West Bengal News Live Updates: চাকরি দেওয়ার নামে মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ, নওদায় গ্রেফতার তৃণমূলকর্মী !
WB News Live Updates: সব জেলার সমস্ত খবরের প্রতি মুহূর্তের আপডেট পান এক ক্লিকে।
মুর্শিদাবাদের নওদায় ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলকর্মী। চাকরি দেওয়ার নামে মহিলাকে বাড়িতে ডেকে ধর্ষণের অভিযোগ। ধর্ষণের অভিযোগে গ্রেফতার নওদা পঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী
অপসারিত আরজি করে নিরাপত্তার দায়িত্বে থাকা অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। আন্দোলনকারীদের দাবি মেনে অপসারিত অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার। 'পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা'। 'আরজি করের ঘটনা নিয়ে নানা গুজব ছড়িয়েছে'। 'কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে'। 'ঘটনায় আরও কেউ জড়িত মনে হলে, পুলিশকে জানান'।
আজ সোদপুরে মৃত মহিলা চিকিৎসকের বাড়িতে যান কলকাতা পুলিশের অ্যাডিশনাল পুলিশ কমিশনার মুরলীধর শর্মা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হল পরিবারকে। জানানো হল ময়নাতদন্তের রিপোর্টে কি আছে। পরিবারের পাশে আছে কলকাতা পুলিশ, জানালেন মুরলীধর শর্মা।
মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনে ফের আরজি কর হাসপাতালে কলকাতা পুলিশের কমিশনার।
RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের জের। আজও জেলায় জেলায় হাসপাতালে চলছে প্রতিবাদ।
আজ আরজি কর হাসপাতালে মৃত মহিলা চিকিৎসকের বাড়ি পৌঁছেও, মৃতের মা-বাবার সঙ্গে দেখা করতে পারলেন না কামদুনি আন্দোলনের দুই মুখ, মৌসুমী ও টুম্পা কয়াল। নেপথ্যে তৃণমূলের হাত থাকার অভিযোগ। মৌসুমী ও টুম্পাকে পাল্টা আক্রমণ তৃণমূল কংগ্রেসের।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও পুলিশ কর্মীদের সংগঠনের ছাতার তলায়! কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির ছাতার তলায় ছিল সঞ্জয়। হাসপাতালে ভর্তি পুলিশ কর্মীদের পরিবারের সদস্যদের খোঁজখবর রাখাই ছিল সঞ্জয়ের কাজ। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয় বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশ কর্মীদের সংগঠনের সঙ্গে। সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও। নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনিভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসকে ধর্ষণ-খুন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে চিঠি সুকান্ত মজুমদারের। মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়ার টিম পাঠিয়ে বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে পরিদর্শনের অনুরোধ বিজেপি রাজ্য সভাপতির।
সরিয়ে দেওয়া হল আরজি কর মেডিক্যাল কলেজের সুপারকে। আরজি কর হাসপাতালে কর্মরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুন। ঘটনার জেরে আরজি কর হাসপাতালের সুপার সঞ্জয় বশিষ্ঠকে সরিয়ে দিল স্বাস্থ্য দফতর। আরজি কর হাসপাতালের নতুন সুপার হলেন বুলবুল মুখোপাধ্যায়।
ডাক্তার-খুনের পর প্রশ্নের মুখে আরজি করের নিরাপত্তা। চাপের মুখে চুক্তিভিত্তিক ২ নিরাপত্তারক্ষীকে সাসপেন্ড। সূত্রের খবর, ঘটনার রাতে দায়িত্বে ছিলেন ওই দুই নিরাপত্তারক্ষী। কর্তব্যে গাফিলতির অভিযোগে সাসপেন্ড করা হয় ২ রক্ষীকে।
কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায়। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রী কে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন।
আরজি কর-কাণ্ডে উঠে আসছে একের পর এক প্রশ্ন। আরজি করের চিকিৎসককে খুন করে ধর্ষণের অনুমান পুলিশের। মহিলা চিকিৎসককে খুন কি পূর্ব পরিকল্পিত? বিনা বাধায় মাঝরাতে আরজি কর হাসপাতালে ঢুকল কী করে সঞ্জয়? ৩১ বছরের তরুণী চিকিৎসককে কি একাই খুন করে সঞ্জয়? নাকি গোটা ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আরও কেউ যুক্ত?
