West Bengal News Live: কান্দির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

Get the latest West Bengal News and Live Updates: জেনে নিন জেলার গুকরুত্বপূর্ণ সব খবরের আপডেট এক ক্লিকেই

abp ananda Last Updated: 10 Dec 2021 09:47 PM
WB News Live: গাড়ির ধাক্কায় মৃত্যু লেপার্ড-ক্যাটের

দ্রুত গতির গাড়ির ধাক্কায় মৃত্যু একটি লেপার্ড-ক্যাটের। সন্ধ্যা নাগাদ আলিপুরদুয়ার থেকে রাজাভাতখাওয়া যাওয়ার পথে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলের মাঝে এই প্রাণীর দেহ পড়ে থাকতে দেখা যায়।

WB News Live: কান্দির পঞ্চায়েত সদস্যার স্বামীকে বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ

কান্দির আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ। তৃণমূল পরিচালিত আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যার স্বামীকে ‘খুন’। মৃতের নাম নেপাল সাহা। বাইক থেকে নামিয়ে কুপিয়ে খুনের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। কী কারণে খুন, তদন্তে পুলিশ।

WB News Live: দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ ২ ব্লকের ফলিমারি, মৃত্যু ব্যক্তির

দুই গোষ্ঠীর সংঘর্ষে শুক্রবার উত্তপ্ত হয়ে উঠল কোচবিহারের তুফানগঞ্জ ২ নম্বর ব্লকের ফলিমারি। মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম কাশেম আলি। বয়স ৫৫। ঘটনায় জখম হয়েছেন ৬ জন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এলাকা দখলকে কেন্দ্র করে আজ দুপুরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন কাশেম আলি নামে এক ব্যক্তি। পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। কোচবিহারের পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে। অভিযুক্তদের খোঁজ চলছে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আহতদেরকে ভর্তি করা হয়েছে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের। হাসপাতাল সূত্রে খবর, ২ জনের অবস্থা আশঙ্কাজনক।

WB News Live: কাল দার্জিলিঙে ফিরছে জেনারেল বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপাল রাইয়ের মরদেহ

কাল দার্জিলিঙে ফিরছে জেনারেল বিপিন রাওয়াতের দেহরক্ষী সতপাল রাইয়ের মরদেহ। কাল বাগডোগরা থেকে মরদেহ আনার পরে তাকদায় সামরিক মর্যাদায় শেষকৃত্য। 

WB News Live: ২০১৬-র এসএসসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হাজরা

২০১৬-র এসএসসির চাকরি প্রার্থীদের বিক্ষোভ ঘিরে উত্তপ্ত হাজরা। মিছিল করে মুখ্যমন্ত্রীর বাড়ির দিকে যাওয়ার চেষ্টা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অন্যদিকে, সল্টলেকেও টেট পরীক্ষার্থীদের বিক্ষোভ।

WB News Live: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২৮, ৯জনের মৃত্যু

রাজ্যে একদিনে করোনা আক্রান্ত ৬২৮, ৯জনের মৃত্যু। কলকাতায় একদিনে ৩জনের মৃত্যু, ২০৬জন সংক্রমিত। উঃ ২৪ পরগনায় একদিনে ৩জনের মৃত্যু, ১০৭জন সংক্রমিত। রবিবার থেকে পাড়ায় পাড়ায় ভ্যাকসিনেশন ক্যাম্প শুরু করছে কমিশন।

WB News Live: কালীঘাটে তৃণমূল প্রার্থীর প্রচারে বিজেপি প্রার্থীর স্ত্রী !

কালীঘাটে তৃণমূল প্রার্থীর প্রচারে বিজেপি প্রার্থীর স্ত্রী! ৮৩ নম্বর ওয়ার্ডে তৃণমূলের হয়ে প্রচারে বিজেপি প্রার্থীর স্ত্রী। ৮৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী গৌরাঙ্গ সরকার । ৮৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল প্রার্থী প্রবীর মুখোপাধ্যায়। হারবেন বিজেপি প্রার্থী, স্বামীর বিরুদ্ধে প্রচারে ঘোষণা স্ত্রীর। জ্যোতিষী নাকি? স্ত্রীকেই কটাক্ষ কালীঘাটের বিজেপি প্রার্থীর। ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে সম্মান করেন, তাই প্রচারে’। বিজেপি প্রার্থীর স্ত্রীর সমর্থন নিয়ে মন্তব্য তৃণমূল প্রার্থীর।

