WB News LIVE Blog: সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন আজকের সমস্ত গুরুত্বপূর্ণ খবরের আপডেট

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 05 Oct 2022 05:52 AM
WB Live Update: আজ বিচ্ছেদের বিজয়া, বাপের বাড়ি থেকে কৈলাস পাড়ি দেবেন উমা

আজ বিচ্ছেদের বিজয়া। বাপের বাড়ি থেকে আজই যাত্রা উমার। দেবী বাপের বাড়ির ছুটি কাটিয়ে পাড়ি দেবেন কৈলাসে৷ আনন্দে উচ্ছ্বাসে মিশেছে বিষণ্ণতার সুর৷ সকাল থেকে মন্ডপে মন্ডপে দেবী বরণের প্রস্তুতি৷ সকালে হবে ঘট বিসর্জন। এরপর সিঁদুরখেলা। তারপর গঙ্গার ঘাটে মা-কে বিদায় জানানোর পালা। কোলাকুলিতে হবে শুভেচ্ছা বিনিময়, মিষ্টিমুখ৷ হাসি মুখে মাকে বিদায় জানিয়ে আরও একটা বছরের অপেক্ষা৷

WB Live News: বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা কি এবার সংসদে? সুদীপের জায়গায় লকেট

বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা কি এবার সংসদে? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন লকেট চট্টোপাধ্যায়।
বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদ না পাওয়ায় পাল্টা চাল বিজেপির? খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। মঙ্গলবারই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে। প্রথা ভেঙে সম্প্রতি পিএসি-র চেয়ারম্যান পদ দেওয়া হয়নি বিজেপিকে। তাই কি পাল্টা স্ট্যান্ডিং কমিটির মাথা থেকে সরানো হল সুদীপকে? প্রশ্ন রাজনৈতিক মহলের।

WB News Live Updates: সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে

বিধানসভায় পাবলিক অ্যাকাউন্টস কমিটির পাল্টা কি এবার সংসদে? সংসদের স্ট্যান্ডিং কমিটির মাথায় বসানো হল লকেট চট্টোপাধ্যায়কে। সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জায়গায় এলেন লকেট চট্টোপাধ্যায়। খাদ্য ও উপভোক্তা সংসদীয় কমিটির মাথায় বসলেন লকেট। আজকেই সংসদীয় কমিটিগুলি পুনর্গঠিত করা হয়েছে। কোনও কমিটির চেয়ারম্যান পদ পায়নি তৃণমূল। 

West Bengal News Live: নবমীর রাতে সুরুচি সঙ্ঘে পুজোয় খোস মেজাজে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম

নবমীর রাতে সুরুচি সঙ্ঘে পুজোয় খোস মেজাজে রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম। নবমীতে ঢাক বাজালেন জুন মালিয়া ও নুসরত জাহান। ধুনুচি নিয়ে নাচলেন তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদারও। নবমীতে চণ্ডীপাঠ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: নবমীতে বিভিন্ন পুজো মণ্ডপে চলছে সন্ধ্যারতি

সুরুচি সঙ্ঘ থেকে ম্যাডক্স স্কোয়ার। শোভাবাজার থেকে বাগবাজার। নবমীতে বিভিন্ন ক্লাব থেকে উঠে এল সন্ধ্যারতির ছবি।

West Bengal News Live: হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোয় দুর্ঘটনা

হলদিয়া দুর্গোৎসব কমিটির পুজোয় দুর্ঘটনা। ভিড়ের চাপে ভাঙল মণ্ডপে ঢোকার অস্থায়ী সিঁড়ি। দুর্ঘটনায় আহত কয়েক জন দর্শনার্থী। ভিড় সামলাতে বন্ধ করা হল মূল প্রবেশ দ্বার। 

WB News Live Updates: আন্দোলনকারী SSC চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা শুভেন্দুর

আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীদের পাশে দাঁড়িয়ে, নিয়োগ দুর্নীতি নিয়ে ফের তৃণমূল সরকারকে নিশানা করলেন শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করানোর আশ্বাসও দিলেন। ধর্নামঞ্চে গিয়ে রাজনীতি করছে বিজেপি। পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল। 

West Bengal News Live: মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৪০০ বছরেরও বেশি পুরনো পুজো ঘিরে নানা কাহিনি রয়েছে

দেবী এখানে পেটকাটি দুর্গা। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে ৪০০ বছরেরও বেশি পুরনো পুজো ঘিরে নানা কাহিনি রয়েছে। ঐতিহ্যের টানে আজও এখানে কাতারে কাতারে দর্শনার্থী হাজির হন। 

WB News Live Updates: দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো যোধপুর পার্ক ৯৫ পল্লি

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা পুজো যোধপুর পার্ক ৯৫ পল্লি। নবমীর সন্ধে সেখানে উপচে পড়ল ভিড়। 

West Bengal News Live: সল্টলেক EZCC-র পুজোয় ঢাক বাজালেন মহিলা মোর্চার কর্মীরা

সল্টলেক ইজেডসিসির পুজোয় ঢাক বাজালেন মহিলা মোর্চার কর্মীরা। আর সেই ঢাকের বোলে নাচতে দেখা গেল বিজেপি কর্মীদের।

WB News Live Updates: শ্রীরামপুরে পাড়ার মণ্ডপে চণ্ডীপাঠ তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের

নবমীর দিন শ্রীরামপুরে পাড়ার মণ্ডপে চণ্ডীপাঠ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। করলেন মায়ের পুজোও।

West Bengal News Live: পুজোর কয়েকদিন রাজনীতির ব্যস্ততা ভুলে আনন্দে মেতে উঠলেন রাজনীতিকরা

চেনা মানুষ অচেনা ভূমিকায়। পুজোর কদিন রাজনীতির ব্যস্ততা ভুলে আনন্দে মেতে ওঠা। অষ্টমীর সন্ধেয় নিজের এলাকায় বসিরহাট বদরতলা মিলন সঙ্ঘের পুজো মণ্ডপে ঢাক বাজালেন নুসরত জাহান।

WB News Live Updates: মল্লিকবাড়িতে ধুমধাম করে চলছে নবমীর পুজো

মল্লিকবাড়িতে নবমী। সপরিবারে আনন্দ-উৎসবে মাতলেন কোয়েল মল্লিক।

West Bengal News Live: ব্যারাকপুরের মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দের পুজো এবার ৪৮ বছরে পা দিল

উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের মধ্য নোনা চন্দনপুকুর অধিবাসীবৃন্দের পুজো এবার ৪৮ বছরে পা দিল। এবার এই পুজোর থিম জয়পুরের রাজপ্রাসাদ। 

WB News Live Updates: বাগবাজার সর্বজনীনে নবমীর মেনুতে রয়েছে, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া

বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন। নবমীর মেনুতে রয়েছে, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া। 

West Bengal News Live: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা

নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোর সোয়া ৫টায় পুজো শুরু হয়েছে। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে ২ ঘণ্টা ধরে। দেওয়া হয় চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এর মধ্যেই অঞ্জলি দেওয়া চলবে। এরপর খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। করোনা-আতঙ্ক কাটার পর এবার বেলুড় মঠে ভক্তের ঢল। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে মঠের দরজা। 


 

WB News Live Updates: নবমীর দুপুরেও চেতলা অগ্রণীর মণ্ডপে মানুষের ঢল

রাত পোহালেই দশমী। তাই নবমীর দুপুরেও চেতলা অগ্রণীর মণ্ডপে মানুষের ঢল। অন্যদিকে, রীতি মেনে চলছে যজ্ঞ। পাশাপাশি, রয়েছে ভোগের আয়োজন। 

West Bengal News Live: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় চেনা রাজনীতিকদের পাওয়া গেল অচেনা ভূমিকায়

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় চেনা রাজনীতিকদের পাওয়া গেল অচেনা ভূমিকায়। কেউ বাজালেন ঢাক, বোলের সঙ্গে কেউ আবার মেলালেন পা। উৎসবে রঙিন অভিনেত্রী-রাজনীতিক নুসরত জাহান, জুন মালিয়ারা। পাড়ার পুজোয় চণ্ডীপাঠ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: নবমীর দিন বিভিন্ন জায়গায় বলি প্রথা চালু রয়েছে

নবমীর দিন বিভিন্ন জায়গায় বলি প্রথা চালু রয়েছে। শোভাবাজার রাজবাড়ি, বড়িশার সাবর্ণ রায়চৌধুরী বাড়িতে ফল, চালকুমড়ো বলি দেওয়া হয়। ফল বলি দেওয়া হয় বেলুড় মঠেও। 

West Bengal News Live: বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় চেনা রাজনীতিকদের পাওয়া গেল অচেনা ভূমিকায়

বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজোয় চেনা রাজনীতিকদের পাওয়া গেল অচেনা ভূমিকায়। রাজনীতির ব্যস্ততা ভুলে কেউ বাজালেন ঢাক, বোলের সঙ্গে কেউ আবার পা মেলালেন 

WB News Live Updates: কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সবর হল টলিউড

কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে সবর হল টলিউড। পরিচালকের পাশে দাঁড়ালেন সৃজিত, আবির, চূর্ণি, কৌশিক গঙ্গোপাধ্যায়রা।  

West Bengal News Live:মহানবমীর সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ভবানীপুরের মল্লিকবাড়িতে

মহানবমীর সকাল থেকেই চূড়ান্ত ব্যস্ততা ভবানীপুরের মল্লিকবাড়িতে৷ রয়েছে ভোগের আয়োজন। বাবা রঞ্জিত মল্লিক ও ছেলেকে নিয়ে পুজোর আনন্দে মেতেছেন অভিনেত্রী কোয়েল মল্লিক।  

WB News Live Updates: নবমীর দুপুরেও চেতলা অগ্রণীর মণ্ডপে মানুষের ঢল

রাত পোহালেই দশমী। তাই নবমীর দুপুরেও চেতলা অগ্রণীর মণ্ডপে মানুষের ঢল। অন্যদিকে, রীতি মেনে চলছে যজ্ঞ। পাশাপাশি, রয়েছে ভোগের আয়োজন। 

West Bengal News Live: ৮৮ বছরে পা দিল মুদিয়ালি ক্লাবের পুজো

৮৮ বছরে পা দিল মুদিয়ালি ক্লাবের পুজো। নবমীর দিন এখানে কুমারী পুজোর আয়োজন করা হয়। সাড়ে ৫ বছরের দিয়া মেহতাকে এবারে মাতৃরূপে পুজো করা হচ্ছে। 

WB News Live Updates: বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন

বাগবাজার সর্বজনীনে ভোগের আয়োজন। নবমীর মেনুতে রয়েছে, সাদা ভাত, শুক্তো, অড়হর ডাল, সঙ্গে পোস্তর বড়া। এছাড়াও, মাকে নিবেদন করা হয় পোস্তর তরকারি, চালকুমড়োর ঘণ্ট, কাঁচা তেঁতুলের চাটনি, নানা রকমের মিষ্টি ও পায়েস। মুখশুদ্ধি হিসেবে মাকে দেওয়া হয় পান। 

West Bengal News Live: নবমীর সকালে ডোমজুড়ের সলপে পুড়ে ছাই ৪টি গাড়ি

নবমীর সকালে ডোমজুড়ের সলপে পুড়ে ছাই ৪টি গাড়ি। সকাল পৌনে ১০টা নাগাদ সলপের লালবাড়ির কাছে বন্ধ গ্যারাজে আগুন লাগে। আগুনের গ্রাসে চলে যায় পরপর ৪টি গাড়ি। দমকলের ২টি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও, গোটা গ্যারাজ ভস্মীভূত। গাড়িতে শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিক অনুমান দমকলের।

WB News Live Updates: উত্তর কলকাতার এই পুজো এবার ১০৪ বছরে পা দিয়েছে

উত্তর কলকাতার এই পুজো এবার ১০৪ বছরে পা দিয়েছে। গতকাল রাতভর জনজোয়ারের পর, আজ সকালে নবমীর পুজো দেখতে বাগবাজার সর্বজনীনে মানুষের ঢল। 

West Bengal News Live: নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা

নবমীতে বেলুড় মঠে বিশেষ পূজার্চনা। ভোর সোয়া ৫টায় পুজো শুরু হয়েছে। দুপুরে বিশেষ হোমযজ্ঞ হবে ২ ঘণ্টা ধরে। দেওয়া হয় চালকুমড়ো, শসা, কলা-সহ ফল বলি। এর মধ্যেই অঞ্জলি দেওয়া চলবে। এরপর খিচুড়ি ভোগ বিতরণ করা হবে। করোনা-আতঙ্ক কাটার পর এবার বেলুড় মঠে ভক্তের ঢল। পুজোর ক’দিন সারাদিন খোলা রয়েছে মঠের দরজা। 

