West Bengal News Live:কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর একনজরে

ABP Ananda Last Updated: 01 Dec 2023 11:23 PM
WB News Live Updates: প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় আদালত অবমাননার হুঁশিয়ারি দিতেই, তড়িঘড়ি প্রাথমিকের চাকরিপ্রার্থী পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! শুক্রবার, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেন, পর্ষদ ইচ্ছাকৃতভাবে আদালতের নির্দেশ কার্যকর করেনি। দুপুর ৩টে ২০ মিনিটের সময়সীমা অতিক্রমের আগেই দুপুর ৩টে ১৫ মিনিটে শুরু হল ইন্টারভিউ। 

WB News Live Updates: রেলের ওভার ব্রিজ তৈরির জমি নিয়ে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ সুভাষ সরকারের

রেলের ওভার ব্রিজ তৈরির জমি নিয়ে রাজ্য়ের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ আনলেন বাঁকুড়ার সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকার। রাজ্য়ে ওভার ব্রিজের কাজ কিছুটা ব্য়হত হচ্ছে বলে দাবি করেছেন দক্ষিণ-পূর্ব রেলের জেনারেল ম্য়ানেজারও। নির্দিষ্ট পদ্ধতি মেনেই রেলের কাজ হবে, পাল্টা দাবি করেছেন দমদমের তৃণমূল সাংসদ সৌগত রায়। 

WB News Live Updates: কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী

কল্যাণীতে আক্রান্ত বিজেপি কর্মী, আহতকে দেখতে হাসপাতালে শুভেন্দু অধিকারী
বিজেপি কর্মীকে ধারালো অস্ত্রের কোপ দুষ্কৃতীদের
আশঙ্কাজনক অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি বিজেপি কর্মী মিহির বিশ্বাস
ঘটনাস্থলে স্থানীয়দের হাতে পাকড়াও দুই অভিযুক্ত
২ জনকে মারধর স্থানীয় বাসিন্দাদের, পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে
হামলাকারীরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী, দাবি শুভেন্দু অধিকারীর
বিজেপি কর্মীর ওপর হামলার প্রতিবাদে মঙ্গলবার কল্যাণীতে ধিক্কার মিছিলের ডাক শুভেন্দুর 

WB News Live Updates: দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ডালখোলা

দুর্ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র উত্তর দিনাজপুরের ডালখোলা। সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল ২৪ বছরের মহম্মদ আলমের। ঘটনাস্থলে পুলিশ গেলে, পুলিশকে ঘিরে বিক্ষোভ-মারধর উত্তেজিত জনতার। জখম হন ডালখোলা থানার একজন পুলিশ আধিকারিক।

WB News Live Updates: আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ৪

আমডাঙায় তৃণমূল পঞ্চায়েত প্রধান রূপচাঁদ মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার আরও ৪। ২ সপ্তাহ পর পুলিশের জালে মূল অভিযুক্ত। এই নিয়ে এই খুনের ঘটনায় গ্রেফতারির সংখ্যা বেড়ে হল ৬। গ্রেফতারির পর ঘটনাস্থলে নিয়ে গিয়ে পুনর্নির্মাণ করে পুলিশ। 

WB News Live Updates:মালদার রতুয়ায় তৃণমূল সমর্থক প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে

মালদার রতুয়ায় তৃণমূল সমর্থক প্রতিবেশীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েত সদস্যর বিরুদ্ধে। রতুয়া থানায় শাসক দলের নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের অভিযোগ। অভিযুক্ত পঞ্চায়েত সদস্য পলাতক বলে জানিয়েছে পুলিশ।

WB News Live Updates:ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলেছে ১০০ ভরি সোনা

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলেছে ১০০ ভরি সোনা। CBI সূত্রে আরও দাবি, শুধু সোনাই নয়, ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি ও কলেজ থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে। যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীরও তেঘরিয়ার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথির পাশাপাশি, সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত নথিও পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

WB News Live Updates:ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলেছে ১০০ ভরি সোনা

ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে মিলেছে ১০০ ভরি সোনা। CBI সূত্রে আরও দাবি, শুধু সোনাই নয়, ডোমকলের তৃণমূল বিধায়কের বাড়ি ও কলেজ থেকে বেশ কিছু নিয়োগ সংক্রান্ত নথিও উদ্ধার হয়েছে। যুব তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীরও তেঘরিয়ার বাড়ি থেকে নিয়োগ সংক্রান্ত নথির পাশাপাশি, সরকারি কর্মীদের বদলি সংক্রান্ত নথিও পাওয়া গেছে বলে সিবিআই সূত্রে দাবি করা হয়েছে। 

West Bengal News Live: চব্বিশের আগে পাহাড়ে চড়ছে রাজনীতির পারদ, অমিত শাহকে চিঠি হামরো পার্টির

চব্বিশের আগে পাহাড়ে চড়ছে রাজনীতির পারদ, অমিত শাহকে চিঠি হামরো পার্টির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও দার্জিলিঙের বিজেপি সাংসদ রাজু বিস্তাকে চিঠি হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের। 'গোর্খাদের দাবি পূরণ করলে লোকসভা ভোটে বিজেপিকে সমর্থন করবে হামরো পার্টি, গতবারের নির্বাচনী ইস্তেহারে দেওয়া প্রতিশ্রুতি পালন না করলে বিজেপির বিরোধিতা করবে হামরো পার্টি' , অমিত শাহ ও রাজু বিস্তাকে চিঠি হামরো পার্টির প্রধান অজয় এডওয়ার্ডের । 