WB News Live: কাল দুপুরে কলকাতা পুরভোটের ইস্তেহার প্রকাশ তৃণমূলের

কাল দুপুরে কলকাতা পুরভোটে তৃণমূলের ইস্তেহার প্রকাশ। কাল দুপুর ২টোয় মহারাষ্ট্র নিবাস হলে তৃণমূলের ইস্তেহার প্রকাশ হবে। কলকাতাকে আরও কীভাবে উন্নত করা যায় ? আরও কী উন্নততর নাগরিক পরিষেবা দেওয়া যায়, ইস্তেহারে কাল ঘোষণা করতে পারে তৃণমূল কংগ্রেস।

WB News Live: আগামী ৩-৪দিনের মধ্যেই কমবে রাতের তাপমাত্রা

আগামী ৩-৪দিনের মধ্যেই কমবে রাতের তাপমাত্রা। ২-৩ ডিগ্রি কমবে রাতের তাপমাত্রা। ৩-৪দিন বাতাসে জলীয় বাস্পের পরিমাণ কম থাকবে

WB News Live: ৭৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ খটিকের হয়ে প্রচারে বিজেপির রাজ্য সভাপতি

৭৩ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী ইন্দ্রজিৎ খটিকের হয়ে প্রচারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ঘরে ঘরে সংযোগ। খেললেন ক্রিকেট, বল করলেন প্রার্থী ইন্দ্রজিৎ খটিক।

WB News Live: দেউচা পাচামিতে যাওয়ার পথে সুজন চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ

বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে যাওয়ার পথে সুজন চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান সিপিএম নেতাকে। প্রায় চল্লিশ মিনিট আটকে থাকতে হয় বাম প্রতিনিধিদলকে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম

WB News Live: সিন্ডিকেট বিবাদে রিজেন্ট পার্ক থানা এলাকায় চলল গুলি, গুলিবিদ্ধ ২, গ্রেফতার ২

সিন্ডিকেট বিবাদে শুক্রবার ভোরে রিজেন্ট পার্ক থানা এলাকার তেঁতুলতলার দক্ষিণ আনন্দপল্লিতে চলল গুলি। গুলিবিদ্ধ ২। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে ২ জনকে। পরিবার সূত্রে খবর, পঙ্কজ সাহা ও তাঁর বন্ধু অভিজিৎ মল্লিক ইমারতি ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ, ভোর পৌনে ৫টা নাগাদ এলাকায় বালি ফেলার সময়, বাইকে চড়ে দুই দুষ্কৃতী সেখানে হাজির হয়। ওই এলাকার কার অনুমতিতে বালি ফেলা হচ্ছে, তা নিয়ে বচসা বাধে।সেইসময় ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। ২ জনেরই পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁরা এসএসকেএমে ভর্তি।

WB News Live: ক্যানিংয়ে অস্ত্র কারখানার হদিশ, উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও সরঞ্জাম

কলকাতা পুরভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় মিলল অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার শরৎ সর্দারের বাড়িতে চলছিল অস্ত্র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার তরফে গতকাল রাতে অভিযান চালিয়ে তারক কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়। ভাঙড়ের বাসিন্দা ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর। কারখানার মালিক-সহ বাকিরা পলাতক।

WB News Live: হাসপাতালে ভর্তি বিকাশ মিশ্র, আজ পেশ করা গেল না আদালতে

হাসপাতালে ভর্তি বিকাশ মিশ্র, আজ পেশ করা গেল না আদালতে। হাসপাতাল ছাড়েনি বলে আদালতে পেশ করা যায়নি বিকাশ মিশ্রকে। গতকাল সন্ধে ৭টায় বিকাশ মিশ্রকে ছেড়ে দেন এক চিকিত্‍সক। তিন ঘণ্টা সিবিআইকে দাঁড় করিয়ে রাখা হয়। গতকাল রাত ১০টা নাগাদ ফের ভর্তি করা হয় বিকাশকে। তিন ঘণ্টার মধ্যে কেন ফের ভর্তি, জানায়নি হাসপাতাল। আসানসোল বিশেষ সিবিআই আদালতে জানাল সিবিআই

