West Bengal News LIVE: ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস ! হলুদ সতর্কতা কয়েকটি জেলায়
West Bengal News LIVE Update : রাজ্য তথা দেশের সব খবরের লাইভ আপডেট দেখতে ক্লিক করুন...

Background
কলকাতা: বামেদের পর বাংলায় ক্ষতি করছে তৃণমূল। মহান বাংলা এখন দুরাচারের কেন্দ্র। ছাব্বিশে বিজেপি সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় শেষ। হুঙ্কার শাহর। বঙ্গে অমিত শাহ। সস্ত্রীক জামাইষষ্ঠীতে দিলীপ ঘোষ। নেই শাহের কোনও কর্মসূচিতে। ডেডলাইন পার, এখনও হাজিরা দিলেন না কেষ্ট। অনুব্রত অসুস্থ, বাড়িতে শুয়ে। এসডিপিও অফিসে এসে জানাল কেষ্ট-ঘনিষ্ঠ তৃণমূল নেতা। পাকিস্তানের পর্দাফাঁসে বিদেশে ভারতীয় প্রতিনিধিরা। দেশের স্বার্থে সব সময় কেন্দ্রের পাশে। কুয়ালালামপুরে বার্তা অভিষেকের। পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ। শহরে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ পেল NIA। টানা ভারী বৃষ্টির দোসর ধস। বিপর্যস্ত উত্তরপূর্ব ভারত। অরুণাচল, সিকিম, অসম-সহ ৬ রাজ্যে ক্ষয়ক্ষতি। উত্তর পূর্বের দুর্যোগে শঙ্কা বাড়ছে উত্তরবঙ্গে। ৫ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণে বাড়বে গরম, অস্বস্তি।
NIA : শহরে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ পেল NIA
পাক গুপ্তচর চক্রে কলকাতার যোগ। শহরে প্রচুর সন্দেহজনক লেনদেনের হদিশ পেল NIA। ২০২৪ থেকে দফায় দফায় ঢুকেছে টাকা এসেছে। ঘুরপথে অন্য় অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার। খবর NIA সূ্ত্রে।
Amit Shah On CFSL: রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করলেন অমিত শাহ
অপরাধীদের থেকে ২ পা এগিয়ে থাকতে হবে। এবং অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে উপযুক্ত তথ্য-প্রমাণের সাহায্যে বিচার প্রক্রিয়াকে দ্রুত করতে হবে। গরিব মানুষদের আইনের ওপর আস্থা তৈরি করা ও অল্প সময়ের মধ্যে ন্যায় বিচার পাইয়ে দেওয়াই আমাদের দায়িত্ব। রাজারহাটে CFSL-এর নতুন ভবনের উদ্বোধন করে বার্তা দিলেন অমিত শাহ।






















