West Bengal News Live: পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের

Get the latest West Bengal News and Live Updates: রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর এক নজরে দেখতে চোখ রাখুন...

abp ananda Last Updated: 10 Apr 2022 11:29 PM
WB News Live Updates: পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায়, 'অন্তর্দ্বন্দ্ব'-তোপ বিরোধীদের

চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর প্রায় এক মাস হতে চললেও এখনও পর্যন্ত পুর পারিষদদের নাম ঘোষণা হয়নি মেদিনীপুর পুরসভায় (Medinipur Municipality)। বিরোধীদের অভিযোগ, অন্তর্দ্বন্দ্বের জেরে নাম ঘোষণা করতে পারছে না তৃণমূল। তার জেরে ব্যাহত হচ্ছে পুর পরিষেবার কাজ। অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি, দ্রুত সিআইসি-দের নাম ঘোষণা করা হবে।

West Bengal News Live Updates: UNESCO-কে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানানোর উদ্যোগ কলকাতার শিল্পীদের

বিশ্বের দরবারে স্বীকৃতি পেয়েছে কলকাতার দুর্গাপুজো। এবার UNESCO-কে অভিনব পদ্ধতিতে ধন্যবাদ জানাবেন কলকাতার শিল্পীরা। আইসিসিআর-এর নন্দলাল বসু প্রদর্শনী কক্ষে বসল ছবি আঁকার আসর। শিল্পীদের আঁকা দুর্গা সম্পর্কিত ছবি পাঠানো হবে UNESCO-র কাছে।

WB News Live Updates: জুয়ার ঠেকের প্রতিবাদ করায় ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ

জুয়ার ঠেকের প্রতিবাদ করায় প্রতিবাদীকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়। আহত অবস্থায় বারাসত হাসপাতালে চিকিৎসাধীন প্রতিবাদী। অভিযুক্ত শম্ভু দাসকে গ্রেফতার করেছে পুলিশ ।

West Bengal News Live Updates: জ্বালানি তেলের লাগাতার মূল্যবৃদ্ধির জের, বাস ভাড়া বাড়ানোর দাবি

জ্বালানি তেলের লাগাতর মূল্যবৃদ্ধির জেরে বাস ভাড়া বাড়ানোর দাবি জানাচ্ছেন উত্তর দিনাজপুরের বেসরকারি বাস মালিকদের সংগঠন। দ্রুত ভাড়া বৃদ্ধি না হলে ধর্মঘটে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন তাঁরা। রুটি রুজি হারানোর আশঙ্কা করছেন বাস কর্মীরা।

WB News Live Updates: ১৯ দিন পর বগটুইয়ের বাড়িতে ফিরল ভাদু শেখের পরিবার

১৯ দিন পর বগটুইয়ের বাড়িতে ফিরল নিহত তৃণমূলের উপপ্রধান ভাদু শেখের পরিবার। ভাদু শেখের বাড়ি থেকে ৩ ঘণ্টা ধরে তল্লাশি সিবিআইয়ের। ভাদুর বাড়ি থেকে বেশকিছু গুরুত্ব নথি বাজেয়াপ্ত সিবিআইয়ের। সিবিআই-পুলিশের আশ্বাসে বাড়ি ফিরলাম, জানালেন নিহত ভাদু শেখের স্ত্রী। 

West Bengal News Live Updates: পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে হামলার অভিযোগ

পাণ্ডবেশ্বরে বিজেপি নেতার গাড়িতে হামলার অভিযোগ। বিজেপি নেতা জিতেন চট্টোপাধ্যায়ের গাড়িতে গুলি করার অভিযোগ। দু’রাউন্ড গুলি চালিয়ে পালায় দুই দুষ্কৃতী, অভিযোগ বিজেপি নেতার। গুলি গাড়ির কাচ ভেদ করে বেরিয়ে যায়, দাবি বিজেপি নেতার। 

WB News Live Updates: পঞ্চায়েত নির্বাচনের আগে দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদ

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগে দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদে উত্তপ্ত হল উত্তর ২৪ পরগনার দেগঙ্গা। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়েছে দুই দল।

