West Bengal News Live: উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনা, নিখোঁজ তপসিয়ার বাসিন্দা ২ ছাত্র
Get the latest West Bengal News and Live Updates : বাংলার গুরুত্বপূর্ণ খবরের চটজলদি আপডেট
উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়ে গঙ্গায় স্নান করতে নেমে দুর্ঘটনা। নিখোঁজ তপসিয়ার বাসিন্দা ২ ছাত্র। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ জন স্নান করতে নামেন। স্নান সেরে উঠেও আসেন তাঁরা। ফের একজন জল নামলে, তাঁকে তলিয়ে যেতে দেখে বাঁচাতে যান আরেকজন। এখনও খোঁজ মেলেনি তাঁদের।
তীব্র গরমের মধ্যেই রামপুরহাটে লোডশেডিং ঘিরে উত্তেজনা। ১৫ নম্বর ওয়ার্ডের ভাড়শালা মোড়ে বিক্ষোভ। ২৭ ঘণ্টা বিদ্যুৎহীন থাকার অভিযোগ। প্রতিবাদে বিক্ষোভ। রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়ক অবরোধ। একটা সমস্যা হয়েছে, বিদ্যুতের কাজ চলছে, দাবি রাজ্য বিদ্যুৎ নিগমের।
২ মে থেকে কলেজে অনলাইন ক্লাসের পরামর্শ রাজ্য সরকারের। অনলাইনে ক্লাস কিংবা গরমের ছুটি এগিয়ে আনার পরামর্শ ।
মুখ্যমন্ত্রীর সামনেই পেট্রোল-ডিজেলে ভ্যাট না কমানোয় বাংলার সমালোচনা প্রধানমন্ত্রীর। বাংলা-সহ অবিজেপি রাজ্যগুলিকে নিশানা মোদির
বেড়েছে জ্বালানির দাম। কিন্তু বাস ভাড়া বাড়েনি। ফলে, চূড়ান্ত সমস্যায় বাস মালিকরা। দুর্গাপুরে রোটেশনের ভিত্তিতে বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। অন্যদিকে, বাস কমায় বেড়েছে অটো-টোটোর দাপট। নাজেহাল যাত্রীরা।
তাঁর বাড়িতে দুষ্কৃতীদের দিয়ে হামলা চালিয়েছেন রঘুনাথপুরের আইসি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন রঘুনাথপুরের শহর যুব তৃণমূল সভাপতি। যদিও তা মানতে নারাজ আইসি। পুলিশ সুপার জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। আর এনিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
১০০ দিনের কাজে রাস্তা তৈরি নিয়ে দুই পরিবারের বিবাদ। পরস্পরের উপর চড়াও হয় দুই পরিবারের সদস্যরা। এই ঘটনায় ৭ জন জখম হয়েছেন। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে মাথাভাঙা থানার পুলিশ।
মাওবাদীদের নামে পোস্টার লাগিয়ে ভয় দেখাচ্ছে বিজেপি। বেলপাহাড়ির সীমানা দিয়ে কেউ কেউ ঝাড়খণ্ড থেকে ঢুকছে। জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে মন্তব্য মুখ্যমন্ত্রীর।
ইলামবাজারের কাছে দুর্ঘটনা, অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা-সহ ২জনের মৃত্যু। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্গাপুর থেকে ফেরার সময় লরিতে গাড়ির ধাক্কা। সপরিবারে ২টি গাড়িতে দুর্গাপুর থেকে ফিরছিলেন অনুব্রতর দেহরক্ষী। সামনের গাড়িতে পারিবারিক বন্ধুর সঙ্গে ছিলেন দেহরক্ষীর শিশুকন্যা। পিছনের গাড়িতে স্ত্রী, বড় মেয়ের সঙ্গে ছিলেন অনুব্রতর রক্ষী সায়গল হোসেন। বোলপুর ফেরার সময় সিমেন্ট বোঝাই লরিতে ধাক্কা সামনের গাড়ির। অনুব্রতর রক্ষী সাইগল হোসেনের শিশুকন্যা, পারিবারিক বন্ধু মাধব কৈবর্তের মৃত্যু। পাড়ুইয়ের কেশবপুর গ্রাম থেকে লরির চালক গ্রেফতার। লরিতে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা দেহরক্ষীর গাড়ি। লরিটি দাঁড়িয়েছিল নাকি, চলছিল, জানতে চালককে জিজ্ঞাসাবাদ: এসপি। অনুব্রতকে বাঁচাতে সাক্ষী লোপাটের চক্রান্ত, আশঙ্কা বিজেপির। দুর্ঘটনা না অন্য কিছু? তদন্তে সিবিআই চায় বিজেপি । গরুপাচারকাণ্ডে আগে এর আগে ২ বার সিবিআই জিজ্ঞাসাবাদ করেছে সাইগল হোসেনকে।
