃতকে ৬ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Jadavpur Update : মন্ত্রীকে বাঁচাতে কেন ব্যর্থ পুলিশ, তদন্ত করে দেখা দরকার, মন্তব্য সৌগতর
যাদবপুরকাণ্ডে মন্ত্রীকে বাঁচাতে কেন ব্যর্থ পুলিশ, তদন্ত করে দেখা দরকার, মন্তব্য সৌগতর।
JU Incident Live : ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজ FIR-এর নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের
যাদবপুরকাণ্ডে ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজ FIR-এর নির্দেশ বিচারপতি তীর্থঙ্কর ঘোষের। ১২ মার্চের মধ্যে রিপোর্ট তলব। ঘটনা এড়ানো যেত। পুলিশের গা ছাড়া মনোভাবে বিপত্তি, মন্তব্য বিচারপতির।






