West Bengal News Live Updates: ছাত্রের উদ্দেশে জাতি বৈষম্য মূলক মন্তব্যের কারণে গ্রেফতার বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক

ছাত্রের উদ্দেশে জাতি বৈষম্য মূলক মন্তব্য করার জের। গ্রেফতার হলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের অধ্যাপক সুমিত বসু। শান্তিনিকেতন থানার পুলিশের একটি বিশেষ দল এদিন কলকাতা থেকে তাঁকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন বিশ্বভারতীর ছাত্র সোমনাথ সৌ। 

WB News Live Updates: বাঁকুড়ায় রামনবমীর মিছিলকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

বাঁকুড়ার মাচানতলায় রামনবমীর মিছিলকে ঘিরে ধুন্ধুমার। মিছিলের সঙ্গে পুলিশের সংঘর্ষ বজরঙ্গ দলের। ইটের ঘায়ে আহত দুজন পুলিশ। পাল্টা টিয়ার গ্যাস, লাঠিচার্জ পুলিশের।

West Bengal News Live Updates: হাঁসখালিকাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টা হাঁসখালি থানা এলাকায় বনধের ডাক

হাঁসখালিকাণ্ডের প্রতিবাদে কাল ১২ ঘণ্টা হাঁসখালি থানা এলাকায় বনধের ডাক। বনধের ডাক দিল বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা। নদিয়ার হাঁসখালিতে নাবালিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। 

WB News Live Updates: বাসন্তী পুজোর নবমীতে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে হল কুমারী পুজো

বাসন্তী পুজোর নবমীতে দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ মন্দিরে হল কুমারী পুজো। প্রথা মেনে ২ হাজার কুমারীকে মাতৃরূপে পুজো করল মন্দির কর্তৃপক্ষ। করোনা অতিমারীর জন্য ২ বছর বন্ধ থাকার পর আজ কুমারী পুজো দেখতে ভিড় করেন ভক্তরা। ছিল বিশেষ ভোগের আয়োজন।

West Bengal News Live Updates: চন্দননগরে ধস মেরামতি করতে গিয়ে খোঁজ মিলল সুড়ঙ্গের

দিন চারেক আগেই আচমকা চন্দননগরের (Chandannagar) ব্যস্ত রাস্তার মাঝে ধস নামে। আতঙ্কিত হয়ে পড়েন এলাকার মানুষ। চন্দননগর পুরনিগমের পক্ষ থেকে রাস্তা সংস্কারের আশ্বাস দেওয়া হয়। অবশেষে শুরু হয়েছে ধস মেরামতি। আর চন্দননগরের স্ট্র্যান্ড রোড এলাকায় ধস মেরামতি করতে গিয়েই দেখা পাওয়া গেল সুড়ঙ্গর।

WB News Live Updates: রামনবমীর মিছিলে একসঙ্গে তৃণমূল ও বিজেপি নেতারা

ভাটপাড়ায় রামনবমীর মিছিল ঘিরে অস্ত্রের ঝনঝনানি। আর্য সমাজ মোড় থেকে রামনবমীর মিছিলে একসঙ্গে তৃণমূল ও বিজেপি নেতারা। মিছিলের শুরুতে তৃণমূল নেতারা, পিছনে অর্জুন সিংহ সহ বিজেপি নেতারা। কে কোথায় মিছিল করছে জানি না, দাবি বিজেপির। এই মিছিলে কোনও রাজনীতি নেই, পাল্টা দাবি তৃণমূলের। মিছিলে তৃণমূল নেতার মুখে জয় শ্রীরাম স্লোগান।

West Bengal News Live Updates: বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া

বন্ধুদের সঙ্গে ভাগীরথী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল দুই স্কুল পড়ুয়া। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার স্টিমারঘাট এলাকার। তাদের খোঁজে ভাগীরথী নদীতে তল্লাশি চলছে। 

WB News Live Updates: কোচবিহারে ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর

কোচবিহারে ফের বিএসএফের গুলিতে মৃত্যু হল এক গরু পাচারকারীর। পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে সিতাইয়ে ভারত-বাংলাদেশ সীমান্তে বি আর চাপড়া এলাকায় গরু পাচার করার সময়, বিএসএফের গুলিতে মৃত্যু হয় দিনহাটার নয়ারহাটের বাসিন্দা সিরাজুল হকের। বিএসএফের দাবি, গরু পাচার রুখতে গেলে পাচারকারীরা আক্রমণ করে। আত্মরক্ষার্থে গুলি বলে দাবি বিএসএফের।

West Bengal News Live Updates: বগটুই গ্রামে স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিবিআই অফিসাররা

২১ ফেব্রুয়ারি রাতে ঠিক কী ঘটেছিল বগটুই গ্রামে? তৃণমূলের উপপ্রধান ভাদু শেখ খুন হওয়ার পর কারা একের পর এক বাড়িতে আগুন লাগিয়েছিল? উত্তরের সন্ধানে বগটুই গ্রামে গিয়ে মিহিলাল শেখ-সহ স্বজনহারা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেন সিবিআই অফিসাররা। রেকর্ড করা হয় তাঁদের বয়ান। 

WB News Live Updates: কৃষকদের দুর্দশার জন্য দায়ী রাজ্য সরকার: শমীক ভট্টাচার্য

‘কৃষকদের দুর্দশার জন্য দায়ী রাজ্য সরকার। বাংলার চাষিরা ফসলের সহায়ক মূল্য পান না। রাজ্যে কর্মসংস্থান নেই বলেই ১০০ দিনের কাজে প্রথম বাংলা। বন্দুকের নলের সামনে বাংলার কৃষকরা।’ মন্তব্য শমীক ভট্টাচার্যের। 

West Bengal News Live Updates: ২-৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস

২-৩ ঘণ্টার মধ্যে উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির পূর্বাভাস। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তর দিনাজপুরে শিলাবৃষ্টি, জলপাইগুড়িতে প্রবল বৃষ্টি। 

WB News Live Updates: 'আমি মন্ত্রী নই, আমাকে মনে করাতে হবে না', ফিরহাদের মন্তব্যের পাল্টা কুণালের

'আমি মন্ত্রী নই, আমাকে মনে করাতে হবে না। মন্ত্রী নই বলেই বলেছিলাম সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী জবাব দিতে পারবেন। মমতা ও ঈশ্বর জানেন যে আমি কখনও মন্ত্রী হতে চাইনি। আমি কোনও ভুল করলে ভাড়াটে সেনাকে সাফাই দিতে নামতে হয়, তার থেকে থুতু ফেলে ডুবে মরা ভাল।' ফিরহাদের মন্তব্যের পাল্টা প্রতিক্রিয়া কুণাল ঘোষের।

West Bengal News Live Updates: ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত ৩ জনকে হেফাজতে নিল সিবিআই

ঝালদার কংগ্রেস কাউন্সিলর খুনে ধৃত ৩ জনকে হেফাজতে নিল সিবিআই। নিহতের দাদা নরেন কান্দু, সুপারি কিলার কলেবর সিং ও কলেবরের আশ্রয়দাতা ব্যবসায়ী আসিক খানকে এবার জেরা করবেন কেন্দ্রীয় গোয়েন্দারা। এদিন পুরুলিয়া জেলা আদালতে আবেদন জানায় সিবিআই।

WB News Live Updates: রামপুরহাট হত্যাকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১

রামপুরহাট হত্যাকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১। রামপুরহাট থেকেই গ্রেফতার, খবর সূত্রের। প্রত্যক্ষদর্শীদের বয়ানের ভিত্তিতে গ্রেফতার। ধৃতের শারীরিক পরীক্ষার জন্য আনা হল হাসপাতালে। 

West Bengal News Live Updates: রামপুরহাট হত্যাকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১

রামপুরহাট হত্যাকান্ডে সিবিআইয়ের হাতে গ্রেফতার আরও ১। এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে ৫। 

WB News Live Updates: কলকাতায় আম আদমি পার্টির মিছিল

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কলকাতায় আম আদমি পার্টির মিছিল। ইলিয়ট পার্ক থেকে মিছিল শুরু হয়। রাজভবন পর্যন্ত যাওয়ার কথা। 

