Panchayat Election 2023: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ
বিজেপির উপর হামলার অভিযোগে পাকড়াও এক দুষ্কৃতী। বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা: ফের অশান্ত দিনহাটা, বিজেপি কর্মী-সহ ৩জন গুলিবিদ্ধ। দিনহাটার (Dinhata) কালমাটিতে দফায় দফায় বোমা-গুলি। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ, জখম ৪ বিজেপি কর্মী।
ফের অশান্ত দিনহাটা: পঞ্চায়েত ভোটের আগে দফায় দফায় উত্তেজনা। গুলিবিদ্ধ ৩জন, মাথা ফাটল ফাটল ১ বিজেপি কর্মীর। 'বিজেপি প্রার্থীর বাড়ির সামনেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হামলা'। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ বিজেপির। বিজেপির উপর হামলার অভিযোগে পাকড়াও এক দুষ্কৃতী। বিজেপির ওপর হামলার অভিযোগ অস্বীকার তৃণমূল কংগ্রেসের।
এদিকে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ২ কংগ্রেস কর্মীকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে কোপ মারার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। গতকাল রাতে ওকরাবাড়ি গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের বাড়িতে কর্মী-সমর্থকদের নিয়ে একটি খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সেইসময় প্রচুর লোক এসে হামলা চালায়। দুজনকে মারধর ও ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। কংগ্রেস প্রার্থী মুকুল রহমানের স্ত্রীর দাবি, এবারের ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে কংগ্রেসের থেকে তার স্বামী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। আহতরা দিনহাটা হাসপাতালে ভর্তি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ।
পঞ্চায়েত ভোটের আগ ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগে দিকে দিকে অশান্তির ছবি। দিনহাটারই ভিলেজ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় এক তৃণমূল কর্মীকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় দিনহাটা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন মিলনচন্দ্র বর্মন নামে ওই তৃণমূল কর্মী। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।
আর এই অশান্তির আবহে ফের কোচবিহারে বোমা উদ্ধারের ঘটনা ঘটল। বিজেপি কর্মীর বাড়ির সামনে বোমা মিলেছে বলে খবর। গুড়িয়াহাটি ১ গ্রাম পঞ্চায়েত এলাকার বিজেপি কর্মী মিলন সূত্রধরের বাড়ির সামনে মিলল ২টি তাজা বোমা। পুলিশ এসে বোমা ২টি উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূলের লোকজন ভয় দেখাতে বোমা রেখে গেছে। এমনটাই অভিযোগ করছে গেরুয়া শিবির। নিজেরা রেখে তৃণমূলকে বদনামের চেষ্টা করছে। পাল্টা দাবি রাজ্যের শাসকদলের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: Oral Health: কতবার দাঁত মাজলে দূরে থাকবে হৃদরোগ? কী বলছে গবেষণা?