গতকালের পরও আজও RG করকাণ্ডের প্রতিবাদে কর্মবিরতিতে সামিল হয়েছেন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। রবিবার আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। যদিও জরুরি বিভাগ চালু রয়েছে।
চিকিৎসক খুনের পর হুঁশ ফিরল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের। অবশেষে একাধিক নির্দেশিকা জারি করল হাসপাতাল কর্তৃপক্ষ। চুক্তিভিত্তিক ও প্রত্যেক বেসরকারি কর্মীকে পরতে হবে নির্দিষ্ট পোশাক। ডিউটি চলাকালীন গলায় ঝুলিয়ে রাখতে হবে পরিচয়পত্র। সরকারি স্বাস্থ্যকর্মীদেরও পরতে হবে নির্দিষ্ট পোশাক, গলায় থাকবে আই কার্ড। নির্দেশিকা জারি করল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ। বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ডেকে পাঠানো হয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্তাদের।
মহিলা চিকিৎসককে খুনের পর প্রমাণ লোপাটে পোশাক ধুয়ে ফেলেছিল সঞ্জয়। এমনই দাবি পুলিশের। সেই পোশাক বাজেয়াপ্ত করা হয়েছে। সঞ্জয়ের জুতোও বাজেয়াপ্ত করেছে পুলিশ। রক্তের দাগ লোকাতেই পোশাক ধুয়ে ফেলা হয়েছিল বলে পুলিশের অনুমান।
RG কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা চিকিৎসককে নৃশংস খুনের প্রতিবাদ এবার নেমে এল রাস্তায়। পানিহাটির সোদপুর HB টাউন মোড়ে অরাজনৈতিক সংগঠনের বিক্ষোভ। পথচলতি মানুষকে পরিয়ে দেওয়া হচ্ছে কালো ব্যাজ।
আরজি করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ, দাবি পুলিশের। ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় আর জি করের মহিলা চিকিৎসককে। মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয়, দাবি পুলিশের। গভীর ঘুমের মধ্যে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরই সম্ভবত চিকিৎসককে ধর্ষণ করে অভিযুক্ত। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে অনুমান তদন্তকারীদের। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কারও যোগ মেলেনি, দাবি পুলিশের।
আরজি কর-কাণ্ডে উঠে আসছে একের পর এক প্রশ্ন। আরজি করের চিকিৎসককে খুন করে ধর্ষণের অনুমান পুলিশের। মহিলা চিকিৎসককে খুন কি পূর্ব পরিকল্পিত? বিনা বাধায় আরজি কর হাসপাতালের সঙ্গে যুক্ত না থেকেও কীভাবে অবাধে যাতায়াত সঞ্জয়ের? কে দিয়েছিল সঞ্জয়কে এই ক্ষমতা? ৩১ বছরের তরুণী চিকিৎসককে কি একাই খুন করে সঞ্জয়? নাকি গোটা ঘটনায় সঞ্জয়ের সঙ্গে আরও কেউ যুক্ত?
RG কর মেডিক্য়াল কলেজের ভিতরে মহিলা চিকিৎসকের খুনের ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা রাজ্য়কে। মা-বাবার একমাত্র সন্তান, উজ্জ্বল ভবিষ্য়ত, হঠাৎই সব শেষ। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যৌন নির্যাতনের ইঙ্গিতও মিলেছে। আর এই ঘটনাই মনে করিয়ে দিচ্ছে অরুণা শানবাগের কথা। ১৯৭৩ সালে মুম্বইয়ের হাসপাতালের ভিতরে ধর্ষণ করা হয়েছিল তাঁকে। ৪২ বছর ধরে ছিলেন কোমায়।
আরজি কর হাসপাতালে তরুণী ডাক্তারকে খুনের আগে মদ্যপান করে সঞ্জয়। খুনের পরেও পুলিশের ব্যারাকে ফিরে মদ্যপান করে ঘুমিয়ে পড়ে। পুলিশের সামনেও এসেছিল মদ্যপান করেই। খুনের পরদিন সকালেও ভাবলেশহীন ছিল সঞ্জয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে সঞ্জয়কে শনাক্ত করেন এক হোমগার্ড। প্রভাব খাটিয়ে আরজি কর হাসপাতালে অবাধ যাতায়াত ছিল সঞ্জয়ের, পুলিশকে জানান ওই হোমগার্ড, খবর সূত্রের।
পুলিশ বাহিনীতেও প্রভাবশালী ছিলেন সিভিক ভলান্টিয়ার সঞ্জয়। সিভিক ভলান্টিয়ার হয়েও যুক্ত ছিলেন পুলিশের সংগঠনের সঙ্গে! সঞ্জয়ের নামে ইস্যু করা হয়েছিল পুলিশের বাইকও! নিয়ম ভেঙে সঞ্জয়ের কাছেই থাকত পুলিশের টহলদারির বাইক। সেই বাইক নিয়েই ঘুরত সঞ্জয়। বেআইনি ভাবে পুলিশের ব্যারাকে থাকত সঞ্জয়, খবর সূত্রের।
আরজি করের চিকিৎসককে সম্ভবত খুনের পর ধর্ষণ, দাবি পুলিশের। ঘুমের মধ্যে প্রথমে খুন করা হয় আর জি করের মহিলা চিকিৎসককে। মৃত্যুর পর সম্ভবত ধর্ষণ করা হয়, দাবি পুলিশের। গভীর ঘুমের মধ্যে প্রথমে শ্বাসরোধ করে খুন করা হয়। মৃত্যু নিশ্চিত হওয়ার পরই সম্ভবত চিকিৎসককে ধর্ষণ করে অভিযুক্ত। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ খতিয়ে দেখে অনুমান তদন্তকারীদের। এখনও পর্যন্ত সঞ্জয় রায় ছাড়া এই ঘটনায় আর কারও যোগ মেলেনি, দাবি পুলিশের।
প্রথমবার নয়, আগেও অপরাধে নাম জড়িয়েছে আরজি কর কাণ্ডে ধৃত সঞ্জয়ের। আগেও রোগী ভর্তিকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে সঞ্জয়ের বিরুদ্ধে। মহিলা চিকিৎসককে খুনের আগে মদ্যপান করেছিল সঞ্জয়। খুনের পর পুলিশ ব্য়ারাকে ফিরে ফের মদ্যপান করে ঘুমিয়ে পড়ে সঞ্জয়।
'আরজি কর করে দেব', ভাতারে মহিলা চিকিৎসককে সিভিক ভলান্টিয়ারের হুমকি! আরজি কর কাণ্ডের মধ্যেই ভাতারে মহিলা চিকিৎসককে 'হুমকি'! মত্ত অবস্থায় ভাতার হাসপাতালে হাজির সিভিক ভলান্টিয়ার। চিকিৎসা শুরুর পরেও হঠাৎ মহিলা চিকিৎসককে হুমকি দেওয়ার অভিযোগ। 'আরজি করে কী হয়েছে, দেখেছেন তো? আপনার সাথেও করে দেব', এমনই বলেছেন ওই সিভিক ভলান্টিয়ার। সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ মহিলা চিকিৎসকের। ভাতার থানায় অভিযোগ দায়ের, অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সুশান্ত রায় গ্রেফতার।
রাস্তায় গাড়ি দাঁড় করানো নিয়ে বচসা। মুর্শিদাবাদের ইসলামপুরে যুব তৃণমূল নেতাকে সপাটে চড় কষালেন ASI. অভিযুক্ত পুলিশ অফিসার মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ করেছেন শাসক-নেতা। অন্যদিকে, মালদার হবিবপুরে কর্তব্যরত চিকিৎসককে মারধরের ফুটেজ প্রকাশ্যে এসেছে। অভিযুক্ত BDO-র পদত্যাগের দাবিতে মিছিল করেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা।
চিকিৎসকের দেহের পাশে পড়েছিল একটি ব্লু-টুথ যুক্ত হেডফোন। আর সেই হেডফোনই কার্যত ধরিয়ে দিল আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের মূল অভিযুক্তকে। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার গভীর রাতে চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টে ঢুকতে ও বেরোতে দেখা গেছিল ধৃত সিভিক ভলান্টিয়ারকে। এ বিষয়ে প্রশ্ন করা হলে তার বক্তব্যে অসঙ্গতি মেলে। শেষপর্যন্ত জেরার মুখে ভেঙে পড়ে ধৃত সঞ্জয়।
আরজি কর মেডিক্যাল কলেজে চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় কলকাতা পুলিশের এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। আর এই ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল হয় আরজি কর চত্বর। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ বাধল। প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।
আরজি করের চিকিৎসককে ধর্ষণ করে খুন। কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার গ্রেফতার। বিচারের দাবিতে বিক্ষোভে রণক্ষেত্র হাসপাতাল চত্বর। সিবিআই চাইলে আপত্তি নেই, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের মতো ঘৃণ্য অভিযোগের প্রেক্ষিতে এবার দেশের আইন সংশোধনের দাবি তুললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকি পারিপার্শ্বিক প্রমাণ থাকলে, বিচারের দীর্ঘসূত্রিতা না করে, দোষীকে সরাসরি এনকাউন্টারের পক্ষে সওয়াল করলেন তৃণমূল সাংসদ। যা নিয়ে পাল্টা খোঁচা দিয়েছে বিজেপি।