West Bengal News Live Updates: ফের বিএসএফের গুলিতে মৃত্যু

কোচবিহারে ফের বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এক গরু পাচারকারীর। বিএসএফের দাবি, পাচার রুখতে গেলে পাচারকারীরা আক্রমণ করে। তাই আত্মরক্ষার্থেই গুলি চালানো হয়েছে। যদিও এই ঘটনায় বিএসএফের ভূমিকা নিয়ে সরব হয়েছেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক। পাল্টা জবাব দিয়েছে বিজেপি।

WB News Live Updates: মগরাহাটে জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম

মগরাহাটে জোড়া খুনে পাকড়াও মূল অভিযুক্ত জানে আলম। গাড়ি করে পালানোর সময় টালিগঞ্জ থেকে গ্রেফতার। সিভিক ভলান্টিয়ার বরুণ চক্রবর্তী ও মলয় মাখালকে খুনে পর থেকেই ফেরার। ২৪ ঘণ্টা গা ঢাকা দেওয়ার পর পুলিশের জালে পাকড়াও। 

West Bengal News Live Updates: নন্দীগ্রামে সিভিক ভলান্টিয়ারের ওপর হামলার অভিযোগ

মগরাহাটে সিভিক ভলান্টিয়ার খুনের পর, এবার নন্দীগ্রামে সিভিক ভলান্টিয়ারের ওপর হামলার অভিযোগ। ট্রাফিক বিধি লঙ্ঘনে বাধা দেওয়ায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধরের অভিযোগ উঠল টোটো যাত্রীর বিরুদ্ধে। মারধরের অভিযোগে ওই যাত্রী এবং বিধি ভঙ্গের অভিযোগে টোটো চালককে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। দুর্ঘটনা ও যানজট এড়াতে সকাল ৮টা থেকে বেলা ১২টা পর্যন্ত নন্দীগ্রাম বাস স্ট্যান্ড থেকে থানা মোড় পর্যন্ত টোটো-সহ চারচাকা যানবাহনে নিষেধাজ্ঞা রয়েছে। অভিযোগ, বিধি ভেঙে গতকাল ওই রাস্তায় যাচ্ছিল টোটো। বাধা দেওয়ায় কর্তব্যরত সিভিক ভলান্টিয়ারকে মারধর করেন টোটোর যাত্রী। 

WB News Live Updates: রামনবমী উপলক্ষে উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা

রামনবমী উপলক্ষে উত্তর কলকাতায় বর্ণাঢ্য শোভাযাত্রা। এদিন মোহনবাগান লেনের তেঁতুলিয়া আশ্রম থেকে শোভাযাত্রা বের হয়। কলকাতা পুরসভার ৯, ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের ফড়িয়াপুকুর, শ্যামপুকুর এলাকা পরিক্রমা করে। 

West Bengal News Live Updates: প্রহৃত চিকিৎসক

রোগী মৃত্যুতে চিকিৎসায় গাফিলতির অভিযোগে প্রহৃত হলেন চিকিৎসক। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়াল হাওড়া জেলা হাসপাতালে। মৃত রোগীর ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় রাজ্য সরকারের স্বাস্থ্য নীতির সমালোচনায় সরব হয়েছে চিকিৎসকদের একটি সংগঠন। 

WB News Live Updates: বিজেপির রামনবমী, তৃণমূলের বাসন্তী পুজো

একদিকে বিজেপির রামনবমী পালন, অন্যদিকে তৃণমূলের বাসন্তী পুজো। হালতুতে বাসন্তী পুজোর আয়োজন করলেন ১০৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিল অভিজিৎ দাস ঠাকুর। একইসঙ্গে হয়ে গেল দুর্গাপুজোর খুঁটি পুজো। উপস্থিত ছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার।

West Bengal News Live Updates: নাবালিকা প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ

নদিয়ার হাঁসখালিতে জন্মদিনের পার্টিতে নাবালিকা প্রেমিকাকে মদ খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠল তৃণমূল পঞ্চায়েত সদস্যের ছেলের বিরুদ্ধে। পরের দিন মৃত্যু হয় ওই নাবালিকার। অভিযুক্ত প্রেমিককে আটক করেছে পুলিশ। 

WB News Live Updates: ভাদু শেখের বাড়িতে সিবিআই

রামপুরহাটের বগটুইয়ে নিহত তৃণমূল উপ প্রধান ভাদু শেখের বাড়িতে সিবিআই। যেখানে ভাদুকে খুন করা হয়েছিল, সেখানেও যান কেন্দ্রীয় গোয়েন্দারা। সিবিআই সূত্রে খবর, ভাদু শেখের বাড়িতে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ নিতে চায় তারা। এছাড়া, ভাদুর বাড়ি থেকে বগটুই মোড়ের দিকে যাওয়ার রাস্তায় লাগানো সবকটি সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখতে চায় সিবিআই। খবর সূত্রের।

West Bengal News Live Updates: বাড়ির শৌচাগার থেকে উদ্ধার ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ

বাগুইআটির অশ্বিনীনগরে বাড়ির শৌচাগার থেকে উদ্ধার ব্যবসায়ীর মুখবাঁধা মৃতদেহ। খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। মৃতের দুই নাতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। মৃত চাল ব্যবসায়ীর নাম জগদীশ মল্লিক। 

WB News Live Updates: মুরারইয়ের কাশিমনগর গ্রামে মিলল প্রায় ২৫টি তাজা বোমা

ফের বীরভূমে বোমা উদ্ধার। মুরারইয়ের কাশিমনগর গ্রামে মিলল প্রায় ২৫টি তাজা বোমা। গতকাল স্থানীয় বাসিন্দা মামলত শেখের বাড়ির সামনে বোমাবাজি করে মত্ত দুষ্কৃতীরা। ঘটনাস্থলে যান রামপুরহাটের এসডিপিও-সহ পুলিশ আধিকারিক।

West Bengal News Live Updates: অন্ডালে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন দিলীপ ঘোষ

আসানসোল লোকসভা উপ নির্বাচনের প্রচারের শেষ দিনে অন্ডালে রামনবমীর শোভাযাত্রায় যোগ দিলেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্ণণ ঘোড়ুই। 

WB News Live Updates: দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদে উত্তপ্ত দেগঙ্গা

আগামী বছর পঞ্চায়েত নির্বাচন। তার আগেই দেওয়াল দখলকে কেন্দ্র করে তৃণমূল-আইএসএফের বিবাদে উত্তপ্ত দেগঙ্গার আমুলিয়া গ্রাম পঞ্চায়েতের চাঁদপুর এলাকা। তৃণমূলের অভিযোগ, গতকাল রাতে তাদের দেওয়াল দখল করে নেয় আইএসএফ কর্মীরা। পরে সেই দেওয়াল পুনর্দখল করে তৃণমূল। তা নিয়ে দু’ দলের কর্মী, সমর্থকদের মধ্যে বচসা বেধে যায়। ঘটনাস্থলে যায় দেগঙ্গা থানার পুলিশ। এর প্রেক্ষিতে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। তাদের দাবি, পঞ্চায়েত ভোটের আগে এলাকা বিরোধীশূন্য করতেই শাসকদলের এই চক্রান্ত। 

West Bengal News Live Updates: মদের দাম মেটানো নিয়ে বচসা

মদের দাম মেটানো নিয়ে বচসার জেরে নিজেরই ছোড়া বোমা ফেটে জখম দুষ্কৃতী। যদিও পুলিশের দাবি, বোমা নয়, বাজি ফেটেছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের ঘোলগেড়িয়া গ্রামে। স্থানীয় সূত্রে খবর, মদ কেনা নিয়ে গতকাল দোকান মালিকের সঙ্গে বচসা বাধে তুলসী মহাপাত্র নামে ওই দুষ্কৃতীর। অভিযোগ, বিবাদ চলাকালীন আচমকাই ব্যাগ থেকে বোমা বের করে ছোড়ে ওই দুষ্কৃতী। সেইসময় হাত ফস্কে দুষ্কতীর পায়ের কাছেই বোমা ফেটে যায়। জখম দুষ্কৃতী খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি। 

WB News Live Updates: টিকা নিয়ে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর

সংশোধিত দামেই ১৮ ঊর্ধ্বদের দিতে হবে কোভ্যাক্সিন ও কোভিশিল্ড। নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর। নির্দেশিকায় বলা হয়েছে, এক্ষেত্রে ভ্যাকসিনের চার্জ ২২৫ টাকা ও সার্ভিস চার্জ দেড়শো টাকাই নিতে হবে। 

West Bengal News Live Updates: ইংরেজবাজারে পুরসভার বাজারে আগুন

মালদার ইংরেজবাজারে পুরসভার বাজারে আগুন। সকাল সাড়ে ৮টা নাগাদ চিত্তরঞ্জন পুরবাজারের একটি দোকান থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর দাউদাউ করে আগুন লেগে যায়। পাশেই হোটেল রয়েছে। ফলে আতঙ্ক ছড়ায়। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। 

WB News Live Updates: ঝালদায় নয়া মোড়

ঝালদায় কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায় ক্লোজ হওয়া পাঁচ পুলিশ কর্মীকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য সিবিআইয়ের হাতে। সূত্রের খবর, খুনের দিন ঘটনাস্থলের অদূরেই ছিল ঝালদা থানার আরটি ভ্যান। অভিযোগ, গুলি চলার খবর পেয়েও পুলিশ সেখানে যায়নি। 

West Bengal News Live Updates: হাওড়া হাসপাতালে উত্তেজনা

রোগী মৃত্যু ঘিরে হাওড়া হাসপাতালে উত্তেজনা। কর্তব্যরত দুই চিকিত্সককে মারধরের অভিযোগ উঠল মৃতের ছেলের বিরুদ্ধে।

WB News Live Updates: শীতলকুচিকাণ্ডের বর্ষপূর্তি পালন

কোচবিহারের শীতলকুচিকাণ্ডের বর্ষপূর্তি পালন তৃণমূলের।জোড়পাটকিতে নিহত চারজনের পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। নিহতদের শ্রদ্ধা জানানোর পাশাপাশি, পাঠানটুলিতে দুষ্কৃতীদের গুলিতে নিহত প্রথম ভোটার আনন্দ বর্মনের পরিবারের সঙ্গেও দেখা করেন তৃণমূল জেলা সভাপতি। জেলাজুড়েও তৃণমূলের পক্ষ থেকে এই দিনটি পালন করা হচ্ছে। 

West Bengal News Live Updates: মিলনমেলার মেকওভার

মিলনমেলার মেকওভার শেষ। নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। সোমবার উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

WB News Live Updates: GTA-তে না লড়ার ইঙ্গিত

পাহাড়ে জিটিএ নির্বাচনে হয়তো লড়বে না বিজেপি! এমনই ইঙ্গিত দিয়েছেন দার্জিলিঙের বিজেপি সাংসদ। রাজু বিস্তের অভিযোগ, জিটিএ এখন মুখ্যমন্ত্রীর অবৈধভাবে পাহাড় দখলের মাধ্যম। পাহাড়ে পুরভোটে গোহারা হেরে জিটিএ নির্বাচন থেকে পালাচ্ছে বিজেপি। পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল।>

West Bengal News Live Updates: ভোটপ্রচার জমজমাট

আসানসোলে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিন্হার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, অগ্নিমিত্রার সমর্থনে রোড শো করলেন রাজ্য বিজেপির নেতারা। ভোটের প্রচারে মিছিল হল বামেদেরও।

WB News Live Updates: রবিনসন কাণ্ডের ছায়া এবার নদীয়ায়

রবিনসন কাণ্ডের ছায়া এবার নদীয়ার ধুবুলিয়ায়। প্রায় ছ'মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রাখল মেয়ে। স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় মৃতার এক আত্মীয় বাড়িতে এসে দরজা খুলতেই ঘটনা সামনে আসে। 

West Bengal News Live Updates: দুই পরিবারের বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির

দুই কিশোরের মারামারিকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুর থানা এলাকার গোপালনগর এর আফতাব মসজিদ লেনে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে পাশের পাড়ার দশম শ্রেণির এক ছাত্রের মারামারি বাধে। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার। ধাক্কাধাক্কিতে পড়ে যান উচ্চমাধ্যমিক পরীক্ষারথীর বাবা। অচৈতন্য অবস্থায় বছর ৫৭-র ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। 

WB News Live Updates: বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার

ওমিক্রন, ডেল্টাক্রনের পর বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট XE। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনার চিকিৎসায় ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। তার মধ্যে ১৬টি হাসপাতাল হবে ১০০ বেডের, ৪টি হবে ৫০ বেডের এবং ১১৩টি হবে ২০ বেডের।

প্রেক্ষাপট

কলকাতা: রবিনসন কাণ্ডের ছায়া এবার নদীয়ার (Nadia) ধুবুলিয়ায়। প্রায় ছ'মাস ধরে মায়ের মৃতদেহ আগলে রাখল মেয়ে (Daughter)। স্থানীয় সূত্রে খবর, আজ সন্ধ্যায় মৃতার এক আত্মীয় বাড়িতে এসে দরজা খুলতেই ঘটনা সামনে আসে। খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ধুবুলিয়া থানার পুলিশ (Police)। পুলিশ জানিয়েছে, প্রায় ৬ মাস আগে মৃত্যু হয় এলাকার বাসিন্দা মন্দিরা দাসের। কিন্তু, মার মৃত্যুর খবর গোপন করে রাখেন মেয়ে। প্রতিবেশীদের দাবি, জিজ্ঞেস করলে মেয়ে বলতেন, কলকাতায় (Kolkatay) আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন মা।


দুই কিশোরের মারামারিকে কেন্দ্র করে দুই পরিবারের বিবাদে প্রাণ গেল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে আলিপুর থানা এলাকার গোপালনগর এর আফতাব মসজিদ লেনে। স্থানীয় সূত্রে খবর, স্থানীয় উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে পাশের পাড়ার দশম শ্রেণির এক ছাত্রের মারামারি বাধে। তা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে দুই পরিবার। ধাক্কাধাক্কিতে পড়ে যান উচ্চমাধ্যমিক পরীক্ষারথীর বাবা। অচৈতন্য অবস্থায় বছর ৫৭-র ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকরা। মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে আলিপুর থানায়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখনও কেউ আটক বা গ্রেফতার হয়নি।


ওমিক্রন (Omicron), ডেল্টাক্রনের (Deltacron) পর বিশ্বজুড়ে চোখ রাঙাচ্ছে করোনার (Coronavirus) নতুন ভ্যারিয়েন্ট (New Variant) XE। এই পরিস্থিতিতে বড়সড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এক বিজ্ঞপ্তিতে রাজ্যের স্বাস্থ্য দফতর জানিয়েছে, করোনার চিকিৎসায় ১৩৩টি স্থায়ী হাসপাতাল তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর জন্য বরাদ্দ করা হয়েছে ৩০৭ কোটি টাকা। তার মধ্যে ১৬টি হাসপাতাল হবে ১০০ বেডের, ৪টি হবে ৫০ বেডের এবং ১১৩টি হবে ২০ বেডের।


দমদমের (Dumdum) সাতগাছিতে চৈত্রের হাট বসেছে শুক্রবার। পাওয়া যাচ্ছে পোশাক, বাহারি গয়না, ঘর সাজানোর জিনিসপত্র থেকে রকমারি খাবার। ভিড়ও হচ্ছে যথেষ্ট। চলবে সোমবার পর্যন্ত। 


আসানসোলে ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলীয় প্রার্থী শত্রুঘ্ন সিন্হার সমর্থনে রোড শো করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অন্যদিকে, অগ্নিমিত্রার সমর্থনে রোড শো করলেন রাজ্য বিজেপির নেতারা। ভোটের প্রচারে মিছিল হল বামেদেরও।            


মিলনমেলার মেকওভার শেষ। নতুন রূপে ফের খুলতে চলেছে মেলা প্রাঙ্গন। সোমবার  উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.