WB News Live Updates: অষ্টমীর পর নবমীতেও বৃষ্টি

বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। অষ্টমীর পর নবমীতেও বৃষ্টি। আগামী ২-৩ ঘণ্টায় দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়া, এই ৬ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। পশ্চিম মেদিনীপুরের বেলদায় গতকাল রাত থেকেই মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। রাস্তায় লোকজন কম, পুজোর আনন্দ অনেকটাই মাটি। তবে দক্ষিণবঙ্গে আগামীকালের পর থেকে কমবে বৃষ্টি। অন্যদিকে, বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। উত্তরের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া। আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

West Bengal News Live: আজ মহানবমী, শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে ব্যস্ত উত্সবপ্রিয় বাঙালি

আজ মহানবমী। না পোহায় যেন নবমী নিশি৷ বাংলার ঘরে ঘরে কাতর প্রার্থনা। শেষবেলার আনন্দটুকু চেটেপুটে নিতে ব্যস্ত উত্সবপ্রিয় বাঙালি৷ অন্যদিকে, নবমীর দিন হোমাগ্নিতে দেবীর স্তুতি। বনেদি বাড়িতে প্রথা মেনে নবমীর বিশেষ পুজো হয়। কোথাও হোম, কোথাও হয় ফল বলি। পুজো শুরুর সময় যেমন সঙ্কল্প, তেমনই পুজো শেষের প্রক্রিয়া দক্ষিণান্ত। নানা উপাচারে দেবীর আরাধনা। নবমীতেও কুমারী পুজো হয়। এরই মাঝে বাঙালির প্রাণের উত্সবে বিষাদের সুর। 

WB News Live Updates: বামেদের বইয়ের স্টলে হামলার প্রতিবাদ, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়

বামেদের বইয়ের স্টলে হামলার প্রতিবাদ করতে গিয়ে, অষ্টমীর সন্ধেয় গ্রেফতার হলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়।এর তীব্র নিন্দা করেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় থেকে অভিনেতা কৌশিক সেন। যদিও, এই ঘটনা নিয়ে পাল্টা সুর চড়িয়েছে তৃণমূল। এর মধ্যে রাতে লালবাজার থেকে ছাড়া হয় কমলেশ্বর মুখোপাধ্যায়কে।

প্রেক্ষাপট

সিপিএমের বুক স্টলে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাসবিহারীতে কর্মসূচি চলাকালীন গ্রেফতার পরিচালক কমলেশ্বর। আটক বিকাশরঞ্জন।


বিনা অনুমতিতে কর্মসূচির জন্য গ্রেফতার, পুলিশ সূত্রে খবর। রাতে লালবাজার থেকে ছাড়া হল কমলেশ্বর মুখোপাধ্যায়কে। 


বইয়ে এত ভয়? ট্যুইট পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের। প্রশাসনের নিন্দায় কৌশিক সেন। ভয় পেয়ে আক্রমণ, প্রতিক্রিয়া বিকাশের। 


বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্ত। কলকাতায় হালকা বৃষ্টি। আজ উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস। বইতে পারে ঝোড়ো হাওয়া। বৃষ্টি থামতেই মণ্ডপে দর্শনার্থীরা।


হাতিবাগানে পুজোয় রাজ-শুভশ্রী, আবির। বাড়ির পুজোয় কোয়েল। বড়িশায় সৌরভ। সুরুচিতে সৌরভ, প্রসেনজিৎ, দেব, সোহম, জুন, বনি, কৌশানি। 


নর্থ বম্বের পুজোয় অঞ্জলি দিলেন রানি, কাজল। সামিল তনুজা, জয়া বচ্চন, রণবীর, মৌনী, অয়ন, অনুরাগ। দিল্লির করোলবাগে পুজোয় সামিল বাঙালিরা।


উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম। ঘরে বসেই শহরের পুজো দেখুন নতুন আঙ্গিকে। 


ঘরে বসেই পুজো দেখুন অষ্টমীতে। মাল্টিক্যামে শোভাবাজার রাজবাড়ির নবমীর পুজো। সেরা পুজোর কভারেজ শুধুমাত্র এবিপি আনন্দের পর্দায়। পুজো দেখুন ঘরে বসে

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.