RG কর মেডিক্যাল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের অভিযোগে, গ্রেফতার করা হয়েছে কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। লালবাজারের সূত্রের দাবি, ধরা পড়ার পর অপরাধ স্বীকার করলেও অনুতপ্ত নন সঞ্জয়। উল্টে তদন্তকারীদের নির্লিপ্ত ভঙ্গিতে বলেছেন, ফাঁসি দিলে দিয়ে দিন। পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে মাঝে মধ্যেই মহিলা পুলিশকর্মীদের ফোন করে উত্যক্ত করত ধৃত সঞ্জয়।
প্রেক্ষাপট
ডাক্তার খুনের প্রতিবাদে রণক্ষেত্র আর জি কর। বিক্ষোভকারীদের ঢুকতে বাধা, ধস্তাধস্তি। পাল্টা কিল-চড়-ঘুষি! টেনে হিঁচড়ে সরাল পুলিশ। জিবি মিটিংয়েও উত্তেজনা।
আরজি করে চিকিৎসককে ধর্ষণ-খুনে গ্রেফতার কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার। হাসপাতালে অবাধ যাতায়াত ছিল ধৃত সঞ্জয় রায়ের। ১৪ দিনের পুলিশ হেফাজত।
আর জি করে উদ্ধার হোডফোনেই হত্যা-রহস্যের পর্দাফাঁস। রাত ৩টের পর, গলায় ইয়ার ফোন ঝুলিয়ে সেমিনার রুমের ফ্লোরে ঢোকে সিভিক ভলান্টিয়ার। সিসি ক্যামেরায় ধরা পড়েছে ছবি।
অপরাধের কথা স্বীকার করেও কোনও অনুতাপই নেই আরজি কর-কাণ্ডে ধৃতের! বলছেন, ‘ফাঁসি দিলে দিন’। ধৃত সিভিকের বিরুদ্ধে আরও কীর্তি প্রকাশ্যে।
ডিউটি ছিল না আরজি করে, তাও কীভাবে সবার নজর এড়িয়ে লিফটে চেপে চারতলার সেমিনার রুমে? সিভিক ভলান্টিয়ারের গ্রেফতারির পরেও এখনও রহস্য।
চিকিৎসককে ধর্ষণ করে খুন। অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের নখ থেকে শরীরে ডিফেন্স উন্ডের নমুনা সংগ্রহ করল পুলিশ। পোশাক থেকেও নেওয়া হল নমুনা।
আর জি কর কাণ্ডে গ্রেফতারি নিয়ে সন্দেহ মৃতার পরিবারের। (পরিবারের সট - ভিতরের লোকই জড়িত, বাইরের লোক এত সাহস পেল কীভাবে?)
সর্ষের মধ্যেই ভূত?
এই অপরাধের ক্ষমা নেই, সর্বোচ্চ শাস্তি হোক। সিবিআই তদন্তেও আপত্তি নেই। এবিপি আনন্দে জানালেন মুখ্যমন্ত্রী।
ধর্ষক-খুনিদের এনকাউন্টারের সওয়াল অভিষেকের। কামদুনির অপরাধীরা কেন বেঁচে? পাল্টা সুকান্ত।
আরজি কর কাণ্ডে দিকে দিকে প্রতিবাদ। কলকাতা থেকে জেলা। সোচ্চার চিকিৎসক, স্বাস্থ্যকর্মী থেকে পড়ুয়ারা। ক্ষোভ যুক্তিসঙ্গত, তবে পরিষেবা চালু রাখুন, আবেদন মুখ্যমন্ত্রীর। দিল্লিতেও মোমবাতি মিছিল।
আর জি করে কর্তব্যরত মহিলা চিকিৎসককে খুন। বর্ধমান, বাঁকুড়া থেকে মেদিনীপুর মেডিক্যাল, জেলায় জেলায় প্রতিবাদ। রামপুরহাটে আউটডোর বন্ধে দুর্ভোগ।
মেয়ের কাজ মিটলেই আরজি করে ধর্নায় বসছেন মৃত চিকিৎসকের মা-বাবা। বাড়িতে আসার আশ্বাস মুখ্যমন্ত্রীর, দাবি পরিবারে। সোদপুরে মৃতার বাড়িতে সকালে শোভনদেব, বিকেলে সুকান্ত।
মুখ্যমন্ত্রীর নির্দেশে আরজি করের এলাকা বাড়াতে সংলগ্ন সাড়ে ৩ একর জমিতে গড়া হবে নতুন ভবন। একটি ফ্লোরের নামকরণ হবে নিহত মহিলা চিকিৎসকের নামে, খবর নবান্ন সূত্রে।
আরজি কর কাণ্ডের মধ্যেই ভাতারে মহিলা চিকিৎসককে হুমকি! গ্রেফতার সিভিক ভলান্টিয়ার।
দলের পদ ব্যবহার করে দুর্নীতি, সত্যতা মিললেই অভিযোগকারীকে পুরস্কার। জয়ের পর প্রথমবার নির্বাচনী কেন্দ্রে গিয়ে হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাতে বললেন অভিষেক।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -