Panchayat Election : রাজ্যজুড়ে পঞ্চায়েত ভোট, সব খবর সবার আগে, ক্লিক করুন
জেলা থেকে জেলা, গুরুত্বপূর্ণ খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে
ABP Ananda Last Updated: 07 Jul 2023 01:05 PM
প্রেক্ষাপট
দিনহাটায় ফের গুলি : ফের অশান্ত দিনহাটা। বোমা-গুলি। ৩বিজেপি কর্মী-সহ আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে নির্দল প্রার্থী-সহ ২জন আক্রান্ত। কেন্দ্রীয় বাহিনীই আশঙ্কায় : কাল পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয়...More
দিনহাটায় ফের গুলি : ফের অশান্ত দিনহাটা। বোমা-গুলি। ৩বিজেপি কর্মী-সহ আহত ৪। মাথা ফাটল একজনের। কুড়ুল দিয়ে হামলা, ঝাড়গ্রামে নির্দল প্রার্থী-সহ ২জন আক্রান্ত। কেন্দ্রীয় বাহিনীই আশঙ্কায় : কাল পঞ্চায়েত নির্বাচন। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে এখনও টানাটানি। ১জন জওয়ান নয়, প্রাণহানির অশান্তির আশঙ্কায় এক সেকশন চায় কেন্দ্রীয় বাহিনী। 'ভোটের পরেও কেন্দ্রীয় বাহিনী' : ভোটের পরে হিংসার আশঙ্কা। গণনার ১০ দিন পরেও থাকবে কেন্দ্রীয় বাহিনী। অতীত উদাহরণ টেনে নির্দেশ হাইকোর্টের। ৪৮৫ কোম্পানি নিয়ে এখনও ধোঁয়াশা।জওয়ান ১ : পুলিশ ১ : সন্ত্রাসের পরেও স্পর্শকাতর বুথে নয় বাড়তি বাহিনী। বুথে কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ানের সঙ্গে রাজ্যের ১ সশস্ত্র পুলিশ। ভোটের লাইনের দায়িত্বে সিভিক।২৯দিনে ১৭ মৃত্যু! :২৯দিনে রাজ্যে প্রাণ গেল ১৭জনের! কুলপিতে আক্রান্ত কংগ্রেস নেতার মৃত্যু। বীরভূমে বিজেপি নেতাকে খুনের অভিযোগ। বেলডাঙায় ফের বিস্ফোরণে মৃত্যু।'নরক শূন্য, শয়তানরা এখানে' : ভোটের আগেই বেলাগাম হিংসা। মহাভারত থেকে রবীন্দ্রনাথ, শেক্সপিয়র। বাছা বাছা বিশেষণে কমিশনকে বোসের বাউন্সার। 'হাতে লেগে থাকবে রক্ত' : কৃষ্ণের মতো শান্ত থেকে কংসের মতো আচরণ করবেন না। কমিশনকে আক্রমণে রাজ্যপাল। গঙ্গাজলেও হাতের রক্ত ধুতে পারবেন না বলে হুঁশিয়ারি। বোসের ব্যালট-শঙ্কা : নকল ব্যালট নিয়ে বিরোধীদের আশঙ্কা এবার রাজ্যপালের গলায়। কমিশনকে তদন্তের নির্দেশ।
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Supreme Court: ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল ও পুনর্নিয়োগ নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ
বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি বাতিল করে সেই জায়গায় নতুন নিয়োগের নির্দেশ দেন। সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দিল সর্বোচ্চ আদালত। Read More