WB News Live Updates: মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের সঙ্কট। জেলাজুড়ে রক্তের জন্য হাহাকার

মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রক্তের সঙ্কট। জেলাজুড়ে রক্তের জন্য হাহাকার। রক্তের অভাবে হাসপাতালে অস্ত্রোপচার আটকে রয়েছে বলে দাবি রোগীর আত্মীয়দের। অভিযোগ, মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে কোনও গ্রুপেরই রক্ত নেই। ডোনার আনলে তবে মিলছে রক্ত। বেশ কিছুদিন ধরে জেলায় রক্তদান শিবিরের আয়োজন হয়নি, সেই কারণেই রক্তের সঙ্কট দেখা দিয়েছে বলে দাবি মেদিনীপুর মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষের। ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের তরফে রক্তদান শিবির আয়োজনের আশ্বাস দেওয়ার পাশাপাশি সচেতনতা প্রচারের আবেদন জানানো হয়েছে। 

WB News Live: তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষের হয়ে প্রচার করলেন সোহম চক্রবর্তী

বাইপাস সংলগ্ন ১০৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুশান্ত ঘোষের হয়ে প্রচার করলেন পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী। হুডখোলা গাড়িতে চড়ে বানতলাহাট এলাকায় চলে প্রচার

WB News Live Updates: বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে যাওয়ার পথে সুজন চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ

বীরভূমের মহম্মদবাজার ব্লকের দেউচা পাচামিতে যাওয়ার পথে সুজন চক্রবর্তীকে ঘিরে ধরে বিক্ষোভ। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগান সিপিএম নেতাকে। প্রায় চল্লিশ মিনিট আটকে থাকতে হয় বাম প্রতিনিধিদলকে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন সিপিএমের প্রাক্তন সাংসদ রামচন্দ্র ডোম। 

WB News Live: অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ

অবিলম্বে নিয়োগের দাবিতে সল্টলেকে টেট উত্তীর্ণদের বিক্ষোভ। পুলিশ বিক্ষোভকারীদের মিছিল আটকালে ধস্তাধস্তি বেধে যায়। বেশ কয়েকজনকে আটক করে পুলিশ।

WB News Live Updates: বাকি পুরসভার ভোট কবে? রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট

‘কলকাতা বাদে বাকি পুরসভার ভোট কবে, এখনও জানাননি কেন?’ রাজ্য নির্বাচন কমিশনের কাছে জানতে চাইল হাইকোর্ট। ‘রাজ্যের সঙ্গে আলোচনা করেই কলকাতা পুরভোটের দিন ঘোষণা। বাকি পুরসভার ভোট কবে করানো যায় তা নিয়ে আলোচনা হচ্ছে। শুনানিতে জানাল রাজ্য নির্বাচন কমিশন
কেন ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট কেন ব্যবহার করা হচ্ছে না? শুনানির সময় জানতে চাইলেন বিজেপির আইনজীবী

WB News Live: আজ সমবায় সমিতির অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকার চাষিরা

জওয়াদের অতিবৃষ্টির ফলে গরবেতা উর‍্যাসাঁই এলাকায় ধান আলু চাষের প্রচুর ক্ষতি হওয়াতে। আজ সমবায় সমিতির অফিসে তালা লাগিয়ে বিক্ষোভ দেখান এলাকার চাষিরা। বৃষ্টির ফলে তাদের চাষের ক্ষতি হওয়ায় লোন মুকুবের দাবি জানান তাঁরা। 

WB News Live Updates: কলকাতা পুরভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় মিলল অস্ত্র কারখানার হদিশ

কলকাতা পুরভোটের আগে দক্ষিণ ২৪ পরগনায় মিলল অস্ত্র কারখানার হদিশ। উদ্ধার বেশ কিছু আগ্নেয়াস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম। পুলিশ সূত্রে খবর, ক্যানিংয়ের জীবনতলা থানা এলাকার শরৎ সর্দারের বাড়িতে চলছিল অস্ত্র কারখানা। গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর পুলিশ জেলার তরফে গতকাল রাতে অভিযান চালিয়ে তারক কর্মকার নামে একজনকে গ্রেফতার করা হয়। ভাঙড়ের বাসিন্দা ওই ব্যক্তি অস্ত্র তৈরির কারিগর। কারখানার মালিক-সহ বাকিরা পলাতক।

WB News Live: আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি

আগ্নেয়াস্ত্রের ভুয়ো লাইসেন্স চক্রের পর্দাফাঁস করল সিআইডি। বর্ধমানের মেমারি থেকে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৬ জন। ধৃতদের থেকে উদ্ধার ৫টি আগ্নেয়াস্ত্র, কার্তুজ, ৫টি জাল লাইসেন্স। বাজেয়াপ্ত বিভিন্ন সরকারি দফতরের নামে করা জাল স্ট্যাম্প, সিল। কলকাতার বিভিন্ন বেসরকারি সিকিওরিটি এজেন্সির সঙ্গে যুক্ত ধৃতরা। 

WB News Live Updates: পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক

পথ দুর্ঘটনায় আহত সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক। সৌজন্য সাক্ষাৎ নাকি অন্য কোনও রাজনৈতিক সমীকরণ, তা নিয়ে জোর জল্পনা। গতকাল কলকাতায় যাওয়ার পথে, পশ্চিম বর্ধমানের পানাগড়ে দুর্ঘটনার কবলে পড়ে তৃণমূলের রাজ্য সম্পাদক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। আপাতত বাঁকুড়া সার্কিট হাউসে রয়েছেন তিনি। এদিন ফুলের তোড়া নিয়ে সায়ন্তিকার সঙ্গে দেখা করেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রিশেখর দানা। 

WB News Live: রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার দুই যুবক

রেলে চাকরি দেওয়ার নামে প্রতারণা। গ্রেফতার দুই যুবক। মালদা ডিআরএম অফিস থেকে ওই দুই যুবককে আটক করে আরপিএফ। পরে তাদের গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ। ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। প্রতারণা চক্রে আর কারা যুক্ত রয়েছে তদন্ত শুরু করেছে পুলিশ।

WB News Live Updates: কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিণী

কলকাতা বিমানবন্দরে করোনা আক্রান্ত ব্রিটেন ফেরত রোগিণী। আলিপুরের বাসিন্দা রোগিণীকে বেলেঘাটা আইডি-তে যাওয়ার পরামর্শ। বিমানবন্দরে তাঁকে পরীক্ষা করেছেন চিকিত্সকরা। ওমিক্রন আতঙ্কের মধ্যেই এই খবরে চাঞ্চল।

WB News Live: রক্তের হাহাকার, জেলা জুড়ে চরম রক্তের সংকট

রক্তের হাহাকার, জেলা জুড়ে চরম রক্তের সংকট। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ব্লাড ব্যাঙ্কে নেই কোনও গ্রুপেরই রক্ত। বন্ধ অপারেশন। কেঁদে কেঁদে ফিরতে হচ্ছে রোগীর আত্মীয় স্বজনদের। প্রাকৃতিক দুর্যোগের কারণে গত ৪দিনে কোনও ব্লাড ডোনেশন ক্যাম্প না হওয়াতেই এই সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

WB News Live Updates: মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

রাজারহাটে লাঙ্গোল পোতায় রাস্তার ওপর থেকে রক্তাক্ত অবস্থায় মাছ ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার। পাশেই পরে ছিল তার বাইক। অনুমান পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। ঘটনার তদন্তে রাজারহাট থানার পুলিশ। ঘাতক গাড়ির খোঁজ পাওয়া যায়নি।

WB News Live: প্রোমোটিং বিবাদে শুক্রবার ভোরে রিজেন্ট পার্ক থানা এলাকায় চলল গুলি

প্রোমোটিং বিবাদে শুক্রবার ভোরে রিজেন্ট পার্ক থানা এলাকার তেঁতুলতলার দক্ষিণ আনন্দপল্লিতে চলল গুলি। গুলিবিদ্ধ ২। পরিবার সূত্রে খবর, পঙ্কজ সাহা ও তাঁর বন্ধু অভিজিৎ মল্লিক ইমারতি ব্যবসার সঙ্গে জড়িত। অভিযোগ, ভোর পৌনে ৫টা নাগাদ এলাকায় বালি ফেলার সময়, বাইকে চড়ে দুই দুষ্কৃতী সেখানে হাজির হয়। ওই এলাকার কার অনুমতিতে বালি ফেলা হচ্ছে, তা নিয়ে বচসা বাধে। সেইসময় ভিক্টর ভট্টাচার্য নামে এক দুষ্কৃতী গুলি চালায় বলে অভিযোগ। 

WB News Live Updates: রাজ্য সরকারের বিভিন্ন দফতরে তৈরি হল ৪৮৬ টি নতুন পদ

রাজ্য সরকারের বিভিন্ন দফতরে তৈরি হল ৪৮৬ টি নতুন পদ। বৃহস্পতিবার এই সিদ্ধান্তে সবুজ সঙ্কেত দিল রাজ্য মন্ত্রিসভা। নবান্ন সূত্রে খবর, সব থেকে বেশি নতুন পদ তৈরি হবে পঞ্চায়েত দফতরে। সেখানে নিয়োগ হবে নতুন ৪৩৭ টি পদে।

WB News Live: ৫২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সেই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত, তাই লড়বেন ৫৮ নম্বর ওয়ার্ডে

৫২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর। সেই ওয়ার্ড এবার মহিলাদের জন্য সংরক্ষিত, তাই লড়বেন ৫৮ নম্বর ওয়ার্ডে। জেভিয়ার্সের প্রাক্তনী, বিধায়ক পুত্র সন্দীপন সাহার উপর এই পুরভোটেও ভরসা রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল

WB News Live Updates: দুই বিদ্রোহী নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে

দুই বিদ্রোহী নির্দল সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় ও তনিমা চট্টোপাধ্যায়ের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। অন্যদিকে, সিপিএমের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ তুলেছেন রত্না চট্টোপাধ্যায়। অভিযোগ অস্বীকার করেছে সিপিএম

প্রেক্ষাপট

কলকাতা: দার্জিলিঙের (Darjeeling) তাকদায় শোকস্তব্ধ জেনারেল রাওয়াতের (Bipin Rawat) দেহরক্ষী সতপালের পরিবার। 



মানুষের ওপর অত্যাচার বরদাস্ত নয়। বিএসএফের (BSF) কাজের পরিসর বৃদ্ধি নিয়ে কৃষ্ণনগরে পুলিশকে নির্দেশ মুখ্যমন্ত্রীর (CM Mamata Banerjee)। জাতীয় সুরক্ষার জন্য উদ্বেগজনক। মুখ্যমন্ত্রীকে চিঠি রাজ্যপালের (Jagdeep Dhankhar)। 



পুরভোটে (Municipality Vote) দলে প্রার্থী অসন্তোষ বরদাস্ত নয়। কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠকে সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর। প্রকাশ্যে অপমান করে ঔদ্ধত্য প্রকাশ, কটাক্ষ শুভেন্দুর।



পুরভোটের আগে সিপিএম (CPM) ছেড়ে তৃণমূলে (TMC) যোগ হাওড়া পুরসভার প্রাক্তন মেয়রের। সিপিএমের সঙ্গে যোগ ছিল না, দাবি মমতা জয়সোয়ালের। সংগঠন শক্তিশালী হবে, দাবি অরূপ রায়ের।



হাইকোর্টে স্বস্তি বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর। সংলাপে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রমাণ নেই। এফআইআর খারিজ করে জানাল হাইকোর্ট। মামলাকারীরা সুপ্রিম কোর্টে যাবে, পাল্টা তৃণমূল।



ফি অসন্তোষে চারুচন্দ্র কলেজে বিক্ষোভ পড়ুয়াদের। ২ ঘণ্টা লেক রোড অবরোধ। কিছু দাবি মানা হয়েছে, দাবি কলেজ কর্তৃপক্ষের। বিধায়ক দেবাশিস কুমারের হস্তক্ষেপে উঠল অবরোধ।


১৯ ডিসেম্বর পুরভোট। তার আগে পাড়ায় পাড়ায় আড্ডা। কলকাতার না জানা গল্প। চৌরঙ্গিতে সুরজিৎ চট্টোপাধ্যায়। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.