WB News Live Updates: কুণালের পর বিস্ফোরক সৌগত, বিতর্ক আরও জোরালো

কুণালের পর বিস্ফোরক সৌগত, বিতর্ক আরও জোরালো

West Bengal News Live:২ ডিসেম্বর খেজুরিতে শুভেন্দুর সভা নিয়েও ধাক্কা রাজ্যের, ফের সরব কুণাল ঘোষ

২ ডিসেম্বর খেজুরিতে শুভেন্দুর সভা নিয়েও ধাক্কা রাজ্যের, ফের সরব কুণাল ঘোষ

WB News Live Updates: তৃণমূলে ছবি-বিতর্ক ও আদি-নব 'দ্বন্দ্ব' নিয়ে মুখ খুললেন সৌগত রায়

তৃণমূলে ছবি-বিতর্ক ও আদি-নব 'দ্বন্দ্ব' নিয়ে মুখ খুললেন সৌগত রায়

West Bengal News Live: জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্কে জোড়া এফআইআর

জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্কে জোড়া এফআইআর। ৫ বিধায়ককে নোটিস লালবাজারের গুন্ডাদমন শাখার। সোমবার দুপুরে লালবাজারে হাজিরার নির্দেশ। তুঙ্গে তরজা।

WB News Live Updates: আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতরে বসানো হল সিসিটিভি ক্যামেরা

আদালতের নির্দেশে এসএসকেএমে জ্যোতিপ্রিয়র কেবিনের ভিতরে বসানো হল সিসিটিভি ক্যামেরা

West Bengal News Live: আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের

আগামী ২ ডিসেম্বর বিজেপির খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের

WB News Live Updates:আদালতের ধমকের পরেই পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিল পর্ষদ

আদালতের ধমকের পরেই পল্লব বারিকের ইন্টারভিউ ও অ্যাপটিটিউড টেস্ট নিল পর্ষদ

West Bengal News Live: বিধাননগরের TMC কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি!

বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশির পর মিলল নিয়োগ সংক্রান্ত নথি, খবর সিবিআই সূত্রে

WB News Live Updates: ৫ বিধায়ককে নোটিস লালবাজারের গুন্ডাদমন শাখার

জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্কে জোড়া এফআইআর। ৫ বিধায়ককে নোটিস লালবাজারের গুন্ডাদমন শাখার। সোমবার দুপুরে লালবাজারে হাজিরার নির্দেশ। তুঙ্গে তরজা।

West Bengal News Live: বন্দেমাতরম, জাতীয় সঙ্গীত গেয়ে গঙ্গাজল দিয়ে এলাকা সাফ করলেন পদ্ম বিধায়করা

বিধানসভা চত্বরে নজিরবিহীন দৃশ্য। তৃণমূলের তিনদিনের ধর্নার পর অম্বেডকর মূর্তির পাদদেশ অপবিত্র। বন্দেমাতরম, জাতীয় সঙ্গীত গেয়ে গঙ্গাজল দিয়ে এলাকা সাফ করলেন পদ্ম বিধায়করা।

প্রেক্ষাপট

বিধানসভা (WB Assembly) চত্বরে নজিরবিহীন দৃশ্য। তৃণমূলের তিনদিনের ধর্নার পর অম্বেডকর মূর্তির পাদদেশ অপবিত্র। বন্দেমাতরম, জাতীয় সঙ্গীত গেয়ে গঙ্গাজল দিয়ে এলাকা সাফ করলেন পদ্ম বিধায়করা।

গঙ্গাজল দিয়ে মূর্তির পাদদেশ বিজেপি বিধায়করা ধোয়ানোর পর নতুন ছবি। মূর্তি ঘিরে পাহারায় মার্শালের নেতৃত্বে বিধানসভার মহিলা রক্ষীরা।

জাতীয় সঙ্গীত অবমাননা বিতর্কে জোড়া এফআইআর। ৫ বিধায়ককে নোটিস লালবাজারের গুন্ডাদমন শাখার। সোমবার দুপুরে লালবাজারে হাজিরার নির্দেশ। তুঙ্গে তরজা।

আগামী ২ ডিসেম্বর শুভেন্দু অধিকারীর খেজুরির সভায় অনুমতি কলকাতা হাইকোর্টের। সবসময় কেন বিরোধী দলকে অনুমতির জন্য আদালতে আসতে হবে? প্রশ্ন বিচারপতির।


ডোমকলের তৃণমূল বিধায়ক জাফিকুল ইসলামের বাড়িতে ১০০ ভরি সোনা। মিলল নিয়োগ সংক্রান্ত নথি। নথি মিলেছে বিধাননগরের তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীর বাড়িতেও।

কয়লা পাচারকাণ্ডে এবার মলয় ঘটকের ব্যাঙ্ক স্টেটমেন্টে নজর সিবিআইয়ের। কলকাতার একটি বেসরকারি ব্যাঙ্ককে চিঠি পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ১৩ই ডিসেম্বরের মধ্যে নথি জমা দিতে নির্দেশ।

২ মাসের বেশি সময় হাইকোর্টের নির্দেশ কার্ষকর না করার অভিযোগ। দুপুর ৩টে ২০ মিনিটের মধ্যে নির্দেশ কার্যকর না হলে অবমাননা মামলা, প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতিকে হুঁশিয়ারি বিচারপতির।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.