‘আগামী ২-৩ দিন পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কতা। উত্তরবঙ্গের ২ জেলাতেও তাপপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। ‘দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী ২-৩ দিন বৃষ্টির সম্ভাবনা নেই। জানাল আলিপুর আবহাওয়া দফতর
এবার সাতদিন বাজার বন্ধের হুমকি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা বাজারে মাওবাদীদের নামে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে পিড়াকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি সাতদিন পিড়াকাটা বাজার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরের একাধিক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যায়।
বিজেপি থেকে কি ফের তৃণমূলে ফিরছেন অর্জুন সিংহ ? ধোঁয়াশা রেখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদের। "এখনও পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। একদিনের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মূহূর্তে কী করছি, সেটাই বলতে পারি।" মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর।
বিধায়ক হিসেবে বাবুলের শপথগ্রহণ নিয়েও রাজ্য-রাজ্যপাল সংঘাত। শপথগ্রহণ সংক্রান্ত ফাইল পরিষদীয় দফতরে ফেরত পাঠালেন রাজ্যপাল। ‘শপথগ্রহণ করাতে সাংবিধানিকভাবে দায়বদ্ধ রাজ্যপাল’। ‘এব্যাপারে কোনও শর্তও দিতে পারেন না রাজ্যপাল’। শপথগ্রহণ-ফাইল নিয়ে জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ। রাজ্যপালের কাছে এবার শপথগ্রহণের তারিখ দিয়ে ফাইল পাঠাচ্ছে রাজ্য, খবর সূত্রের। এর পরে রাজ্যপাল কী করেন, তার অপেক্ষায় রাজ্য সরকার। এব্যাপারে এখনও রাজভবনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আমি আশাহত, প্রতিক্রিয়া বালিগঞ্জের তৃণমূল বিধায়কের।
দারুণ দহনে পুড়ছে দক্ষিণবঙ্গ, স্কুলে এগোল গরমের ছুটি। ২ মে থেকে স্কুল-কলেজে গরমের ছুটি দেওয়ার নির্দেশ মুখ্যমন্ত্রীর। ‘বেশি গরম পড়েছে, সহ্য করতে পারছে না স্কুলের ছাত্রছাত্রীরা’। বেসরকারি স্কুলকেও একই কথা জানাতে সচিবকে নির্দেশ মুখ্যমন্ত্রীর। ১৫-২০ জুনের মধ্যে কবে স্কুল খুলবে, তা দেখতে সচিবকে নির্দেশ
বিজেপি শাসিত রাজ্যগুলি যদি পেট্রোপণ্যের দাম কমাতে পারে, তাহলে এরাজ্য কেন পারবে না? প্রশ্ন বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের।
ফের দুয়ারে সরকার। ২১ মে থেকে ৩১ মে পর্যন্ত আবার হবে দুয়ারে সরকার। এই ১০ দিনে ক্যাম্পে আবেদন জমা নেওয়া হবে।
পাটশিল্প নিয়ে ফের মোদি সরকারের অস্বস্তি বাড়ালেন অর্জুন সিংহ। ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বিজেপি সাংসদ অর্জুন সিংহর। নিজেরই দলের মন্ত্রীর বিরুদ্ধে ফের মুখ খুললেন অর্জুন। অর্জুনের নিশানায় জুট কমিশনার মলয় চক্রবর্তী। ‘জুট কমিশনার মলয় চক্রবর্তী প্লাস্টিক লবির কাছের লোক’। ‘পাটশিল্পকে পরিকল্পনা করে ধ্বংস করতে চাইছেন জুট কমিশনার’। বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল জেনেও পদক্ষেপ করছেন না বলে অভিযোগ।
ইলামবাজারে ডাম্পারের ধাক্কায় অনুব্রতর দেহরক্ষীর শিশুকন্যা সহ ২ জনের মৃত্যু। গরুপাচারকাণ্ডে সিবিআইয়ের নজরে রক্ষী সায়গল হোসেন। সিবিআই তদন্তের দাবি অনুপম হাজরার।
ফের ঝাড়গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক মহিলার। বন দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ সকালে ছোট চাঁদাবিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম রেখা মাহাতো। স্থানীয় সূত্রে খবর, প্রাতর্ভ্রমণের সময় দাঁতালের সামনে পড়ে যান বছর পঁয়তাল্লিশের মহিলা। হাতিটি তাঁকে পিষে মারে। এরপরই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, দিনকয়েক ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। বন দফতরকে জানানো সত্ত্বেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই নিয়ে ক্ষোভ জানান গ্রামবাসীরা। পরে পুলিশ ও বন দফতরের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
দলের বুথ সভাপতির বিরুদ্ধে আর্থিক দুর্নীতির অভিযোগ। প্রতিবাদে পার্টি অফিসে তালা ঝোলাল তৃণমূল কর্মীদেরই একাংশ। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের ঘটনা। এনিয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি অভিযুক্ত নেতার। তবে ব্লক নেতৃত্বের দাবি, লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি সামনে আসতেই কটাক্ষ করেছে বিজেপি
রাজ্যের পাট শিল্পকে বাঁচাতে ফের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি অর্জুন সিংহর। জুট কমিশনারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আন্দোলনের হুঁশিয়ারি।
বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল বাইক আরোহীর। আজ সকাল ১০টা নাগাদ বাঁকুড়া শহর লাগোয়া হেভির মোড়ে দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে বাঁকুড়া থেকে দুর্গাপুরগামী সরকারি বাসটি উল্টোদিক থেকে আসা বাইক আরোহীকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক আরোহীর। সরকারি বাসের চালক ও কনডাক্টর পলাতক।
এবার রাজগঞ্জে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা, কাঠগড়ায় তৃণমূলের বুথ সভাপতি
মহিলাকে অপহরণের চেষ্টা ও হুমকি মামলায় নরেন্দ্রপুর থানার ভূমিকায় অসন্তুষ্ট আদালত। সিআইডি-র কাছে মামলা হস্তান্তরের নির্দেশ হাইকোর্টের। আদালতকে বিপথে পরিচালনার অভিযোগ। ডিজিপি-র রিপোর্ট তলব করল হাইকোর্ট। পাশাপাশি, তদন্তকারী অফিসারের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপের নির্দেশ। ঘটনাটা ৩ মার্চের। পাটুলি থেকে কাজ সেরে বাড়ি ফিরছিলেন নরেন্দ্রপুরের বাসিন্দা ওই মহিলা। অভিযোগে তিনি বলেন, বাড়ি ফেরার পথে ৩-৪ কিলোমিটার রাস্তা ধাওয়া করে তাঁকে অপহরণের চেষ্টা করে দুই দুষ্কৃতী। জোর করে বাইকে তোলার চেষ্টা করে, বাধা দিলে মারধরও করা হয় বলে অভিযোগ। নরেন্দ্রপুর থানার বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ হন মহিলা। তার প্রেক্ষিতেই থানার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করে সিআইডি-র হাতে মামলা হস্তান্তরের নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা।
বিজেপি থেকে কি ফের তৃণমূলে ফিরছেন অর্জুন সিংহ? ধোঁয়াশা রেখে ফের ইঙ্গিতপূর্ণ মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদের। এদিন তিনি বলেন, “এখনও পর্যন্ত তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছি। একদিনের মধ্যে কোনও সিদ্ধান্ত নেওয়া যায় না। এই মূহূর্তে কী করছি, সেটাই বলতে পারি। মন্তব্য ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহর।’’
আমতার প্রতিবাদী ছাত্র নেতা আনিস খানের মৃত্যুর ঘটনার তদন্ত নিয়ে ক্ষোভপ্রকাশ করলেন ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়। আজ উলুবেড়িয়া আদালতে আমতা থানা ঘেরাও সংক্রান্ত মামলার হাজিরা দিতে আসেন বাম ছাত্র-যুব সংগঠনের নেত্রী। মীনাক্ষীর অভিযোগ, আনিস খানকে পুলিশই খুন করেছে। গোটা ঘটনা ধামাচাপা দিতে সিট গঠন করেছে রাজ্য সরকার। পরিবার সিবিআই তদন্ত চাইলেও তা মানা হচ্ছে না বলে মীনাক্ষীর দাবি।
পশ্চিম বর্ধমান জেলা জুড়ে চলছে তাপপ্রবাহ। বেলা গড়াতেই কুলটিতে তাই রাস্তাঘাট শুনশান। রোদের হাত থেকে বাঁচতে ঘরে আশ্রয় নিচ্ছে মানুষ।
এবার সাতদিন বাজার বন্ধের হুমকি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের শালবনির পিড়াকাটা বাজারে মাওবাদীদের নামে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে পিড়াকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি সাতদিন পিড়াকাটা বাজার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরের একাধিক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যায়।
'জুট কর্পোরেশনের দুর্নীতির কারণেই পাটশিল্প ধ্বংসের মুখে’ অভিযোগ অর্জুন সিংহের
হলদিবাড়ি রোড অঞ্চলে সাড়ে ৪ বছরের শিশুকন্যাকে দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। সোমবার অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ।
যুবকের অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমারকাণ্ড। বেলঘরিয়ার যতীন দাস নগরে নেশামুক্তি কেন্দ্রে ভাঙচুর করেন মৃতের পরিবার ও স্থানীয়রা। নেশামুক্তি কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তাঁরা। ৪ জনকে আটক করেছে পুলিশ।
কাঁথি পুরভোটের CC ক্যামেরার ফুটেজের ফরেন্সিক পরীক্ষার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট
বাঁকুড়ার রাইপুরে পুলিশ ফাঁড়িতে হামলার হুমকি দিয়ে মাওবাদীদের নামে পড়ল পোস্টার। পোস্টারে কিষেণজির মৃত্যুর বদলা চাওয়ার পাশাপাশি, তৃণমূল নেতাদেরও হুমকি দেওয়া হয়। মাওবাদী সমস্যা নিয়ে গতকাল নবান্নে ৪ রাজ্যের বৈঠক হয়।
দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় আজ তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে।
ঠান্ডা মাথায় পরিকল্পনা করে বাড়ি থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে প্রেমিকাকে গলার নলি কেটে খুন করে বাইক চালিয়ে বাড়ি ফিরেছিলেন প্রেমিক। তবে শেষরক্ষা হল না। হলদিয়ায় অজ্ঞাতপরিচয় মহিলাকে খুনের কিনারা করল পুলিশ। গ্রেফতার অভিযুক্ত প্রেমিক। পুলিশের দাবি, খুনের কথা কবুল করেছে অভিযুক্ত।
কাঠফাটা গরম থেকে এখনই মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে
মামলা তুলে নিতে দলবল নিয়ে মহিলার বাড়িতে চড়াও হয়ে গুলি করে খুনের হুমকি। অভিযোগ উঠল সোনারপুরের এক তৃণমূল নেতার বিরুদ্ধে। গোটা ঘটনায় রীতিমতো আতঙ্কে অভিযোগকারিণী। যদিও অভিযুক্তর দাবি তিনি খুনের হুমকি দেননি। তৃণমূল নেতার হুমকি বিতর্কে তীব্র হয়েছে রাজনৈতিক চাপানউতোর।
বিজেপি বিধায়কদের শাস্তি প্রত্যাহার মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অসন্তুষ্ট বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়
৫ থেকে ১২ বছর বয়সীদের জন্য ভ্যাকসিনের জরুরি ভিত্তিতে ব্যবহারে ছাড়পত্র ডিসিজিআই-এর। নেওয়া যাবে করবেভ্যাক্স বা কোভ্যাক্সিন। ১২ উর্ধ্বদের জাইকোভ ডি-তেও অনুমোদন।
ভোটে পরপর ধাক্কার মুখে ফের আন্দোলনের পথে বিজেপি
এসএসসি নিয়োগে দুর্নীতির অভিযোগে বিজেপির বিকাশ ভবন অভিযান ঘিরে ধুন্ধুমার
প্রেক্ষাপট
এবার সাতদিন বাজার বন্ধের হুমকি দিয়ে জঙ্গলমহলে মাওবাদীদের নামে পোস্টার। আজ সকালে পশ্চিম মেদিনীপুরের (West Midnpore) শালবনির পিড়াকাটা বাজারে মাওবাদীদের নামে একাধিক পোস্টার দেখা যায়। পোস্টারে পিড়াকাটা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল (TMC) প্রধান ও উপ প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলার পাশাপাশি সাতদিন পিড়াকাটা বাজার বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। গতকাল বাঁকুড়ার সারেঙ্গা ও রাইপুরের একাধিক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার দেখা যায়।
টানা ৫৭ দিন কলকাতায় (Kolkata) বৃষ্টি নেই। কাঠফাটা গরম থেকে এখনও মিলছে না মুক্তি। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত চলবে তাপপ্রবাহ। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, মালদা ও দক্ষিণ দিনাজপুর - রাজ্যের এই ৮ জেলায় জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। শনি ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ২-১টি জেলায়। সোমবার ভিজতে পারে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। কলকাতায় আজও তীব্র গরম। তাপমাত্রা সামান্য কমলেও বজায় থাকবে অস্বস্তি। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজও তাপপ্রবাহের পরিস্থিতি। দার্জিলিং-সহ কয়েকটি জেলায় বৃষ্টি হবে।
আবাস যোজনা প্রকল্পে কাটমানি নেওয়া, সমবায় সমিতিতে কর্মী নিয়োগে দুর্নীতি-সহ দলের বুথ সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে পার্টি অফিসে তালা ঝোলালেন তৃণমূল কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের দাসপুরের হরিরামপুর এলাকার ঘটনা। গতকাল রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভও দেখান তৃণমূল কর্মীরা। তাঁদের অভিযোগ, হরিরামপুর সমবায় সমিতিতে কর্মী নিয়োগ, আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার নামে কাটমানি-সহ একাধিক দুর্নীতিতে জড়িত দলের বুথ সভাপতি রঞ্জিত বাগ। দলীয় কর্মীদের একাংশের অভিযোগ নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত তৃণমূল নেতা। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, প্রতিক্রিয়া তৃণমূল নেতৃত্বের।
ফের সাগরে নৌকাডুবি। এই নিয়ে চলতি মাসে তিন-তিনবার সাগরে ডুবে গেল পণ্যবাহী নৌকা। স্থানীয় সূত্রে খবর, মেদিনীপুর থেকে বালিবোঝাই নৌকাটি সাগরে যাচ্ছিল। গতকাল সন্ধে নাগাদ সাগর দ্বীপের বেণুবনের কাছে মুড়িগঙ্গা নদীতে উত্তাল ঢেউয়ের কারণে নৌকা ফুটো হয়ে জল ঢুকতে শুরু করে। মাঝি-সহ চার যাত্রী সাহায্যের জন্য চিত্কার শুরু করেন। স্থানীয় মত্স্যজীবীরা গঙ্গাসাগর কোস্টাল থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে মাঝি-সহ চারজনকে উদ্ধার করে।
ফের ঝাড়গ্রামে (Jhargram) হাতির (Elephant) হানায় মৃত্যু হল এক মহিলার। বন দফতরের কর্মীদের ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ সকালে ছোট চাঁদাবিলা গ্রামে এই ঘটনা ঘটে। মৃতের নাম রেখা মাহাতো। স্থানীয় সূত্রে খবর, প্রাতর্ভ্রমণের সময় দাঁতালের সামনে পড়ে যান বছর পঁয়তাল্লিশের মহিলা। হাতিটি তাঁকে পিষে মারে। এরপরই উত্তেজনা ছড়ায়। গ্রামবাসীদের অভিযোগ, দিনকয়েক ধরে এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতি। বন দফতরকে জানানো সত্ত্বেও তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। এই নিয়ে ক্ষোভ জানান গ্রামবাসীরা। পরে পুলিশ ও বন দফতরের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -