WB News Live: 'মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য বাংলা...বিজেপির মুখে মহিলাদের সম্মানের কথা মানায় না', আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

West Bengal Live News: জেলা থেকে রাজ্য, রইল সবকোণার সব খবর একঝলকে।

ABP Ananda Last Updated: 07 Mar 2024 11:28 PM
WB News Live Update:দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। নাম, ‘মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’

ভোটদানে তরুণদের অংশগ্রহণ বাড়াতে এবং ভোটদানের গুরুত্ব বোঝাতে উদ্যোগ। দেশজুড়ে শুরু হয়েছে বিশেষ কর্মসূচি। নাম, ‘মেরা পহেলা ভোট দেশ কে লিয়ে’। এই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছেন কেন্দ্রীয় তথ্য় সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। পরে সেটি শেয়ার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

WB News Live:'জেলে যাওয়ার চেয়ে তৃণমূলে যাওয়া ভাল', মামলার চাপেই মুকুটের দলত্যাগ, দাবি শুভেন্দুর 

'জেলে যাওয়ার চেয়ে তৃণমূলে যাওয়া ভাল', মামলার চাপেই মুকুটের দলত্যাগ, দাবি শুভেন্দুর 

WB News Live Update:লোকসভা ভোটের আগে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করল বৈষ্ণবনগর থানার পুলিশ

লোকসভা ভোটের আগে দুই অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করলো বৈষ্ণবনগর থানার পুলিশ।১৮ মাইল এলাকা থেকে গ্রেফতার করে বৈষ্ণবনগর থানা পুলিশের একটি বিশেষ দল।ধৃতদের আদালতে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

WB News Live:একের পাল্টা এক, তাপসের পাল্টা মুকুট! তাপসের পাল্টা তৃণমূলে বিজেপির মুকুট!

একের পাল্টা এক, তাপসের পাল্টা মুকুট! তাপসের পাল্টা তৃণমূলে বিজেপির মুকুট!

WB News Live Update:ইডির উপরে হামলা, এবার বনগাঁয় সিবিআই

ইডির উপরে হামলা, এবার বনগাঁয় সিবিআই। রেশন দুর্নীতিতে শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সময় হামলা। ইডির উপর হামলার তদন্তে বনগাঁতেও গেল সিবিআই। রেশন দুর্নীতিতে ধৃত বনগাঁ প্রাক্তন পুরপ্রধান তৃণমূল নেতা শঙ্কর আঢ্য। 

WB News Live:হিংসুটে বিজেপি-সিপিএম-কংগ্রেস, কেউটের থেকেও ভয়ঙ্কর', চাকরি দিলেই মামলা করার জন্য বসে আছে, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

নিয়োগ দুর্নীতি নিয়ে মামলা, মমতার নিশানায় বাম-কংগ্রেস-বিজেপি। 'বাংলার ছেলে-মেয়েদের জন্য ৫ লক্ষ চাকরি তৈরি আছে। হিংসুটে বিজেপি-সিপিএম-কংগ্রেস, কেউটের থেকেও ভয়ঙ্কর', চাকরি দিলেই মামলা করার জন্য বসে আছে, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 

WB News Live Update:বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাড়ি থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দলীয় দফতরে নিয়ে গেলেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা। সল্টলেকে দলীয় দফতরে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ।

WB News Live:'মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য বাংলা...বিজেপির মুখে মহিলাদের সম্মানের কথা মানায় না', আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

'মহিলাদের জন্য নিরাপদতম রাজ্য বাংলা। বিহার-উত্তরপ্রদেশ-রাজস্থানে বিচার হয় না। হাথরস, মণিপুর যখন জ্বলছিল, তখন কোথায় ছিলেন পিন্টুবাবু?', বিজেপির মুখে মহিলাদের সম্মানের কথা মানায় না, আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live:সন্দেশখালি যাওয়ার পথে লকেটদের বাধা, প্রায় ৫ ঘণ্টা পরে মুক্তি

সন্দেশখালি যাওয়ার পথে লকেটদের বাধা, প্রায় ৫ ঘণ্টা পরে মুক্তি। ১৪৪ ধারার কারণ দেখিয়ে নিউটাউনেই ফের পুলিশের বাধা। বাধা পেয়ে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, টেনে হিঁচড়ে তুলল পুলিশ। 
প্রতিবাদে নিউটাউন থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। প্রায় ৫ ঘণ্টা থানায় আটকে রাখার পরে ছাড়া হল লকেট, অগ্নিমিত্রাদের

WB News Live:সন্দেশখালি যাওয়ার পথে লকেটদের বাধা, প্রায় ৫ ঘণ্টা পরে মুক্তি

সন্দেশখালি যাওয়ার পথে লকেটদের বাধা, প্রায় ৫ ঘণ্টা পরে মুক্তি। ১৪৪ ধারার কারণ দেখিয়ে নিউটাউনেই ফের পুলিশের বাধা। বাধা পেয়ে বিজেপির মহিলা মোর্চার বিক্ষোভ, টেনে হিঁচড়ে তুলল পুলিশ। 
প্রতিবাদে নিউটাউন থানার সামনে বিক্ষোভ বিজেপির মহিলা মোর্চার। প্রায় ৫ ঘণ্টা থানায় আটকে রাখার পরে ছাড়া হল লকেট, অগ্নিমিত্রাদের

WB News Live Update:ইডির উপর হামলার তদন্তে বনগাঁতেও গেল সিবিআই

ইডির উপরে হামলা, এবার বনগাঁয় সিবিআই। রেশন দুর্নীতিতে শঙ্কর আঢ্যকে গ্রেফতারির সময় হামলা, ইডির উপর হামলার তদন্তে বনগাঁতেও গেল সিবিআই। 

WB News Live:ব্রিগেডে জন গর্জন সমাবেশ। প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন অভিষেক। 

ভোটের আগে রবিবার তৃণমূলের শক্তিপ্রদর্শন। ব্রিগেডে জন গর্জন সমাবেশ। প্রস্তুতি খতিয়ে দেখতে গেলেন অভিষেক। 

WB News Live Update:শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে সিবিআই

শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে সিবিআই

WB News Live:'লোকসভা ভোটের ঠিক আগেই সিএএ কার্যকর হবে', ফের দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

'লোকসভা ভোটের ঠিক আগেই সিএএ কার্যকর হবে', ফের দাবি কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

WB News Live Update:অধীর চৌধুরীকে হাইকোর্টের রক্ষাকবচ

অধীর চৌধুরীকে হাইকোর্টের রক্ষাকবচ। প্রদেশ কংগ্রেস সভাপতির বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ। চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে নিতে হবে হাইকোর্টের অনুমতি

WB News Live: 'যদি কোনও কিছু ঘটে থাকে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, তৃণমূল নেতাদের গ্রেফতার করতে কার্পণ্য করি না', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

'সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে। যদি কোনও কিছু ঘটে থাকে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, তৃণমূল নেতাদের গ্রেফতার করতে কার্পণ্য করি না', বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

WB News Live Update:বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিচারপতি পদে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বাড়ি থেকে অবসরপ্রাপ্ত বিচারপতিকে দলীয় দফতরে নিয়ে গেলেন অগ্নিমিত্রা পাল, সজল ঘোষরা

WB News Live:'সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে', সভায় হুঙ্কার মুখ্যমন্ত্রীর

'সন্দেশখালি নিয়ে অনেকে ভুয়ো সন্দেশ দিয়েছে। যদি কোনও কিছু ঘটে থাকে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিই, তৃণমূল নেতাদের গ্রেফতার করতে কার্পণ্য করি না। বিজেপির কাজ একটাই তৃণমূল নেতাদের বিরুদ্ধে মামলা কর। কেন বদনাম করা হচ্ছে ?'

WB News Live Update:সন্দেশখালির পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে।

সন্দেশখালির পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে। নিউটাউনের হাতিশালায় বাধা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রদের

WB News Live: তৃণমূলের মিছিলে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী

নারী দিবস উপলক্ষ্যে পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের মিছিলে বিজেপি বিধায়ক মুকুটমণি অধিকারী।

Mamata Banerjee: কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল তৃণমূল নেত্রীর, সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্য়ায়

আন্তর্জাতিক নারী দিবসের আগের দিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়, সঙ্গী অভিষেক। কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তৃণমূল নেত্রী। কলেজ স্কোয়ারে পৌঁছলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দ সিনেমা, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে শেষ হবে মিছিল। মিছিল শেষে সভা করবেন মুখ্যমন্ত্রী। তৃণমূলের মিছিলের জন্য ৫টি রাস্তা বন্ধ রেখেছে পুলিশ।

WB News Live: পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার ২ বিজেপি কর্মী

জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক সেরে ফেরার পথে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগে গ্রেফতার হলেন ২ বিজেপি কর্মী। তল্লাশির নাম করে এক বিজেপি কর্মীর বাড়ি লন্ডভন্ড করে দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। ঘটনার সূত্রপাত গতকাল রাতে। নন্দীগ্রামের মহেশপুরে জনগর্জন সভার প্রস্তুতি বৈঠক সেরে টোটোয় চড়ে বাড়ি ফিরছিলেন তৃণমূল কর্মীরা।অভিযোগ, বাঁশ-লাঠি নিয়ে তাঁদের ওপর হামলা চালায় বিজেপির লোকজন। আহত হন তৃণমূল নেতা, কর্মীরা। প্রতিবাদে গতকাল রাতে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করেন শাসকদলের কর্মী, সমর্থকরা। পরে নন্দীগ্রাম থানার IC-র আশ্বাসে অবরোধ ওঠে। 

Sandeshkhali Incident: সন্দেশখালির পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে

সন্দেশখালির পথে বাধা বিজেপি মহিলা মোর্চাকে। নিউটাউনের হাতিশালায় বাধা লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ভারতী ঘোষ, ফাল্গুনী পাত্রদের
আন্তর্জাতিক নারী দিবসের আগে সন্দেশখালির মহিলাদের সম্মান জানাতেই কর্মসূচির ঘোষণা করে বিজেপি

Sandeshkhali Update: সন্দেশখালিতে সিবিআই, সংগ্রহ করল মামলার নথি

শেখ শাহজাহানকে হেফাজতে নিয়েই সন্দেশখালিতে সিবিআই। বসিরহাট থানায় গিয়ে পুলিশের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলার নথি সংগ্রহ করল সিবিআই। নিজাম প্যালেসে সিবিআই দফতরে এলেন ইডি-র ডেপুটি ডিরেক্টর। ইডি-র উপর হামলাকাণ্ডে অভিযোগকারী ছিলেন এই ডেপুটি ডিরেক্টর।
তদন্তে উঠে আসা তথ্য নিজেদের মধ্যে আদানপ্রদান করছে সিবিআই, ইডি। শেখ শাহজাহানের ফোনের কল ডিটেলস রেকর্ড খতিয়ে দেখা হচ্ছে, খবর সূত্রের। হামলার পর কার সঙ্গে কথা বলেছিলেন শেখ শাহজাহান? সেই বিষয়ে বহু গুরুত্বপর্ণ তথ্য সিডিআরে মিলতে পারে বলে ধারণা তদন্তকারীদের।

Abhijit Gangopadhyay: বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগ দিয়েই বাংলা থেকে তৃণমূল সরকারকে উৎখাতের ডাক দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: বিজেপিতে যোগ দিয়েই ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় তৃণমূল

বিজেপিতে যোগ দিয়েই ফের অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নিশানায় তৃণমূল। শাসক দল তৃণমূলকে কড়া বার্তা তাঁর। রাজ্যের শাসন ক্ষমতা থেকে সরানোর ডাক।

Abhijit Gangopadhyay Joins BJP: বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগ দিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

Abhijit Gangopadhyay: বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

বিজেপিতে যোগদানের জন্য বাড়ি থেকে বেরোলেন অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

West Bengal News Live: ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী বাছাইয়ের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী বাছাইয়ের আগে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার অর্জুন সিং-কে টিকিট না দেওয়ার দাবিতে জগদ্দল ও বীজপুরের বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর নেতৃত্বে চলল সই সংগ্রহ অভিযান। জগদ্দলের মামুদপুরের পর পানপুরেও জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতার বিরোধিতায় সরব হলেন দলীয় নেতৃত্বের একাংশ। উপস্থিত ছিলেন টিটাগড় ও কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান, কাউন্সিলর, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। দলের তরফে সই সংগ্রহ করে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, জানিয়েছেন সোমনাথ শ্যাম। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি অর্জুন সিং। 

West Bengal News Live: ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী বাছাইয়ের আগে ফের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীকোন্দল

ব্যারাকপুর লোকসভা আসনে প্রার্থী বাছাইয়ের আগে ফের প্রকাশ্যে এল বিজেপির গোষ্ঠীকোন্দল। এবার অর্জুন সিং-কে টিকিট না দেওয়ার দাবিতে জগদ্দল ও বীজপুরের বিধায়ক সোমনাথ শ্যাম ও সুবোধ অধিকারীর নেতৃত্বে চলল সই সংগ্রহ অভিযান। জগদ্দলের মামুদপুরের পর পানপুরেও জনগর্জন সভার প্রস্তুতি বৈঠকে ব্যারাকপুরের সাংসদ ও তৃণমূল নেতার বিরোধিতায় সরব হলেন দলীয় নেতৃত্বের একাংশ। উপস্থিত ছিলেন টিটাগড় ও কাঁচরাপাড়া পুরসভার পুরপ্রধান, কাউন্সিলর, পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা। দলের তরফে সই সংগ্রহ করে চিঠি পাঠানো হয়েছে মুখ্যমন্ত্রীকে, জানিয়েছেন সোমনাথ শ্যাম। এই নিয়ে প্রতিক্রিয়া দিতে চাননি অর্জুন সিং। 

Suvendu Adhikari: 'বাঘ এখন নেংটি ইঁদুর', শাহজাহানকে কটাক্ষ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শুভেন্দুর

CBI হেফাজতে যেতেই মেজাজ উধাও শেখ শাহজাহানের। বাঘ এখন নেংটি ইঁদুর, কটাক্ষ করে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। ২৯ ফেব্রুয়ারি আদালত চত্বরে শেখ শাহাজাহানের মেজাজ ও গতকাল CBI হেফাজতের ভিডিও পোস্ট করে কটাক্ষ করেন বিরোধী দলনেতা। 

West Bengal News Live: আজ সন্দেশখালি যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্ররা

আজ সন্দেশখালি যাচ্ছেন লকেট চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পাল, ফাল্গুনী পাত্ররা। আন্তর্জাতিক নারী দিবসের আগে সন্দেশখালির মহিলাদের সম্মান জানাতেই এই কর্মসূচি বলে দাবি করেছে বিজেপি মহিলা মোর্চা। এর আগে ২৩ ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে ভোজেরহাটে আটক করা হয় বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে। বাধা দেওয়া হয় বিজেপি মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী ফাল্গুনী পাত্রকে। একাধিকবার সন্দেশখালি যাওয়ার পথে আটকানো হয়েছে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক ও আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালকে। 

WB News Live: রাজ্যে ফের আক্রান্ত পুলিশ, নামখানায় পুলিশকে তাড়া

রাজ্যে ফের আক্রান্ত হল পুলিশ। দক্ষিণ ২৪ পরগনার নামখানায় পুলিশকে তাড়া, এমনকী টানা-হেঁচড়াও করলেন গ্রামবাসীরা। দুপুর থেকে রাত, পুলিশকে ঘেরাও করে চলল বিক্ষোভ। নামখানার পাতিবুনিয়া গ্রামের ঘটনা। এই গ্রামের বাসিন্দা পরিযায়ী শ্রমিক সান্টু পাত্রর দিনকয়েক আগে গুজরাতের সুরাতে মৃত্যু হয়। গতকাল গ্রামে ফেরে কফিনবন্দি দেহ। এরপরই শ্রমিক-ঠিকাদার শেখ সালেহানের বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। চলে ভাঙচুর। খবর পেয়ে গ্রামে যায় নামখানা ও ফ্রেজারগঞ্জ থানার পুলিশ। এরপর পুলিশকে ঘিরে ধরে শুরু হয় বিক্ষোভ। দেহের দ্বিতীয়বার ময়নাতদন্ত ও শ্রমিক-ঠিকাদারের বিরুদ্ধে থানায় FIR দায়েরের দাবি পুলিশ মেনে নেওয়ায় পরিস্থিতি স্বাভাবিক হয়। অভিযুক্ত ঠিকাদারের খোঁজ চলছে। 

West Bengal News Live: লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা

লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে এক পুলিশ কর্মী জখম হন। এরপর গতকাল রাতভর তল্লাশি চালিয়ে লাভপুরের হাতিয়া গ্রাম থেকে ২টি ওয়ান শটার, ২টি  মাস্কেট, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে লাভপুর থানার পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে কারিগর এনে এখানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল বিকেলে তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। লাভপুর থানার এক পুলিশ কর্মীর পায়ে গুলি লাগে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

West Bengal News Live: লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা

লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে এক পুলিশ কর্মী জখম হন। এরপর গতকাল রাতভর তল্লাশি চালিয়ে লাভপুরের হাতিয়া গ্রাম থেকে ২টি ওয়ান শটার, ২টি  মাস্কেট, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে লাভপুর থানার পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে কারিগর এনে এখানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল বিকেলে তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। লাভপুর থানার এক পুলিশ কর্মীর পায়ে গুলি লাগে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

West Bengal News Live: লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা

লোকসভা ভোটের আগে বীরভূমের লাভপুরে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। বোমার আঘাতে এক পুলিশ কর্মী জখম হন। এরপর গতকাল রাতভর তল্লাশি চালিয়ে লাভপুরের হাতিয়া গ্রাম থেকে ২টি ওয়ান শটার, ২টি  মাস্কেট, ১০ রাউন্ড গুলি এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে লাভপুর থানার পুলিশ। পুলিশের ওপর হামলার ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের দাবি, বিহার থেকে কারিগর এনে এখানে আগ্নেয়াস্ত্র তৈরি করা হচ্ছিল। খবর পেয়ে গতকাল বিকেলে তল্লাশিতে গেলে পুলিশকে লক্ষ্য করে পরপর বোমা ছোড়ে দুষ্কৃতীরা। লাভপুর থানার এক পুলিশ কর্মীর পায়ে গুলি লাগে। তাঁকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

Higher Secondary Exam: এবার থেকে দু'বারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অনুমোদন রাজ্যের

এবার থেকে দু'বারে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা (HS Exam Rule)। প্রথমটি নভেম্বরে, দ্বিতীয়টি মার্চে। দুটি সিমেস্টারে উচ্চ মাধ্যমিকের প্রস্তাবে অনুমোদন দিল রাজ্য সরকার।

Mamata Banerjee: আন্তর্জাতিক নারী দিবসের আগের দিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়

আগামীকাল শিবরাত্রি। তাই আন্তর্জাতিক নারী দিবসের আগের দিনই পথে নামছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলের আয়োজন করা হয়েছে। মিছিলের স্লোগান, ‘নারীদের অধিকার, আমাদের অঙ্গীকার’। দুপুর ২টোয় কলেজ স্কোয়ার থেকে শুরু হবে মিছিল। হিন্দ সিনেমা, এস এন ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিংয়ে গিয়ে মিছিল শেষ হবে। মিছিল শেষে সেখানে সভা করবেন মুখ্যমন্ত্রী। গোড়া থেকেই তৃণমূলের ভোটব্যাঙ্ক মহিলা ভোটাররা। তাই লোকসভা ভোটের আগে নারী দিবসের মিছিল থেকে মহিলাদের পাশে থাকার বার্তা দিতে চান মুখ্যমন্ত্রী। অন্যদিকে, আজ মমতার সঙ্গে হাঁটবেন অভিষেকও। ভোটের আগে যা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। 

WB News Live: লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিদ্রোহী আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ জন বার্লা

লোকসভা ভোটের টিকিট না পেয়ে বিদ্রোহী আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ জন বার্লা। তাঁর অভিযোগ, জেলা সভাপতি ও বিধায়ক মনোজ টিগ্গা কলকাঠি নাড়ার জন্যই তাঁর নাম বাদ পড়েছে। পরিস্থিতি এমন যে, মাদারিহাটে রেলের অনুষ্ঠানে গিয়ে সবার সামনেই তিনি মনোজ টিগ্গার সমালোচনা করেন। ভোটে সমর্থন করবেন না বলেও জানিয়ে দেন! যদিও মনোজ টিগ্গার বক্তব্য, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বই । 

Sheikh Shajahan: সিবিআইয়ের হাতে শেখ শাহজাহানকে তুলে দিতে টালবাহানার অভিযোগ রাজ্যের বিরুদ্ধে

সন্দেশখালির দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে গ্রেফতার করা নিয়ে, টালবাহানার গুরুতর অভিযোগ উঠেছে রাজ্য পুলিশের বিরুদ্ধে। শেখ শাহজাহান কী এমন জানেন যে কেন্দ্রীয় গোয়েন্দাদের হাতে তাঁকে তুলে দিতে রাজ্য় পুলিশের এত অনীহা? কী কারণে এই গড়িমসি? শাহজাহান মুখ খুললে কার বিপদ? প্রশ্ন বিরোধীদের। পাল্টা, সিবিআইয়ের দক্ষতা নিয়েই প্রশ্ন তুলেছে তৃণমূল।

WB News Live: বিজেপিতে যোগ দিয়েই সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে সুর চড়ালেন তাপস রায়

'অরাজক পরিস্থিতি বাংলায়। শেখ শাহজাহান, শিবু হাজরাদের সরকার চলছে!' বিজেপিতে যোগ দিয়েই সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধে এই অভিযোগে সুর চড়ালেন তাপস রায়। বুধবার বিকেলে শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদারদের হাত ধরে তাপস রায় যোগ দেন বিজেপিতে। 'ইডির ভয়ে, কোনও কিছুর লোভে, তৃণমূলের পিঠে ছুরি মেরেছেন!' তাপস রায়কে পাল্টা নিশানা তৃণমূল সাংসদ শান্তনু সেনের।

Sheikh Shajahan CBI Custody: কোর্টে রাজ্যের ধাক্কা, অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান

কোর্টে রাজ্যের ধাক্কা, অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। কোর্টের ডেডলাইনেরও ২৬ ঘণ্টা পরে শেখ শাহজাহানের হস্তান্তর। ভবানী ভবন থেকে জোকা ইএসআই হয়ে নিজাম প্যালেসে শেখ শাহজাহান। জোকা ইএসআই থেকে বেরোতেই 'চোর চোর' স্লোগান বিজেপির। স্বাস্থ্য পরীক্ষা শেষে
রাত ৯টা ২৪ মিনিটে শেখ শাহজাহানকে নিজাম প্যালেসে আনে সিবিআই। 

Abhijit Gangopadhyay: বিচারপতি পদে ইস্তফার পর আজ বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়

 এজলাস ছেড়ে এবার রাজনীতির ময়দানে। বিচারপতি পদে ইস্তফার পর আজ বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

প্রেক্ষাপট

Sheikh Shajahan: অবশেষে শেখ শাহজাহানকে হেফাজতে পেল সিবিআই। দেব না দেব না করেও হস্তান্তর করতেই হল রাজ্যকে। আদালতের নির্দেশে কেন্দ্রীয় এজেন্সির কব্জায় সন্দেশখালির ত্রাস। 


Sheikh Shajahan Body Language: গ্রেফতারির পরে পুলিশ হেফাজতে ঔদ্ধত্য, বদলে গেল ৬দিনেই! সিবিআই হেফাজতে যেতেই ইশারা উধাও!কোর্টের ডেডলাইনেরও ২৬ ঘণ্টা পরে অবশেষে সিবিআইয়ের হাতে শেখ শাহজাহান। জোকা ইএসআই থেকে বেরোতেই বিজেপির চোর চোর স্লোগান। 


CBI on Sheikh Shajahan: কী লুকোতে, কার নির্দেশে ৫ জানুয়ারি ইডির উপরে হামলা? কার প্রশ্রয়ে, কোথায় ছিলেন ৫৫দিন? শেখ শাহজাহানের কাছে জানতে চাইবে সিবিআই। 


ED on CID: শেখ শাহজাহানের হস্তান্তর ঘিরে দীর্ঘ টালবাহানা। হাইকোর্টের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হস্তান্তর না করায় সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার মামলা ইডির। 


Supreme Court on Sandeshkhali: সন্দেশখালি ও শেখ শাহজাহান গ্রেফতারি মামলায় গতকালের পর আজও রাজ্যের দ্রুত শুনানির আর্জি শুনল না সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ। প্রধান বিচারপতির বেঞ্চে যাওয়ার পরামর্শ। সন্দেশখালিতে আক্রান্ত ইডি, জোড়া এফআইআর সিবিআইয়ের। একটি শেখ শাহজাহানের বিরুদ্ধে। বনগাঁর শঙ্করের গ্রেফতারির সময় হামলাতেও এফআইআর।


PM Modi on TMC: বারাসাতের সভা থেকে সন্দেশখালিকাণ্ড নিয়ে তৃণমূলকে আক্রমণ মোদির। 'মহিলাদের এই আক্রোশ শুধু সন্দেশখালিতে নয়, সারা বাংলায় ঝড় উঠবে, তৃণমূলকে পরাস্ত করতে বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে', তোপ মোদির


BJP vs TMC: সন্দেশখালিতে পাপ করেছে তৃণমূল। লজ্জায় দেশের মাথা হেঁট হয়ে গেছে। বারাসাতের সভায় আক্রমণ মোদির। মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের প্রসঙ্গ টেনে পাল্টা তৃণমূল। 


Sandeshkhali Incident: কীভাবে অত্যাচার করত শেখ শাহজাহান বাহিনী? বারাসাতের সভার পর সন্দেশখালির মহিলাদের নালিশ শুনলেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার আশ্বাস।


Tapas Roy Joins BJP: ভোটের আগে ব্রিগেডের মুখে বড় ধাক্কা তৃণমূলে। বিজেপিতে তাপস রায়। জোড়াফুলের সঙ্গে তেইশ বছরের সম্পর্ক ছিন্ন করে পদ্ম শিবিরে বরানগরের বিধায়ক। 


Abhijit Gangopadhyay: এজলাস ছেড়ে এবার রাজনীতির ময়দানে। বিচারপতি পদে ইস্তফার পর আজ বিজেপিতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। 


Mamata Banerjee:  নারী দিবস উপলক্ষে পথে মমতা। আজ কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল। পাল্টা সন্দেশখালি যাচ্ছেন লকেট-অগ্নিমিত্রারা। 


PM Modi innaugurates Underwater Metro: মেট্রো উদ্বোধন প্রধানমন্ত্রীর। ৪০ বছরে ২৮ কিমি। বিজেপি জমানায় ৩১ কিমি সম্প্রসারিত হয়েছে মেট্রো রেল। বাংলার পরিকাঠামো উন্নয়ন হয়েছে বিজেপি আমলেই। বারাসতে দাবি প্রধানমন্ত্রীর। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.