West Bengal News LIVE Updates: আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুন, দোষী সাব্যস্ত সঞ্জয় রায়
RG Kar News: আজ আর জি কর-কাণ্ডের রায় ঘোষণা। তার আগে এখনও উত্তর মেলেনি একাধিক প্রশ্নের

Background
আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনকাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। ফাঁসানো হচ্ছে, কিছু করিনি, আদালত কক্ষে দাবি দোষী সাব্যস্ত সঞ্জয়ের।
RG Kar Verdict: 'দোষ করেছে শাস্তি পাবে', জানিয়ে দিলেন সঞ্জয়ের দিদি
দোষী সাব্যস্ত সিভিক ভলান্টিয়ার। এ বিষয়ে সঞ্জয়ের দিদি জানান যে দোষ করেছে শাস্তি পাবে।
RG Kar News: সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন
আর জি কর মামলায় আজ রায় জানিয়ে দেন বিচারক অনির্বাণ দাস। আদালতের তরফে বলা হয়, '৯ অগাস্ট আর জি কর মেডিক্যালে ঢুকে কর্তব্যরত চিকিৎসককে নির্যাতন করেন। আর জি কর মেডিক্যালে ঢুকে চিকিৎসকের গলা টিপে ধরেন। মুখ চেপে যৌন হেনস্থা করেন, আপনার অপরাধ প্রমাণিত। আপনাকে দোষী সাব্যস্ত করা হচ্ছে, সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড। সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন।'






















