West Bengal News LIVE Updates: ভারত-বাংলাদেশ সীমান্তে পাক মর্টার শেল! আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা
WB News LIVE Updates: রাজ্য থেকে জেলার সব খবরের আপডেট...
আমডাঙা থানার IC রাজকুমার সরকারের বিরুদ্ধে থানায় বিবস্ত্র করে মারধরের অভিযোগ প্রত্যাহার করে নিলেন অভিযোগকারিণী। কোনও প্রভাবশালী ব্যক্তির কথায় ভুল অভিযোগ করেছিলেন বলে দাবি তাঁর।
বাংলাদেশে অশান্তির মধ্যেই এবার বাংলার সীমান্তে উদ্ধার হল পাকিস্তানি মর্টার শেল। কোচবিহারের দিনহাটায় BSF ক্যাম্পের একেবারে মাটির নীচে পোঁতা ছিল। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড মর্টার নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে মর্টার পোঁতা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
প্রেক্ষাপট
বাংলাদেশে অশান্তির মধ্যেই এবার বাংলার সীমান্তে উদ্ধার হল পাকিস্তানি মর্টার শেল। কোচবিহারের দিনহাটায় BSF ক্যাম্পের একেবারে মাটির নীচে পোঁতা ছিল। সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড মর্টার নিষ্ক্রিয় করে। এই ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। BSF-এর নজরদারি এড়িয়ে কীভাবে মর্টার পোঁতা হল, তা নিয়ে প্রশ্ন উঠছে। গ্রামবাসীরাই সাহেবগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়ে বুধবার সকালে জলপাইগুড়ির বিন্নাগুড়ি থেকে আসে সেনাবাহিনীর বম্ব ডিসপোজাল স্কোয়াড। এরপর মাঠে নিয়ে গিয়ে মর্টার নিষ্ক্রিয় করা হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -